
যাসনে যেন একলা নদীর ঘাটে
এইতো সবে উঁকি দিলো ভোর ,
সূর্য্যি মামার নিদ্রা ভাঙ্গতে দে
পাড়া পড়শী খোলুক কয়েক দোর ।
শিমুল গাছে হুতুম প্যাঁচা বসে
দাঁত দেখিয়ে যদি ভেচকী মারে ,
উল্টো ঝুলে বাদুর তেঁতুল গাছে
ডাল ভেঙ্গে সে ছিটকে যদি পড়ে !
ভয় পেয়ে তুই ছুটবি উল্টা দৌড়
পিছন ফিরে পথের কিনারায় ,
কাঁটা যদি বিধে আলতা পায়ে
ভাবতেই মোর বুকটা ফেটে যায় ।
ঘুমায় নদী, কুয়াশার কাঁথা গায়ে
কলসি দিয়ে তুলিসনা আর ঢেউ ,
দুলবে যদি ভাঙ্গা নৌকাখানী
ঘুমপাড়ানী নাই যে আমার কেউ ।
যদি বাঁজে বাঁশি বাবলা বনের ধারে
জল বোরাতে আসবি একেলা ,
দেখবো তোকে সাঁজের মিষ্টি আলোয়
কলসি কাঁখে, মিষ্টি কোমর দোলা ।
বাঁদর যদি পাথ্থর ছুড়ে মারে
ফাটা কলসি, শূণ্য দৃষ্টি তোর ,
পূর্ণিমা রাত সঙ্গি হলে তুই
গঞ্জে যাবো, হয় ‘ হতে দে ভোর ।
অনামিকায় ঝংকার তুলবি জলে
ছুটবে তরী জোয়ার ভাটির টানে ,
মিল যদি হয় ছন্দে, তালে, লয়ে
মিলাবো সুর দ্বৈত কন্ঠের গানে ।
জানবে লোকে, জানবে প্রতিবেশি
সখি গেছে সুজন মাঝির না’য় ,
ভয় পেলে তুই থাকনা ! সখি থাক;
যাসনে ঘাটে, একলা অবেলায় ॥
তুই বিহনে হারায় যদি সুর
বাঁশের বাঁশি ডুবিয়ে দিবো জলে ,
ভর দুপুরে আসিস যদি ঘাটে
ভাসবে বাঁশি, তুর হাতেই নিস তুলে ।
-০-
১২/০৯/২০১৯
ছবি- নেট থেকে
২৯টি মন্তব্য
সুরাইয়া পারভিন
ভয় পেয়ে তুই ছুটবি উল্টা দৌড়
পিছন ফিরে পথের কিনারায় ,
কাঁটা যদি বিধে আলতা পায়ে
ভাবতেই মোর বুকটা ফেটে যায়,,,,আহা প্রেম!
প্রেয়সীর তরে সদা উৎকণ্ঠা প্রেমিক মন। চমৎকার উপস্থাপন
এস.জেড বাবু
সত্যিকার প্রেমিক সম্ভবত এমনি হয়, বা তার চাইতেও অধিক উৎকন্ঠিত।
অসংখ্য ধন্যবাদ আপু
সাবিনা ইয়াসমিন
ভালোবাসায় প্রিয়তমাকে আগলে রাখার আকুতিটা কত সুন্দর, মধুরতায় তুলে ধরলেন! সম্মোহিত হয়ে পড়লাম। প্রকৃত প্রেমিক এমনই হয়। আগলে রাখে, আকড়ে ধরে রাখে বুকের পাঁজরে।
ভিষন ভালো লাগলো কবিতাটি।
শুভ কামনা বাবু ভাই 🌹🌹
এস.জেড বাবু
বাহ্
প্রকৃত প্রেমিকের একটা নিদারুন সংজ্ঞা পেয়ে গেলাম।
মনে হয় প্রতিটা মানুষের জীবনে একবার প্রেমে পড়া উচিত। শূণ্যতার ভয় মানুষের মন নরম করে দেয়।
অনেক ভাল থাকবেন প্রিয় আপু।
সাবিনা ইয়াসমিন
হু, এটা ঠিক বলেছেন। প্রত্যেকেরই একবার প্রেমে পরা উচিৎ,বিশেষ করে কবিদের। তাহলে পাঠকেরা দারুন দারুন কবিতা পাবে। আপনি পরেছেন কিনা তা আর জিজ্ঞেস করলাম না 😜
এস.জেড বাবু
আমি যে প্রতিবার প্রেমে পড়ি,
প্রতিটি লিখার আগে
বিরহে অভিষিক্ত হই সময় নিয়ে
প্রতিবার লিখার আগে
একটা শব্দের ঘিরে নিজেকে সেই পৃষ্ঠার সাথে মানিয়ে নিই- কল্পনার আঙ্গিনা জুড়ে।
কত শত বার প্রেমে পড়ছি ইচ্ছের, এককাপ চা আর কর্ম ব্যাস্ততা সেখান থেকে টেনে তুলে যত্ন করে।
সত্যি কিন্তু আপু।
হালিম নজরুল
আমার খুব পছন্দের একটি ছন্দ।
এস.জেড বাবু
লাখো শুকরীয়া প্রিয় ভাইজান।
শুভেচ্ছা
ছাইরাছ হেলাল
কুয়াশা-কাঁথায় নদী ঘুমায়,
ঢেউয়ের কলসি ঐ ভেসে যায়;
এ অবেলায়
সে আর আমার কেউ নয়;
আপনার মত সুন্দর করে লিখতে পারিনি!
এস.জেড বাবু
কোথায় আপনার আবিষ্কার
আর কোথায় আমি
আমি তো জানি আমার ভাইটি
সবার চেয়ে দামী
আপনার লিখাটার লিংক থাকলে দেবেন প্লিজ- পড়তে ইচ্ছে হলো যে।
শুভেচ্ছা নিরন্তর।
ছাইরাছ হেলাল
আপনার এখানেই আপনার লেখা পড়তে পড়তে
লেখার চেষ্টা করলাম মাত্র। এমন হুটহাট লিখি-টিখি তো!
আপনিও ভাল থাকবেন।
আমি তো আপনার পাঠক।
বন্যা লিপি
প্রেমিক হৃদয়ের আবেগি ভাবনাময় ছন্দ।
প্রেমিক মন বুঝি এমনই হয়?
পুরোদস্তর রোমান্টিক কাব্য।
এস.জেড বাবু
খুব করে যদি কাউকে ভালবাসতে ইচ্ছে হয়,
তখন একটি প্রহরের জন্য আমি প্রেমিকের ভান করি-
আর যত সব অক্ষরের অত্যাচার
সব লিখায় লিখায় ঝাড়ি
প্রেমিক মন অনেক বড় হয়, মনে হয় সমস্ত মানুষের কল্পনার চাইতেও অধিকতর বড়।
হয়ত তাই দুনিয়াটা প্রতিনিয়ত নতুন নিয়মে সাজে।
অনেক শুভেচ্ছা রইলো আপু।
রেহানা বীথি
কী সুন্দর ছন্দে লিখলেন!
আহা, প্রেমিক হৃদয়! ভালো থাকুক তার প্রেয়সী।
এস.জেড বাবু
জ্বী তাই-
দুনিয়ার সমস্ত প্রেয়সী’রা ভাল থাকুক।
আন্তরিক ধন্যবাদ প্রিয় আপু।
মনির হোসেন মমি
আহা কত আদর মাখা প্রেম কবিতা।প্রেমিক এমন না হলে কি চলে। খুব সুন্দর হয়েছে কবিতা।
এস.জেড বাবু
আপনাদের অনবদ্য অনুপ্রেরনা মমি ভাই
অনেক ভালো থাকবেন সবসময়।
অসংখ্য ধন্যবাদ
জিসান শা ইকরাম
অনেক অনেক ভালো লেগেছে এমন কবিতা।
এস.জেড বাবু
আমার এইবার সত্যি খুশি লাগছে।
অশেষ কৃতজ্ঞতা রইলো ভাইজান
নৃ মাসুদ রানা
ডুবে গেলাম
এস.জেড বাবু
আমার ছোট কাঁধ-
তবু ভাসিয়ে রাখবো ভাইজান।
অনেক অনেক শুভেচ্ছা রইলো।
কামাল উদ্দিন
…………সাবলীল ছন্দে ভালোবাসার কবিতা, ছবিটাও বেশ মানিয়ে গেছে। অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম বাবু ভাই।
এস.জেড বাবু
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কামাল ভাই।
স্বপরিবারে সুখে থাকুন।
শুভেচ্ছা রইলো।
এস.জেড বাবু
মাত্র ঘাট থেকে এলো যে
আলতা ধুয়ে নিলো যে দুষ্ট জল
আবার লাগিয়ে দিবো- 🙂
চৌকশ দৃষ্টিকোন আপু- মুগ্ধ আমি।
অনেক শুভেচ্ছা সহ অভিনন্দন।
কামাল উদ্দিন
আপনিও সুখে থাকুন আর ভালো থাকুন সব সময়।
শিরিন হক
রোমান্টিকতায় ভরপুর কাব্যের শৈল্পিকতা।
চমৎকার প্রেমিক মনের ভাবনা।
ছবিতে আলতা নেই পায়ে এটা একটু নজড়ে পড়লো বাকি সব ঠিক।
এস.জেড বাবু
মাত্র ঘাট থেকে এলো যে
আলতা ধুয়ে নিলো যে দুষ্ট জল
আবার লাগিয়ে দিবো- 🙂
চৌকশ দৃষ্টিকোন আপু- মুগ্ধ আমি।
অনেক শুভেচ্ছা সহ অভিনন্দন।
সিকদার সাদ রহমান
অসাধারণ ছন্দ ময় সুন্দর লেখনী।
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ ভাইজান
শুভেচ্ছা অশেষ