
সোনেলা ব্লগ! এক সোনালী উঠোনের নাম। এক এমন উঠোন, যেথায় গল্প জমানো আছে রাশি-রাশি। আমার আছে তেমনি বলার মত কিছু উজ্জ্বলতম স্মৃতি। যদিও একবছর সময়টা খুব বেশি নয়। আর আমার ভাণ্ডারে খুব বেশি কিছু জমাও করতে পারিনি। আজ না হয় সেই গল্প গুলোর কিছু সোনালী রোঁদে মেলে ধরার চেষ্টা করবো।
শুরুটা অনেক অনেক আগে। একদিন ছোট বোন দিয়েছিলো www.sonelablog. com এর লিংক। বলেছিলো বড় আপু, এটা আমাদের পরিচিত মানুষের গড়া সম্পূর্ণ বাংলা ব্লগ। এখানে অনেক ভালো মানের লেখা-লেখি হয়। পড়ে দেখো, তোমার ভালো লাগবে। চাইলে তুমিও লিখতে পারবে। এসেছিলাম, পড়েছিলাম, ভালো-ও লেগেছিলো। কিন্তু কিছু লেখা বা কমেন্ট করা হয়নি। অথিতি রূপে আসা-যাওয়া চালিয়ে গেলাম। পেইজে লাইক দেয়া থাকায় নিয়মিত আপডেট লেখাগুলো পড়তাম।
একদিন সোনেলার পক্ষ থেকে আমন্ত্রন পেলাম। তারপর দিন-মাস-বছরের পরিক্রমা শেষে ব্লগে আইডি হয়ে গেলো আমার। ভ্রমন কাহিনীর প্রতি দুর্বলতা আমার মারাত্বক রকমের বেশি। হঠাৎ একদিন দেখি ব্লগের এক বিখ্যাত সিনিয়র ব্লগার তার চায়না ভ্রমন নিয়ে একটি লেখা দিয়েছেন। ওটা ছিলো প্রথম পর্ব। কিন্তু ২য়টা আর দিচ্ছেনই না। মেজাজ খারাপ হয়ে গেছিলো। ব্যাস, দিলাম কমেন্ট ছুঁড়ে। আমার সোনেলায় দেয়া প্রথম লেখা/কমেন্ট সেটাই ছিলো।
এরপর আর থামিনি। পড়েছি, মন্তব্য দিয়েছি, কিন্তু কিছু লেখার সাহসটাই পাচ্ছিলাম না। কী লিখবো, কীভাবে শুরু করবো ওটাই মাথায় ঢুকেনি। এদিকে কিছু না লিখে শুধু কমেন্ট করাও ভালো দেখাচ্ছিলো না। শেষে অকূলে কূল দেখালেন তিনিই। তার অনুপ্রেরণায় লিখেই দিলাম অতঃপর সোনেলা। শুরু থেকে শুরু করার গল্প।
ব্লগে এসেই সবার উচ্ছল স্বাগতম ধ্বনি আর সাদর সম্ভাষণে নিয়ম করে নিয়মিত হওয়ার তাগিদ বোধ করছিলাম। শেষে একদিন হুট করে জানিয়ে দিলাম মনের গোপন ইচ্ছেটির কথা। সবাই উৎসাহ দিলেও একজন এখানে ঠিকই পরীক্ষা নিয়েছেন। রীতিমত গরম উনুনে দাড় করিয়ে গরম গরম খাবার চোখে ধরিয়ে দিয়েছিলেন।
আমি কি আর ভীতু নাকি! তাই গরম খাবারের ট্যাস কেমন ছিলো সেটা বুঝিয়ে দিয়েছিলাম ছন্দে ছন্দে মহা-আনন্দে। পরের পরীক্ষা আরও কড়া ছিলো। ক্রুশে বিদ্ধ করে খাম্বায় টাঙিয়ে রাখার পরিকল্পনা করা হয়েছিলো সেই যাত্রায়। অনেক কষ্ট করতে হয়েছিলো পাশ মার্ক উঠাতে।পরীক্ষায় ফেল মারিনি, রেজাল্ট কিন্তু শুভ সময়েই পেয়েছিলাম স্বয়ং পরীক্ষকের কাছ থেকেই। আহা! আমার সোনেলায় আসাটাই যেন সেদিন সার্থক হয়ে গিয়েছিলো।
কতো হাসি, কত কথা, কত আড্ডা শিখেছি এই উঠোনে বসে। এমনো দিন-রাত গেছে একজনের ঘরে (ব্লগ) বসেই পার করেছি অগুনিত সময়। বন্ধু, সহপাঠী, আদরের সম্বোধনে ভুলে ছিলাম অনলাইনে প্রকৃত সম্পর্ক আসলে গড়ে তোলা যায়না। হঠাৎ আপন হওয়া মানুষ গুলো হঠাৎ করেই পর হয়ে যায় অকারণে। শুধু স্মৃতির পাতা ভারি হয়ে রয়।
সোনেলায় এসেছি, দেখেছি, ভালোবেসেছি। ভালোবাসা পেয়েছি। আসলে বলতে চাই, যতটা দিয়েছি তার চাইতে হাজার গুন বেশি ফেরত পেয়েছি। অনেক কিছু চাইলেও বলা যায়না শব্দ সংকটের কারণে। অপারগতায় থেমেছি বহুবার। শুধু ভালোবাসাটুকু বিস্তৃত হয়ে গেছে দিন বদলের ক্ষণে ক্ষণে।
সোনেলার নিরন্তর জয়যাত্রায় অংশ নিতে পেরে আমি ধন্য।
প্রিয় ব্লগের সফলতা কামনা করি।
৫১টি মন্তব্য
মোহাম্মদ দিদার
উপস্থাপন বেশ সবলীল ছিলো।
এই অল্প দিনের পরিচয়ে এতটা ভালোবাসা পাবো বুঝতে পারিনি।
আফসোস হয়, কেনো পরিচিতো হলাম না আরো আগে।
আপনার প্রতি ও রইলো কৃতজ্ঞতা।
সাবিনা ইয়াসমিন
এই আফসোস আমার মাঝেও আছে দিদার ভাই। যদি আরো আগে আসতাম, তাহলে হয়তো আরো ভালোবাসা দিতে পারতাম সোনেলাকে।
শুভ কামনা অহর্নিশ থাকলো আপনার জন্যে। সোনেলায় থাকুন। মনের আনন্দ নিয়ে লিখে যান অনুভব এর উপলব্ধি গুলো। 🌹🌹
মনির হোসেন মমি
দেখে গেলাম।
সাবিনা ইয়াসমিন
কোথায় যাবেন? সোনেলা ছেড়ে খুব দূরে যেতে পারবেন না। ব্লগের প্রানতো আপনারাই।
শুভ কামনা মমি ভাই। ভালো থাকবেন সব সময়। 🌹🌹
মনির হোসেন মমি
হুম আফা। এখন সময় বেশী শত্রু হয়ে দাড়িয়েছে ।দোয়া রাখবেন।
আরজু মুক্তা
আপনার কমেন্টসও দারুণ। লিখাও চমৎকার। উৎসাহ দেয়ার উদ্দীপনা আরও ভালো। সোনেলার সাথে আরও এক যুগ থাকুন।এটাই কামনা!
শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
মাত্র একবছর হয়েছি এসেছি। যুগ কাটাতে পারবো বলে মনে হয়না। আজ এখানে আছি, কাল কোথায় থাকবো জানিনা। তবে সোনেলা বেঁচে থাকবে বহু যুগ-কাল, আপনাদের সাথে নিয়েই।
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
দারুণ উপস্থাপন দিদি।
আপনি আমায় সোনেলার এই সুন্দরম্ পরিবেশের পথ দেখিয়েছিলে বলে আজ দু চার লাইন লিখতে পারছি।
প্রিয় সোনেলার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
.
শুভকামনা অহর্নিশ দিদি।
সাবিনা ইয়াসমিন
অনলাইন জগতে এসে খুব কম মানুষকেই আপন করেছি। যাদের করেছি তাদের নিয়েই পথ চলেছি। তুমি আমাকে দিদি ডাকা প্রথম ছোট ভাই প্রদীপ। তাই তোমাকে আমি আমার প্রিয় বাড়ির আঙিনায় এনেছি। তোমার অবস্থান তুমি তৈরি করেছো নিজের যোগ্যতা ও শুদ্ধতা দিয়ে। অনেক লেখো, আর সবার মন জয় করে নিও এটাই দোয়া করি। ভালো থেকো। শুভ কামনা ❤❤
ছাইরাছ হেলাল
গল্প লিখিয়ে হিসাবে সাফল্য-পারদের ঊর্ধ্বমুখিতা দিব্য চোখে নয়,
চর্ম চৌক্ষে দেখতে পাইতেছি। তাও ভাল, বলে বসেন-নি, ইহা সইত্য ঘটনা অবলম্বনে!!
সাবিনা ইয়াসমিন
ইহা সত্য ঘটনাবলি দিয়েই সাজানো। স্মৃতি মিথ্যা দিয়ে বানানো যায় না মহারাজ। সোনেলায় আমার বেড়ে উঠার পেছনে আপনার অবদান অপরিসীম। আজকের লেখাটিও হয়তো লেখা হতো না, যদি আপনি সাহায্য না করতেন। লেখাটি কে মেরামত করে নিজ দ্বায়িত্বে প্রকাশ করার জন্যে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাকে কতবার কতভাবে জ্বালাতন করেছি তা শুধু আমি জানি।
সোনেলার সুবৃহৎ আঙিনায় আপনি শক্তিশালী ইমারত। তাই প্রয়োজনে, অ-প্রয়োজনে আপনার দ্বারস্থ হওয়ার কোনো বিকল্প ছিলো না।
ভালো থাকবেন মহারাজ, সকলের ছায়া হয়ে, ছায়ারূপে। শ্রদ্ধায়, সম্মানে, দোয়ায় থাকবেন আজীবন।
ছাইরাছ হেলাল
যারা গল্প-টল্প লেখে-টেখে, তারা বানিয়ে-টানিয়ে বেশি-টেশি ই বলে-টলে,
আমরা তা জানি ও মানি।
দোয়ায় থাকুন, দোয়ায় রাখুন। আপনিও ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
সোনেলা আপনাকে দাওয়াত দিয়েছে আর আমি যাযাবরের ন্যায় ঘুরতে ঘুরতে এখানে জমিয়ে হুরছি সময় অসময়। মনের আনন্দে পড়ি,
সাবিনা ইয়াসমিন
” আপুরে সোনেলা সব অধিকার দিচ্ছে কিন্তু অপরের অধিকারে( মানে ধর্ম, মুক্তিযুদ্ধ,) কিছু নীতিমালা আছে।
সোনেলায় ভালবাসার অভাব নাই।
যতখুশি লিখুন মনের আকুনি
যতখুশি লিখুন আনন্দ হাসিখুশি।
মনের ইচ্ছে উড়াল দিন ঊর্ধ্ব আকাশে
মাতুন উড়ুন যতখুশি তত জিবনে।
বাহির করুন জিবনের রহস্য
পাবলিশ করুন সোনেলা ঊঠানে।
সোনেলায় নোবেল থেকে উত্তম
আছে হাস্যময় বন্ধুমহল।
উড়িয়ে দিন আপনার
মনের যত ইচ্ছা সোনেলায়। ”
এভাবেই আপনি আমায় বরণ করেছিলেন সোনেলায়। একদম অপরিচিত, অচেনা একজন মানুষকে এমন করে স্বাগতম সবাই জানাতে পারে না। আপনি পেরেছিলেন মজিবর ভাই। মন কতটা নির্মল আর মনে কতটুকু মমতা থাকলে এভাবে নতুন কাউকে আপন করা যায়, সেই প্রশ্ন অবান্তর।
সোনেলা জাগ্রত থাকবে আপনাদের হাত ধরেই। শুভ কামনা ভাই। ভালো থাকবেন সব সময়। 🌹🌹
মোঃ মজিবর রহমান
আমি আপনি, তৌহিদ ভাইসহ আরো বেশ কিছু লেখকের লেখা পড়ে মুগ্ধ আপু। আরো ভাল ভাল লেখক ভরে উঠুক সোনেলা মাঠে, খেলুক শব্দ বুননের খেলা বাংলা মায়ের কথায়।
সাবিনা ইয়াসমিন
সোনেলার জয়ধারা অব্যাহত হোক, এটাই আমাদের সকলের প্রত্যাশা ভাই। 🙂
তৌহিদ
এইতো লিখে ফেললেন শেষপর্যন্ত!! বাহ বাহ! দেরিতে হলেও আমাদের পাঠক জানতে পারলো আপনার সোনেলা ইতিবৃত্ত। সোনেলাকে আপনি অনেক কিছু দিয়েছেন আপু, সময় মেধা শ্রম এসবকিছুই ভুলবার নয়। আপনাকে পাশে পেয়ে আমরা সবাই গর্বিত।
লেখায় আপনার মন্তব্য পেলে সত্যি অনেক ভালোলাগা তৈরি হয়, অনুপ্রাণিত হই। এভাবেই পাশে থাকবেন কেমন?
শুভকামনা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
আপনি বলেছিলেন লিখতে, না লিখেতো আর উপায় ছিলো না। ভাই-সহযোগী, বন্ধু সব রূপেই আপনাকে পাশে পেয়েছি তৌহিদ ভাই। সব সময় কৃতজ্ঞতা জানাতে পারিনি। মত বিরোধ ছিলো, দুষ্টুমি করেছি প্রাণ খুলে। আবার যখনই প্রয়োজন হয়েছে সব ভুলে একে অপরের সাথে একাত্ম হয়েছি। সবই সোনেলাকে ভালোবেসে। ছিলাম, আছি, কাল কি হবে জানিনা। ভালোবাসা থাকবে আমাদের এই উঠোনকে ঘিরে।
খুব ভালো থাকবেন। সোনেলার অক্লান্ত জাগ্রত সৈনিকেরা যতদিন আগলে রাখবে, ততোদিন পর্যন্ত সোনেলাকে সবাই উঠোনই ভাববে, ব্লগ নয়।
শুভ কামনা অবিরত 🌹🌹
জিসান শা ইকরাম
অত্যন্ত সুন্দর ভাবে সোনেলাকে নিয়ে লিখলেন।
সোনেলাকে কতটা আপন করে নিয়েছেন তা লেখা পঠনেই বুঝা যাচ্ছে।
লেখার মাঝে লিংক গুলোর পারফেক্ট সংযোজনে মুগ্ধ হয়েছি।
সোনেলায় রেটিং থাকলে পাঁচের মধ্যে পাঁচ দিতাম।
শুভ কামনা সব সময়ের জন্য।
সাবিনা ইয়াসমিন
সোনেলায় এসেছিলাম আপনার আমন্ত্রনে। আইডি তৈরি করা থেকে শুরু করে কমেন্ট দেয়া, লেখা, ছবি সংযোজন, সম্পাদনা, এমন কোনো বিষয় নেই যার জন্যে আপনাকে বিরক্ত করিনি। আপনি বিরক্ত হওয়া দূরের কথা আরও বিপুল উৎসাহ দিয়ে আমাকে ব্লগে বিচরণ করিয়েছেন। প্রতিটি লেখায় সুবিন্যস্ত মন্তব্য করেছেন। কখনো মনে হতে দেননি লেখাগুলো আরও ভালো হতে পারতো, বা ভুল ধরেছেন কখনো এমনো হয়নি। সোনেলাকে ভালোবাসতে পেরেছি কেবল আপনার কারনেই। একজন অ-লেখক কে কিভাবে হাতে ধরিয়ে লেখক বানাতে হয়, কেমন করে ব্লগিং শেখাতে হয় তা আপনাকে না দেখলে জানা হতো না।
সোনেলা আপনার তৈরি। যা আমাদের মাঝে উম্মুক্ত করে দিয়েছেন। আমাদের জন্যে একটি সুন্দর প্লাটফর্ম দিয়েছেন নিজের লাভ-ক্ষতির কথা চিন্তা না করেই। বাংলা ব্লগ জগতে সোনেলা অপ্রতিদ্বন্দ্বী হতে পেরেছে আপনার সু-নির্মাণ আর বলিষ্ঠ পদক্ষেপণ এর জন্যেই। এই জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
সোনেলা এগিয়ে যাক সমৃদ্ধি আর সফলতার প্রান্তে। শুভ কামনায় সোনেলা ছিলো, আছে, থাকবে।
শুভ কামনা আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের দোয়ায় সবার মাঝে থাকুন। 🌹🌹
তৌহিদ
আপুরে মতবিরোধ বলবোনা আমি, বলবো অভিমানী ঠোকাঠুকি। একসাথে তিনটি হাড়ি থাকলে সেখানে ঠোকাঠুকি হবেনা এটা অসম্ভব। সেটাও কিন্ত ভালোবাসার জায়গা থেকেই। আর এটা সত্যি আপনাকে বোনের মতো, বন্ধুর মত পাশে পেয়েছি সুখে দুঃখে এটাও পরম প্রাপ্তি।
সোনেলার প্রশ্নে আমরা এক ও অভিন্ন। এটাই গর্বের বিষয়। আপনিও ভালো থাকবেন আপু। আর হ্যা, এরপরের ঠোকাঠুকি কবে হবে আগাম জানান দিয়েন। প্রস্তুতির বিষয়াবলী পর্যালোচক প্যানেলে উত্থাপন করতে হবে যে ☺☺
জিসান শা ইকরাম
আপনি ভালো থাকবেন, সুস্থ থেকে সোনেলাকে হাত ধরে এগিয়ে যাবেন।
সাবিনা ইয়াসমিন
@তৌহিদ ভাই, ঠোকাঠুকির জন্যেও পর্যালোচক কমিটি আছে? এত্তদিন
হলো ব্লগে আছি এখনো এটাই জানলাম না!! 😱😱
সাবিনা ইয়াসমিন
ইনশাআল্লাহ, থাকবো। 🙂
শাহরিন
সোনেলা আপনাদের মত মানুষদের নিয়েই সমৃদ্ধ থাকুক আজীবন এই কামনা করি।
সাবিনা ইয়াসমিন
সোনেলার সাথে প্রথম পরিচয় হয়েছিলো আপনার মাধ্যমেই। সেদিন আর আজকের মধ্যে কতো ব্যাবধান-পরিবর্তন তা ভাবতেই অবাক লাগে। ভাগ্যিস, সেদিন আপনার কথায় সোনেলায় এসেছিলাম। নয়তো জীবনের একটা অধ্যায় অসমাপ্ত থেকে যেতো।
সোনেলার জয় অহর্নিশ থাকবে। আপনার/ আপনাদের মতো মানুষরাই সোনেলাকে আলোকিত করে রাখবে।
শুভ কামনা, ভালোবাসা সব সময়ের জন্যে ❤❤
শাহরিন
আমার জন্য না, আসলে আপনি পড়া প্রেমি মানুষ আমি না বললেও আপনি একদিন ঠিকই এই ঠিকানায় পৌছে যেতেন। কোন পড়ার জায়গাই আপনার বাদ নেই। আমার মনে আছে আপনি ঝালমুড়ির কাগজ ও পড়েন সামনে পেলে।
সাবিনা ইয়াসমিন
😊😊😊😊
নিতাই বাবু
আপনার জন্য অনেক অনেক শুভকামনা সবসময়। কারণ আপনি এই সোনেলা নিয়ে অনেক ব্যস্ত সময় পাড় করেন। তা দেখা যায় ব্লগে, ফেসবুকে। মোটকথা আপনি সোনেলাকে বুকে ধরে রেখেছেন। আপনার মত এমন করে আমি নিজেও পারিনি। আমি প্রথম থেকে সোনেলায় এখনো অনেকের কাছে অচেনা অতিথির মতো। সোনেলা ব্লগের জন্য আপনার কৃতিত্বের মূল্যায়ন করা আমার মতো অধমের দ্বারা কিছুতেই সম্ভব নয়। তাই আপনাকে শুধু শুভেচ্ছা অভিনন্দনই জানাচ্ছি। সাথে সোনেলার দীর্ঘায়ু কামনা করছি। জয়তু সোনেলা। শুভ ব্লগিং।
শাহরিন
দাদা আমিও আপনার সাথে একমত।
সাবিনা ইয়াসমিন
@শাহরিন, আপনি দাদাদের একান্ত প্রিয় বোন এই জন্যেই হয়েছেন। সত্য-সুন্দর জিনিস চিনে নেয়ার আপনার দিব্য-দৃষ্টি সর্বদা বিদ্যমান থাকুক। আমিন ❤❤
সাবিনা ইয়াসমিন
আপনি সোনেলার সিনিয়র ব্লগার দাদা। কর্মময় জীবনের ব্যাস্ততায় অনেক বেশি লেখা দেননি, কিন্তু যেগুলো দিয়েছেন তার গুরুত্ব কম নয়। আপনার প্রথম দিকের লেখাগুলো আমি পড়েছি। তারপর ব্লগে এসে যখন দেখেছি, আপনি নিয়মিত হতে পারছেন না তখনই ফেইসবুক এর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করেছি। এর একটাই কারন ছিলো, আমরা চাচ্ছিলাম অল্প সময়ের জন্যে হলেও আপনি ব্লগে আসুন। আমাদেরকে আপনার লেখা পড়ার সুযোগ দিন। আপনার অমায়িকতা আমরা দেখতে পাই আপনার সুগঠিত মন্তব্য গুলোয়। সোনেলার প্রতি আপনার ভালোবাসা আর আন্তরিকতা না থাকলে শত ব্যাস্ততার মাঝে এখানে আসতেন না।
আসলে সোনেলা কৃতি মানুষদের নিয়ে গঠিত বলেই আজ তার সাফল্য আকাশ ছোঁয়া। আপনাদের মত সহৃদয় ব্লগাররা সোনেলার মর্যাদা বাড়িয়েছে।
ভালো থাকুন দাদা। শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
সাথে আছি দিদি। আপনার জন্য শুভকামনা।
নাজমুল আহসান
আপনার লেখার বাক্যে বাক্যে ব্লগের প্রতি ভালবাসা ঝলমল করছে। আপনার জন্যে শুভ কামনা “সোনেলা ইয়াসমিন”।
সাবিনা ইয়াসমিন
আপনার কাছে এই ব্লগটি কি তা যেমন আপনি না বললেও আমাদের অনুধাবন করতে বিন্দুমাত্র কস্ট হয়না, ঠিক তেমনি করে আমি প্রকাশ করতে পারিনা সোনেলাকে কেমন করে ভালোবেসেছি। তবে আপনি বুঝেছেন। এখানেই সোনেলাতে আমাদের একসাথে থাকার সার্থকতা।
খুব ভালো থাকুন পিচ্চি স্যার। শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
আপু ঠিক শব্দের অপরাগতার জন্য অনেক কিছুই বলা যায় না, কতটুকু আপনারা বা সোনেলা?
সোনেলা বা বিশেষ করে আমি আপনার মতো আপু পেয়ে খুশি উৎসাহ পায় আপনাদের মন্তব্যে । মনে বাস্তবে কোনো ভাই বোনের স্নেহের পরশ পাচ্ছি শাসন পাচ্ছি । যা আমি পূর্বেই কবিতায় প্রকাশ করে দিয়েছি।
সোনেলায় আমার আগে আসার কথা দরকার ছিলো কিনা জানি না, তবে বিশ্বাস করি আমি যথাযথ সময়ে সোনেলা আসতে পেরেছি। তবে আপু কিছু কিছু মুহূর্ত বা সময় দেরি করেই পাওয়া ভালো তা স্মৃতি তৈরী হয় ভালো লাগা তৈরী হয় ।
😍জয় সোনেলার জয় 😍
সাবিনা ইয়াসমিন
একটা দারুন কথা বলেছো নাজমুল ! আসলেই তাই। যে যেদিন থেকে যেখান থেকে শুরু করে, ঐ দিন আর ঐ সময়টাই তার জন্য যথাযথ হয়ে যায়। আমি তোমার সাথে একমত। হয়তো আমার আগমনের সময়টা তখনই যথাযথ ছিলো 😇😇
আমরা একই পরিবার হয়ে সোনেলার আঙিনা মুখোরিত রাখবো, ইনশাআল্লাহ।
ভালো থেকো, শুভ কামনা অবারিত 🌹🌹
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
হৃদয়ের কথা
আপনার মাঝে কতখানি ধারণ করে আছেন সোনেলাকে তা এই পোষ্টেই জানা যায়। আমি নতুন হলেও সোনেলার লেখা গুলো পড়ি সময় পেলেই। কি একটা বিষয়ে গুগলে সার্চ দিয়ে সোনেলার লিংক পেয়ে যাই। সেই লিংকের পোষ্ট পড়ে কৌতূহলী হয়ে অন্যদের লেখাও পড়তে থাকি। এরপর রোজ সময় পেলেই সোনেলা দেখি, পড়ি। আপনার মত ব্লগার আছেন বলেই সোনেলা এই পর্যায়ে আসতে পেরেছে। লেখাটি প্রিয় তালিকায় যুক্ত করলাম ম্যাম।
সাবিনা ইয়াসমিন
সোনেলার প্রতি আপনার ভালোবাসা কম দেখতে পাচ্ছিনা। দীর্ঘদিন একটি ব্লগকে ফলো করা, ব্লগের লেখা নিয়মিত সার্চ করে পড়া, লেখকদের সম্পর্কে আগ্রহী থাকা, পরন্তু একটা সময়ে নিজ উদ্যেগে কাঙখিত ব্লগে জয়েন করা, এটা সাধারন কোনো কথা নয়। এখানে ব্লগিং করার সিদ্ধান্ত নেয়ার জন্যে আপনাকে অভিনন্দন।
আপনার পরবর্তি পোস্ট কিন্তু আর পাচ্ছিনা, নতুন লেখা নিয়ে কবে আসছেন? সোনেলার জন্মদিন উপলক্ষ্যে আপনার অনুভব অনুভূতি নিয়ে লিখুন প্লিজ। ব্লগে আপনার আগমন কেমন হলো বিস্তারিত জানতে চাই। 🙂
প্রিয়তে নেয়ার জন্যে কৃতজ্ঞতা..
শুভ কামনা 🌹🌹
হৃদয়ের কথা
সোনেলার জন্মদিন উপলক্ষ্যে পোষ্ট দিলাম ম্যাম। আপনাদের মত লেখক হলে তো লেখা দিয়ে ফাটিয়ে দিতাম ঢোলের বারীতে। আপাতত গ্লাসে গ্লাসে টুং টাং শব্দ তুললাম।
ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
সোনেলাতে প্রথম কমেন্ট আমার লেখাতে, ওয়াও আপু আমি তো খুশিতে তা ধিন তা করে নেচে উঠলাম, ও ডেভু ভাই আমার নাচের ইমো কই, তাড়াতাড়ি দেন, আমার সবচাইতে প্রিয় বোন প্রথম আমার লেখাতেই কমেন্ট করেছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমার আর কিছুই লাগবেনা, আমি ভীষণ খুশি। 😁
সাবিনা ইয়াসমিন
ভাইজান, আপনার উচ্ছাস এর প্রকাশ দেখে কি জবাব দেবো বুঝতে পারছি না। সোনেলায় আমি না এলে আপনার মত এমন ভাইজান কোথায় পেতাম? শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার একটি বড় স্থান দখল করে আছেন আপনি। আপনার শ্নেহ পেয়েছি এখনে এসেই, এখনো পাচ্ছি, ভবিষ্যতেও পাবো এটি জানি আমি।
ভালো থাকবেন ভাইজান। নিরন্তর শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
সে আর বলা লাগে, ভাইয়ের ভালোবাসা স্নেহ সবসময়ই থাকে, থাকবে।
শুভেচ্ছা আপু। 😊
বন্যা লিপি
মারো কাটো বকো যা খুশি তাই করো। তোমার প্রতিও রাগ আছে আমার। সেদিকে এখন গেলামনা। বলতে তো পারতে লেখা দিয়েছো।
তোমার আমার ব্লগে আসা মাত্র ১/২ দিনের ব্যাবধানে। এবং জিসান সাহেব যে হীরা খুঁজে এনেছেন! তাতে কোনো সন্দেহের তিল পরিমান জায়গা নেই। তোমার চমৎকার উপস্থাপনে প্রকাশ করেছো সোনেলার প্রতি তোমার এবং তোমার প্রতি সোনেলা কতখানি নিবেদিত। তুমি প্রত্যেকের পোষ্টে চমৎকার করে মন্তব্য দিয়ে প্রতিটি লেখককে অনুপ্রানিত উৎসাহিত করো।বাকি কথা বলবো আমার নিজের লেখায়।তোমার জন্য ভালোবাসার পাশাপাশি আমার জমাকৃত অভিমানটুকুও রেখে গেলাম। তোমার সর্বাঙ্গীণ সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থেকো সবসময়😍😍🌷🌷
সাবিনা ইয়াসমিন
আমি মারতেও পারিনা, কাটতেও পারিনা। তবে রাগ টুকু রেখো আমার জন্য। আমি জানি ঐ রাগের মাঝে প্রচুর ভালোবাসা লুকিয়ে আছে। নিজে অসুস্থ হয়েই নিয়মিত ব্লগ এবং ফেইসবুকে আসতে পারিনা। অভিমানেও ভালোবাসা থাকে 🙂
আমি যদি হীরা হই, তুমি তো তাহলে কোহিনূর 🙂 আমার মন্তব্যে কোনো বিশেষত্ব আছে বলে আমার মনে হয়না। বর্তমানে প্রায় সবাই সুন্দর মন্তব্য করে লেখকদের উৎসাহিত করে থাকেন। সোনেলাকে নিয়ে কত্ত সুন্দর একটি পোষ্ট দিলে তুমি। আরো পোষ্ট দাও সোনেলাকে নিয়ে। আগত জন্মদিন কে রঙ্গিন করে ফেলো।
নিরন্তর ভালোবাসা ও শুভ কামনা 🌹🌹
অশোকা মাহবুবা
বাহ কি সুন্দর করে সোনেলার সাথে পরিচয়টা তুলে ধরলেন! সোনেলায় আপনার আগমন পড়ে মনে হচ্ছিল যেন ভিনি ভিডি ভিসি, এলেন দেখলেন জয় করলেন। এভাবেই সোনেলার ভালোবাসা জয় করেই সামনের দিনগুলোতে এগিয়ে যান সেই শুভ কামনায়।
সাবিনা ইয়াসমিন
আপু, আপনি প্রথম এবং দ্বিতীয় পোষ্ট নিয়ে যেভাবে এলেন, ভিনি ভিডি ভিসি তো আপনার বেলায় প্রযোজ্য 🙂 আমার জন্য নয়। আপনার লেখার ভক্তই হয়ে গেলাম আমি। গল্প লেখা শিখতে হলে আপনার লেখা পড়তেই হবে আমাকে। বেশী বেশী লিখুন, তাহলে আমি আপনার গল্প পড়ে দ্রুতই গল্প লেখা শিখে ফেলতে পারবো।
আমরা আপনাকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই। শুভ কামনা 🌹🌹
অশোকা মাহবুবা
লজ্জা পাচ্ছি আপনার মত সুলেখকের মন্তব্য পড়ে। শুভ কামনা। ❤
রেহানা বীথি
ভার্চুয়াল বন্ধু তালিকায় না বুঝে এমন কাউকে যোগ করে ফেলি আমরা, যারা কিনা জীবন অতিষ্ট করে তোলে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মাত্রাটা ভয়ানক। ব্লকের তালিকা দীর্ঘ হতে থাকে বন্ধু তালিকার সাথে পাল্লা দিয়ে। কিন্তু কিছু বন্ধু এমনও পাই, যাদের সংস্পর্শ নতুন করে ভাবতে শেখায়, প্রতিনিয়ত সমৃদ্ধ হই আমরা। সোনেলা তেমনই একটি উঠোন।
ভালো থাকুন আপু সবসময়। আর এমন সুন্দর করে লিখে যান।
সাবিনা ইয়াসমিন
ভার্চুয়াল জগতের গতিবিধি বোঝা মুশকিল। কে বন্ধু, কে নয় তা বোঝা খুবই দুঃসাধ্য। ফ্রেন্ড লিস্ট এর থেকে ব্লকলিস্ট যখন বড় হতে থাকে তখন আর সোশ্যাল মিডিয়ার উপর ভক্তি থাকেনা 🙁
সোনেলা পরিপূর্ন হয়েছে আপনাদের মাধ্যমেই। আপনারা এর শতভাগ জুড়ে রয়েছেন। সোনেলা পথ আরও সুগম হোক, সফল হোক এটাই প্রত্যাশা আমাদের সবার।
ধন্যবাদ বিথী আপু, ভালোবাসা সব সময়ের জন্যে ❤❤