
* আপনি লেখক ?
** হ্যা।
* আমি লেখকদের খুব সম্মান ও শ্রদ্ধা করি।
** কেন বলুনতো ।
* কেন আবার। আমি যেটা পারি না, তা যদি অন্য কেউ পারে তাহলে শ্রদ্ধা কেন করবো না।অবশ্যই করবো।
** বাহ ! দারুন বলেছেন। আপনিও কি লেখালেখি করেন ?
* না স্যার। তবে খুব চাই।কিছু লিখতে। কিনতু কিভাবে যে শুরু করবো ভেবে পাই না। আপনি যদি একটু সাহায্য করতেন তাহলে বেশ উপকার হতো।
** আপনি আগে কখনো কিছু লিখেছেন ?
* আপনার কাছে বলতে লজ্জা নেই। ছোটবেলা থেকেই আমার লেখালেখি করার খুব শখ।স্কুল ম্যাগাজিনে পরপর দুইবার যখন আমার লেখা কবিতা ছাপা হলো, তখনই বুঝেছিলাম। আমার জন্ম হয়েছে লেখক হওয়ার জন্যে। যখনই সময় পেতাম শুধু কবিতা লিখতাম।আমার এই গুনের কথা সর্বপ্রথম জানতে পারলেন আমার ক্লাস টিচার।বাড়ির কাজ করার খাতায় আমার লেখা কবিতা তিনি আবিস্কার করে ছিলেন। কবিতা পড়ে আমাকে পরম মমতায় কাছে
ডেকে, কান টেনে বলেছিলেন ‘সময় থাকতে ভালো হয়ে যা’ আর যদি এইসব কবিতা লিখতে দেখি তাহলে পরীক্ষার খাতায় গোল্লা দিয়ে দিবো “।
** তারপর কি লেখা বন্ধ করে দিলেন ?
* মোটেই না।আমি ঠিক করেছিলাম আর স্কুলের খাতায় লিখবো না। জানতাম বিখ্যাত মানুষদের জীবন সহজ পথে এগোয় না। তার প্রমান দেয়ার জন্যে আমি মনোবল না হারিয়ে অন্য খাতায় কবিতা লেখা চালিয়ে গেলাম।
** তারমানে আপনি কবি ? কবিতা লিখতেন ? ছাড়লেন কেন ?
* আমি এখন আর কবিতা লিখতে পারিনা।বলছি ,,সে এক করুন ইতিহাস।আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে কবিতা চর্চা করছিলাম।একদিন,,উফফ ! সেইদিন ছিলো আমার লেখক জীবনের সবচেয়ে স্মরনীয়, ভয়াবহ মর্মান্তিক দিন।আমি সবেমাত্র চমৎকার নতুন কয়েকটি কবিতা লেখা শেষ করে পড়ার টেবিল থেকে উঠতে যাচ্ছিলাম ,এমন সময় আমার পিতা মহারাজ সেখানে উপস্থিত হলেন।তার আগের দিন আমার বার্ষিক পরীক্ষার খাতা বাড়িতে এসেছে,যেটাতে গণিতের শিক্ষক আমাকে অল্প নম্বর দিয়েছিলেন।শিক্ষক সাহেব প্রায়ই আমাকে গণিতে অল্প অল্প নম্বর দিতেন। এতে আমার তেমন সমস্যা না থাকলেও আমার পিতা মহারাজ ক্ষেপে যেতেন আর শিক্ষকের রাগ আমার উপর ঝাড়তেন। উনি যেহেতু আমার উপর ক্ষিপ্ত ছিলেন তাই তিনি আমাকে উত্তম মাধ্যম দিয়েই খুশি থাকতে পারলেন না। আমার কবিতা গুচ্ছ গুলোর দফারফা করেই স্থান পরিত্যাগ করেছিলেন। আমি শোকে দুঃখে কাতর হয়ে গিয়েছিলাম। আমার কবিতার এতো অপমান মেনে নিতে পারিনি। কবিতা লেখা কাগজটি তুলে মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেললাম। হ্যা, খেয়েই ফেলেছিলাম। তারপর থেকে আর কবিতা লিখতে পারি না। কি করে লিখবো ! সেই যে কবিতা গুলো পেটে ঢুকলো আর বেরই হলো না।যখনই কবিতা লিখতে যাই অ-কবিতা হয়ে যায়।
** ওহো!! দুঃখজনক।
* ধন্যবাদ। তবে আমি এখন লিখতে চাই। আপনি অনেক বিজ্ঞ লেখক। একটু শিখাবেন ?
** আমি বিজ্ঞ নই। অভিজ্ঞ বলতে পারেন। লিখতে লিখতে অভিজ্ঞতা এসে গেছে। আসলে কে কি নিয়ে লিখবে এটা যার যার একান্ত ব্যাক্তিগত ব্যাপার।আমি আপনাকে সাহায্য করতে চাই। গল্প, কবিতা, উপন্যাস ঠিক কি নিয়ে লিখতে চান বলুন।
* এইতো মুশকিলে ফেললেন। আমি আসলে কি লিখবো এটা আগে থেকে কাউকে বলতে চাইনা। বলাতো যায়না, কে আবার আমার লেখার বিষয় বস্তু নিজের বলে চালিয়ে দেয়। এ যুগে কাউকেই বিশ্বাস নেই।
** দুঃখিত। তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারছিনা।
* বুঝেছি ,,আপনি আমাকে এড়িয়ে যেতে চাইছেন।আমি লেখক হতে চাই জানার পর আপনার কাছে আমাকে আর ভালো মনে হচ্ছে না ।হতে পারে আপনি ঈর্ষান্বিত হয়ে পরছেন। না, না, আমার দিকে এভাবে তাকানোর দরকার নেই। আজ পর্যন্ত যাদের কাছেই লেখক হওয়ার ফর্মুলা জানতে চেয়েছি , তাদের সবাই শেষমেশ এভাবেই এড়িয়ে গেছেন।যাক গে। লেখক আমি হবোই।এটা ফাইনাল। কেউ আমায় রুখতে পারবেনা।
৩৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ফাইনাল ও ফাইন রেসেপিটির আগাম বুকিং দিয়ে রাখলাম।
ভীড়ের মাঝে হারিয়ে লাপাত্তা হওয়ার আগে যদি বগলদাবা একবার করতে পারি,
তা হলে কিছু একটা করেই ফেলব, সে নিশ্চয়তা আগাম দিচ্ছি।
দেখুন উল্টি করে সেই কবিতা-লেখা বেরিয়ে পড়লে ভয় পেয়ে পালিয়ে যাওয়া ছাড়া
অন্য উপায় দেখছি না, কবিদের খুব ভয় আমার!!
সাবিনা ইয়াসমিন
আহা !! পাঠক হলো লক্ষী।আপনার আগাম বুকিং সসম্মানে নোট করে রাখলাম।প্রথম গ্রাহক হিসেবে আপনাকে অবশ্যই ডিসকাউন্ট দেয়া হবে।😂😂
আপাততো ভয় পাওয়ার কিছু নেই।উল্টি যতোই করি অ-কবিতা ছাড়া কিছুই বেরবে না।😂😂
জিসান শা ইকরাম
কেবল মাত্র কথোপকথন দিয়ে একটি লেখা অত্যন্ত কঠিন,
কথা দিয়ে একটি ঘটনার পরিপূর্ণ উপস্থাপনার মত কষ্টসাধ্য কাজটি আপনি খুব ভাল ভাবেই সম্পন্ন করেছেন,
লেখক হবার আর বাকি নেই আপনার।
অনেক অনেক শুভ কামনা -{@
সাবিনা ইয়াসমিন
লেখক তো আমি হবোই।এটা ফাইনাল।😂 বাকি আছে কতোটা সেটা বলে দিলে ভালো হতো। 😂😂
জিসান শা ইকরাম
বাকি নেই মোটেই,
নিশ্চিন্তে এখন লেখার কার্যক্রম চালিয়ে যান ফুল স্পীডে।
পরের লেখার অপেক্ষা কিন্তু বেশি দিন করা যাবে না।
সাবিনা ইয়াসমিন
ভালো জিনিস পেতে হলে অপেক্ষার বিকল্প নেই।বেশি তাড়া দিলে কিন্তু অ-কবিতা পড়তে হবে। :D)
মায়াবতী
এতো অদ্ভুত যার লেখনী সে এখনো লেখক হইনি !!! পেটের ভিতর যা কিছু ই চালান দেয়া হোক না কেনো মগজের গভীর যা থেকে যায় তা কিন্ত পেট পর্যন্ত পৌঁছুতে পারে না, মগজের লেখনী দিয়ে কিন্ত লেখক হয়ে ই গেছো সোনা মনি।
শুভ কামনায় ভরিয়ে দিলাম লেখক কে। (3
সাবিনা ইয়াসমিন
যাদু মনি ,আমি লেখক হতে পারি আর না পারি আপনার ভক্ত হয়ে গেছি এটা নিশ্চিত।মায়াবতী নাম পাল্টে যাদুমনি রাখার সুপারিশ রইলো।❤❤❤
পথহারা পাখি
আপা, খুব ভালো লাগল পড়ে -{@
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপু ☺।অফুরন্ত ভালোবাসা নিও।❤❤
রিতু জাহান
হা হা খেয়েই ফেলেছো? তুমি তো দেখছি আমার কথাই বলে দিলে। মা করেছিলো আমার সাথে এটা। সব খাতা ছিঁড়ে দিছিলো। আমার মা একটু কড়া। এবার আমাকে বলছে,” তুমি নাকি সাহিত্যিক হয়ে গেছো?”
আমি কিছু বলিনি।
দারুন ফুটিয়ে তুলেছো। লিখে চলো সাথে আছি। একটু ব্যাস্ততা মানে আসলে টেনশনে আছি। কোথাও মনোযোগ দিতে পারছি না।
ভালো থেকো আপু। বেশি বেশি করে লিখ। তুমি আসলেই চমৎকার লেখো।
শুভকামনা নিও। -{@
সাবিনা ইয়াসমিন
আপনি সাহিত্যিক হয়ে গেছেন শুনে আপনার আম্মু নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন।আপনাকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছি।লিখবো,,তবে আপনার লেখা পাঠ করার পর।এবার কিন্তু একটা বড় লেখা দিতে হবে।শুভ কামনা দেয়া-নেয়া অব্যাহত থাকুক। (3 -{@
মোঃ মজিবর রহমান
এতো সুন্দর একটি উপস্থাপনা যে করতে পারে সে অলরেডি লেখক হয়েই গেছে চালিয়ে যান। যার অদম্য ইচ্ছা ও সাহস আছে সে তাঁর ইচ্ছায় এগিয়ে যাবেই- ইন শাল্লাহ।
শুভকামনা রইল।
পাঠক হিসেবে থাকলাম না হয় সঙ্গে।
সাবিনা ইয়াসমিন
হা,হা,হা,,এভাবে এড়িয়ে গেলে হবে না।আমি লেখক হতে চাই।আপনারা লেখালেখি কমিয়ে দিলে শিখবো কি-করে।তাড়াতাড়ি লেখা শুরু করুন।শুভ কামনা রইলো। -{@
মোঃ মজিবর রহমান
ভাই, লেখার মত যোগ্যতা ঐ সৃষ্টিকর্তা আমারে দেয়নি। সময় অসময়ে আপনাদের দ্বারে আসি আপনাদের ভালবেসে। সোনেলাকে ভালবেসে। মনের কিছু খোরাক নিতে।
সাবিনা ইয়াসমিন
আপনি এতো ভালো লিখেও বলেন লিখতে পারেন না !! হতাস হলাম ভাইজান।সোনেলাকে ভালোবাসে আসবেন আর সোনেলা থেকে ভালোবাসা নেবেন না তা কি হয় ?ভালোবাসা রইলো ভাইজান।ভালো থাকবেন। (3 -{@
মাহমুদ আল মেহেদী
আমি আর বাদ যাব কেন? সঙ্গে নিয়েন আমাকে আমারও তো লেখক হওয়ার সাধটি আছে।
সাবিনা ইয়াসমিন
বেশ বেশ।এমন সাথি পেলে লেখক হওয়া ঠেকায় কে 😂😂😂 আপনার ম্যাজিক গুলো আমাকে একটু শিখিয়ে দিয়েন।
মাহমুদ আল মেহেদী
অবশ্যই কিন্তু কোন ম্যাজিকটা
সাবিনা ইয়াসমিন
যে ম্যাজিকটা ইউজ করে আপনার লেখা গুলোতে পাঠকের মন আটকে ফেলেন ,,ঐটা।
তৌহিদ ইসলাম
লেখক হওয়া ঠিক কাকে বলে আমি জানিনা, শুধু জানি পাঠকের মনে যার লেখা স্থান পায় সেই লেখক। যেমনটা আপনার লেখা আমার ভালো লাগলো। লেখকতো আপনিই আপু।
সাবিনা ইয়াসমিন
এভাবে বললে লজ্জা পাই।সোনেলায় আছি বলেই এসব হাবিজাবি লিখতে সাহস পাই।ধন্যবাদ পড়ে সুন্দর মতামত দেবার জন্যে। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
লেখাটা পড়েছি বহু আগেই কিন্তু মন্তব্য দিলাম বহু পরে এ আমার ব্যার্থতা তবে হ্যা লেখক হবার লেখাটা যখনি পড়েছি তখন হতেই লেখক হবো কি না ভাবতাছি,আসলে কি লেখক হওয়া যায়!অন্তত আমার পক্ষে অসম্ভব।আপনার এত মনমুগ্ধকর লেখা আমরা আশাবাদী।শুভকামনা বোন। -{@
সাবিনা ইয়াসমিন
লেখকতো আপনি হয়েই আছেন ,তারপরেও ভাবছেন !!আপনার এতো সুন্দর মতামত পেয়ে আমিও আশাবাদী।লেখক হওয়ার স্বপ্ন এবার পুরুন হবেই 😂😂।শ্রদ্ধা,সম্মান ,ভালোবাসা সব নিয়ে নিন।আর ভালো থাকুন। -{@ -{@
নাসির সারওয়ার
সাড়ছে আমারে। এতো জোড়ে কলম ঠেশে ধরলেতো কাগজ ফুটো হয়ে লেখা পালিয়ে যাবে!
আপনি লেখক হোন, তবে ভুলেও কবি হতে চাইয়েন না। কারন, এইখানে আমিও একমাত্র কবি এবং আর কাউকে জায়গা দেয়া সম্ভব নয়।
ছাইরাছ হেলাল
এখানে দেখছি আসন ভাগাভাগি হচ্ছে!! তা হোক!!
আমরা তো আমরাই!!
যাক, পাঠকের জায়গা কেউ আগাম বায়না নিচ্ছে না দেখে দিশেহারা হচ্ছি না!!
সাবিনা ইয়াসমিন
পাঠকের জায়গার বায়না !!ওটা আবার কখন ছাড়লাম।জায়গা ছাড়লেতো বায়নাদার আসবে। 😀 😀
নাসির সারওয়ার
আসন ভাগাভাগির মোক্ষম সময় এটা!
ছাইরাছ হেলাল
মোক্ষম সময় বেঁছে নিয়েছেন দেখছি।
সাবিনা ইয়াসমিন
ডিজিটাল খাতায় লিখছি,,কাগছ ফুটো হবেনা 😂।কবির সিংহাসন আপনার জন্যেই থাকুক।তবে আমি কিন্তু লেখক হবো।এটা ফাইনাল
নাসির ভাই আপনার ভ্রমন কাহিনীর অপেক্ষায় আছি।কখন সময় হবে ??
নাসির সারওয়ার
ফটুখান দেইক্ষা ডরাইছিলাম। তবে কবিযে আপনি হচ্ছেননা, তা যেনে কিছুটা ডর কমছে।
ভ্রমন কাহিনী শুরু-
“কোথায় যাও”
“কস বাজার”
ভ্রমন কাহিনী শেষ।
সাবিনা ইয়াসমিন
এতো চমৎকার ভ্রমন কাহিনী,এতো আবেগময় বর্ননা আগে পড়িনি।আসলেই আপনি বিখ্যাত পর্যটক।কি অপূর্ব লেখনি !! :c
নীলাঞ্জনা নীলা
বাহ! কথোপকথনধর্মী লেখা আমার খুব ভালো লাগে।
লেখক আপু বেশ লাগলো কিন্তু!
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা নীলা আপু।আপনি এতোদিন পরপর কেন আসেন ? অনেক মিস করি।খাওয়া-দাওয়ার সময় দুই-চারটা হেচঁকি কি আসেনা !! শুভ কামনা (3 -{@
নীলাঞ্জনা নীলা
বিষম খাই তো! আসলে অলসতা ব্যস্ত রাখে আমায়। তাই আসা হয়ে ওঠেনা। 🙂
সাবিনা ইয়াসমিন
❤❤❤❤