গতকাল বৃষ্টি ছিল সারাদিন । কখনও ঝিরঝির, কখনও ঝমঝম। কর্মস্থলে গেলাম হালকা ভিজে। কাজের মাঝে বার বার চোখ চলে যায় কোর্টের বারান্দা পেরিয়ে গাছপালায় ঘেরা বাইরের প্রকৃতিতে। বাইরে সরস প্রকৃতি, ভেতরে নিরস সাক্ষী। একঘেঁয়ে শপথপাঠ, জবানবন্দি, জেরা। পুলকিত হতে চাইলেই কি হওয়া যায়? বলা কি যায়, “এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিষায়?” তাছাড়া বয়সটাও তো ভাবতে হবে!
একসময় শেষ হলো নিরস কাজগুলো। পাখির নীড়ে ফেরার পালা । রিক্সার হুড তুলে পাখিদ্বয় , সেই কোন্ প্রেমিকবেলার মত! নীড়ে অপেক্ষারত কন্যাদ্বয়। মনে হলো, না থাক সেই বয়স, না থাক তখনকার সেই প্রেমিকবেলা, এ বেলাটাতে যে আরও বেশি মায়া জড়ানো ! এ বেলাতেও ভালোলাগা অপার। আহা নীড়, শান্তির নীড়!!
২২টি মন্তব্য
মোহাম্মদ দিদার
বেশ
সচ্ছ অনুভুতির প্রকাশ
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
আরজু মুক্তা
একটু ভিজলে কী ক্ষতি হতো? আসুক না সেই স্মৃতিমধুর ছোটবেলা ফিরে। চলুক প্রকৃতির সাথে নৃত্য।
রেহানা বীথি
হুডটাই তোলা ছিল, নীল পলিথিনে ঢেকে রেখেছিলাম নিজেদের, তবুও যে ভিজিনি তা নয়। মন তো নেচে উঠেছিলোই।
শুভকামনা নিরন্তর।
তৌহিদ
এ বেলাটাও থাক চির অমলিন হয়ে। ছোট্ট লেখায় সুন্দর ভাবাবেগ।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই
শাহরিন
আগে প্রতিদিন অফিস যাওয়ার সময় বৃষ্টি হতো। ভিজতে না পারার জন্য সারাদিন মনের মধ্যে কেমন জানি করতো। লেখা পড়ে পুরনো দিনের কথা মনে পড়ে গেল।
রেহানা বীথি
ভালোবাসা জানাই
সাবিনা ইয়াসমিন
রিক্সার হুড তুলে পাখিদ্বয় ফিরে যাবে প্রেমিক বেলাতেই। তাইতো বর্ষা আসে চির সবুজ নিয়ে, ফেলে আসা অতীতের জীর্ণতা ধুয়ে ফিরিয়ে দেয় প্রানের সুর।
বেশ ভালো লাগলো, এমন লেখাগুলো বর্ষা বিড়ম্বনা ভুলিয়ে দেয়। এমনো দিনে তাকে বলা যায়,, 🙂
ভালোবাসা অবিরত ❤❤
রেহানা বীথি
একদম একদম।
অনেক ভালোবাসা আপু
ছাইরাছ হেলাল
বয়স কোন ব্যাপার না!!
শুরু করে দিন, কথাও আমার হারিয়ে যেতে নেই মানা!
ছোট লেখা ছোট না, প্রমাণিত।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া
মোঃ মজিবর রহমান
ভেজার মজাই আলাদা। হুড তুলে কি ভাব নেওয়া যাই ভিজুন ভাল্লাগবে।
রেহানা বীথি
ধন্যবাদ
নিতাই বাবু
বয়স যত বাড়ে চলছে, ভালোবাসাও তত বাড়ছে! ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। আহা ভালোবাসা! আহা ঘর সংসার।
রেহানা বীথি
মায়া দাদা
মনির হোসেন মমি
বৃষ্টি ভেজাঁ স্মৃতি আর বাস্তবতা জীবনকে বাচতে শেখায়। চমৎকার অনুভুতি দিদি।
রেহানা বীথি
ধন্যবাদ ভাইয়া
প্রদীপ চক্রবর্তী
দারুণ অনুভূতির বহিঃপ্রকাশ দিদি।
রেহানা বীথি
ধন্যবাদ ভাই
আকবর হোসেন রবিন
একদিনের কথা মনে পড়লো। আমি আর আমার হারিয়ে যাওয়া প্রেমিকা রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। এমন সময় হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো। আমরা তাড়াতাড়ি করে একটা রিক্সা ভাড়া করে গন্তব্যহীন ঘুরতে শুরু করলাম। সেই বৃষ্টি থামলো প্রায় ২ ঘণ্টা পর। এই দুই ঘণ্টায় আমরা রিক্সা করে চট্টগ্রাম নগরের প্রায় অর্ধেক জায়গায় ঘুরেছি। কষ্টের কথা হলো, ওই দিনের দেখাই ছিলো আমাদের শেষ দেখা। এরপর থেকে আমার প্রেমিকা হারিয়ে গেছে। আর খুঁজে পাইনি।
রেহানা বীথি
ভালো থাকবেন