আহা নীড়, শান্তির নীড়!

রেহানা বীথি ১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:২২:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

গতকাল বৃষ্টি ছিল সারাদিন । কখনও ঝিরঝির, কখনও ঝমঝম। কর্মস্থলে গেলাম হালকা ভিজে। কাজের মাঝে বার বার চোখ চলে যায় কোর্টের বারান্দা পেরিয়ে গাছপালায় ঘেরা বাইরের প্রকৃতিতে। বাইরে সরস প্রকৃতি, ভেতরে নিরস সাক্ষী। একঘেঁয়ে শপথপাঠ, জবানবন্দি, জেরা। পুলকিত হতে চাইলেই কি হওয়া যায়? বলা কি যায়, “এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিষায়?” তাছাড়া বয়সটাও তো ভাবতে হবে!

একসময় শেষ হলো নিরস কাজগুলো। পাখির নীড়ে ফেরার পালা । রিক্সার হুড তুলে পাখিদ্বয় , সেই কোন্ প্রেমিকবেলার মত! নীড়ে অপেক্ষারত কন্যাদ্বয়। মনে হলো, না থাক সেই বয়স, না থাক তখনকার সেই প্রেমিকবেলা, এ বেলাটাতে যে আরও বেশি মায়া জড়ানো ! এ বেলাতেও ভালোলাগা অপার। আহা নীড়, শান্তির নীড়!!

৬২৮জন ৫১১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ