
হে ইচ্ছে প্রিয়,
আমার পড়ন্ত বিকেলের তুমি ঝলমলে রোদ্দুর। হয়তো ভাবছো কিছুক্ষণ পরে যা কিনা আঁধারে পরিণত হবে।
অন্যের নদীর মোহনায় কেন যে হাত বাড়ায়, দিতে চায় অবহেলায় প্রেম সমুদ্রে ডুব সাঁতার। বোকামীটা দেখে বড্ড হাসি পাচ্ছে তোমার নিশ্চয় ? হুম, তাইতো যাপিত মনের অনলের দীপশিখা প্রজ্জ্বলিত হচ্ছে,বার বার বুঝাচ্ছ বা বুঝাতে চাইছো।
আরে! আমি যে নক্ষত্র,ছুঁতে পারবেনা, ধরতে পারবেনা, চাঁদেই যে আমার বসবাস। ভাল ভাবেই আমার অবস্থান দেখিয়ে দিয়েছো।
এই রাতের আকাশের তারাভরা চন্দ্রিমা রাত,তারাগুলো তোমার দোসর।আবার খররৌদ্র চৈত্রের দুপুর সেতো আমার বাসর।
কখনও জলসা ঘরের ঝাড়বাতি, তবে সুইচ অন্যের হাতে এখানে।তখন আমি জলসা ঘরের নবাবের ইচ্ছের দাস। ইচ্ছে হলে জ্বালায়,আবার ইচ্ছে হলে নেভায়। সেথায় ও আমার বসত আর আবাস। নেই কোনো স্বপ্ন, সাধ। সবই আজ বিষাদ। কারণ ঝাড়বাতিদের যেন কোনো স্বপ্ন নেই, কোনো সাধ নেই।
ধন্য করেছো বিরহ মোরে, সুধা ভেবে অন্তরে।
সন্ধ্যা যামিনী আলোয় ভারি প্রদীপ জ্বালি,যে প্রেম আজ কেঁদে মরে শূন্য মন্দিরে।
আলো- বিচ্ছুরণ প্রিয়া।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অধরাকে ধরতে চাওয়াই আমাদের স্বপ্ন,
আর এই স্বপ্ন হয়ত স্বপ্নেই থেকে যায় /যাবে।
সুন্দর চিঠি।
উর্বশী
ছাইরাছ হেলাল ভাইয়া,
আপনার সাথে সহমত পোষণ করছি। তবুও স্বপ্নের তরী বয়ে চলে অনন্য ধারায়।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
ফয়জুল মহী
আরে! আমি যে নক্ষত্র,ছুঁতে পারবেনা, ধরতে পারবেনা, চাঁদেই যে আমার বসবাস। ভাল ভাবেই আমার অবস্থান দেখিয়ে দিয়েছো।
উপভোগ্য লেখনী । আপনার জন্য সবসময় শুভ কামনা।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
যাক ভাল লেগেছে তোমার তাহলে।তোমার জন্যোও শুভ কামনা সব সময়। ভাল থেকো।
সময় করে কথা বলো তো একটু। আলাপ আছে মহী।
সুপায়ন বড়ুয়া
“ধন্য করেছো বিরহ মোরে, সুধা ভেবে অন্তরে।
সন্ধ্যা যামিনী আলোয় ভারি প্রদীপ জ্বালি,
যে প্রেম আজ কেঁদে মরে শূন্য মন্দিরে। “
ইচ্ছে আলোর বিচ্ছুরণে
তুলেছেন আলোড়ণ।
শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
আরে বাহ! কি সুন্দর সাজিয়ে শোভা বাড়িয়েছেন। ভাল লাগা ও পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন,অফুরান শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
ইচ্ছে কী তবে বিরহেই ধন্য হয়? নক্ষত্র, আলো, ঝাড়বাতির সুখ যদি অন্যকে আলোকিত করার মাঝেই থেকে থাকে, তবে তাইহোক। ইচ্ছের প্রিয়া সুখী হোক অবারিত আলোর বিচ্ছুরণে!
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
হয়তো পরিবেশ বলে দিবে,নয়তো বিরহের জন্যই বরাদ্দ।
সুন্দর মন্তব্যে আপ্লুত। যাক সময় পেয়ে পড়েছেন।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
তৌহিদ
এই রাতের আকাশের তারাভরা চন্দ্রিমা রাত,তারাগুলো তোমার দোসর।আবার খররৌদ্র চৈত্রের দুপুর সেতো আমার বাসর।
মন ছুঁয়ে গেলো। আশা নিয়েই বেঁচে থাকা আমাদের। বিরহযাতনায় না ভুগলে প্রেমের স্বার্থকতা কোথায়?
চমৎকার লিখেছেন আপু।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সঠিক বলেছেন, আশা নিয়েই বেঁচে থাকা আমাদের। সুখ,দুঃখ, বিরহ এসব তো জীবনেরই একটি অংশ। ভাল থাকুন,শুভ কামনা সব সময় ।
রেহানা বীথি
কখনও কখনও বিরহও মধুর মনে হয়। অধরাকে ছুঁতে না পারি, ছুঁয়ে দেখার ইচ্ছে তো আছে!
খুব ভালো লিখেছেন।
উর্বশী
রেহানা বীথি বিউটিফুল আপু ,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । সঠিক বলেছেন, সব সময় সকল চাওয়া পূরণ হবে তার কোনো নিয়ম নেই বা গ্যারান্টি নেই। কিন্তু ইচ্ছে ডানায় উড়তে তো মানা নেই।
সময় করে পড়ার জন্য আন্তরিক ভালোবাসা রইল।ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ কথামালায় চিঠি। বিরহ হলেও ভালো লাগলো।
শুভ কামনা রইলো আপুনি।
উর্বশী
রোকসানা খন্দকার সুইটি রুকু আপু,
আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। কখনও কখনও বিরহ
ভাল লাগায় স্থান পায়। সুখ, দুঃখ, হাসি,কান্না সঅব নিয়েই তো জীবন।ভাল থাকুন সুইটি আপু।শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ঝাড়বাতিদের যেন কোনো স্বপ্ন নেই, কোনো সাধ নেই। অসাধারণ লেগেছে আপু। আমরা অসম্ভব কে নিয়েই ভাবি বেশি, স্বপ্ন রচি যা হয়তো কখনো পূরণ হবার নয় কিন্তু তবুও তাই নিয়েই সুখ খুঁজে বেড়াই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরাম
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সঠিক বলেছেন সুখ খুঁজে বেড়াই। স্বপ্ন দেখতেও ভুল হয়না আমাদের।সময় করে পড়ার জন্য ভালোবাসা রইলো। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
জিসান শা ইকরাম
ঝাড়বাতি, সুইজ অন্যের হাতে। উপমাটি সুন্দর হয়েছে।
তবুও স্বপ্ন দেখা থেমে নেই আমাদের।
ভালো লেগেছে আপু।
শুভ কামনা।
উর্বশী
জিসান শা ইকরাম ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সঠিক বলেছেন। স্বপ্ন দেখা থেমে নেই আমাদের। তাইতো ইচ্ছে ডানায় কাজ করে প্রতিনিয়ত। সময় নিয়ে পড়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানাই। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
আরজু মুক্তা
সবকিছু অন্যের হাতে থাকলেও, ইচ্ছেডানাটা মাঝে মাঝে উড়ে তেপান্তর যেতে চায়। চাঁদের আলোটা তার নয়। তবুও ভালোবাসি। বিরহে প্রেম কেঁদে মরলেও। ভাবতে তো পারি, শুন্যতা থেকে পূর্ণতার সৃষ্টি।
শুভকামনা।
অসাধারণ আর চমৎকার অলংকারে অলংকৃত।
উর্বশী
আরজু মুক্তা আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
চমৎকার মন্তব্যে আমি আপ্লুত। এই মন্তব্যেই লেখার ভাবনার ডাল পালা ছড়িয়ে যায়,এটি ভাল দিক অন্তত আমার জন্য। সময় করে পড়ার জন্য ভালোবাসা রইলো।
ভাল থাকুন,শুভ কামনা সব সময়।