
আস্ফালন তার হরেক রকম
সোজা নয় বর্ননায়,
কখনো আসেন ঝুঁটি বেধে
কখনো মালকোঁচায়।
নিশীথে নীভৃতে
কিছু একটা করে ফেলার ধান্দায়,
দিন গুনে,মাস গুনে নখ খুটে যায় কল্পনায়।
লম্ফ ঝম্ফ করে ডঙ্কা বাজিয়ে
সোরগোল তুলে,চামঁচিকার নাঁচ দেখবে বলে
আকুলতা তার বহুরকম,অন্যরকম তার সাজ,
সাধ্য কার তারে খুশি করবে
দিবে পেখম তোলা নাঁচ।
কাকের প্রতি তিনি মহা বিরক্ত
কাক গুলো তাই ভয়ে তটস্থ,
কয়-না কথা,গায়-না কোন গান
আপনার জান নিয়ে বাঁচে
রাখেনা পিছুটান।
লেখক নন,কবিও নন,লেখেনি কবিতা কভু
ছন্দ তালের মিল দিয়ে যাই-বা লেখেন,
বিনয়ের অবতার “সে”পদবী নেন-না তবু।
পরকীয়া,,তাতো অগুনীত সময়ের লীলাখেলা
ফুরন্ত বেলায় কজন-ইবা যোগ দেয় তাতে,
যৌবন যার বৃথা অবেলায়
মরবে কি শেষে বিনা জাতে !!
হে পিতিবী,,,বিদায়
চলিবে,চলিবে যদি উঠে রব আবার
আসিবো নিশ্চয়,,দেখা হবে বারে-বার।
১৬টি মন্তব্য
রিতু জাহান
হে পিতিবি তোমাকে এতো তাড়াতাড়ি বিদায় জানাতে চাই না। প্রেম এবার নিবই নিব। কে দিবে বাঁধা। ঘাড় মটকে বসে রব শেওড়া গাছে।
সেই কুট্টিকালে ছাগল ধরে দুভ দুইয়ে শেওড়া গাছে বাটিতে করে রেখে দিতাম। পাতলা দুধ দই হবেই হবে এই আশায়।
পরকিয়া জমে এবার ক্ষীর।
আহা! কে যে করিলো তাহা আবিষ্কার। সে ভাবনায় ভাবনায় মোরগ ডাকতেই ভুলে গেলো।
জব্বর হইছে গো আপু। শব্দের খোঁচাখুঁচি চলুক। আমরা তো কেবলই পাঠক মাত্র। \|/ \|/
সাবিনা ইয়াসমিন
যার নিজের কোনো ক্রিয়া নেই সেই করে পরকীয়া।আমাদের মতো গৃহ কামলাদের এতো সময় কই !! আমরা বরং ছাগলের দুধ দ্বাড়া উৎপাদিত দৈ খাওয়ার চর্চা করি 😂😂।খোঁচাখুঁচি বড়ই মারাত্তক ব্যাপার।আশে পাশে যে থাকে তারো আহত হবার শংকা থাকে।আপনি যথার্থ সাহসিনী নারী।ভক্তি বেড়ে গেলো আরো।ভালোবাসা রইলো অফুরন্ত।❤❤❤❤❤
নীলাঞ্জনা নীলা
কবিতাখানা হেব্বি হয়েছে।
কে সেই জন, যিনি কবি নন, লেখকও নন? আচ্ছা তিনি কি ডাইনি, ভুত-প্রেতবিদ্যায় পারদর্শী? তাবিজ, কবজ, জন্তরমন্তরধারী?
যে-ই হউক না কেন, কবিতা পছন্দ হয়েছে।
সাবিনা ইয়াসমিন
তাবিজ,কবজ এখনো দেখাননি তিনি।তবে জন্তরমন্তর জানেন,এটা নিশ্চিত।আর ডাইনী যে কত রকম আছে তার কাছে গেলেই বোঁঝা যায়।😂😂😂
শুভকামনা আপু।ভালো থাকুন সারাক্ষন।
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D)
মাহমুদ আল মেহেদী
পছন্দ যে হয়েছে শব্দচয়ন সহ কবিতাটি । ধন্যবাদ ।
সাবিনা ইয়াসমিন
হে,হে,হে,,কবিতা !! আচ্ছা ।ভালো লাগায় ধন্য হলাম।ধন্যবাদ।শুভ কামনা। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
খুব ভাল লাগল কবিতা খানি। -{@
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মমিবাবু।আপনার সঠিক সময়ে মন্তব্যদানে খুশি হলাম।শুভকামনা। -{@
ছাইরাছ হেলাল
আপনার কাক সম্পৃক্তি/কাক সৌহার্দ দেখতে পাচ্ছি,
এটী মনোরম, এই প্রবল কাকানুভুতিকে সাধুবাদ,অবশ্য কাকদলভুক্তি হিসাবে ধরে আমারা আমাদের
অমূল্য লেখককে হারাতে রাজি নই। তবে এটিকে কাকানুরাগ-ও বলছি না, যেহেতু আপনি লেখক।
এত্ত এত্ত কঠিন লেখা কী করে লেখেন তা ভেবে কুল পাচ্ছি না,
কুল কুল করে ঘেমে-ও কিনারায় পৌছুতে পারছি না। আপনার সবল সাহায্য কামনা করছি!!
পিথিবির সাথে আপনার বেশ দারুণ সম্পর্ক দেখতে পাচ্ছি।
সাবিনা ইয়াসমিন
আপনার মন জয় করা,,সেতো মহাদেশ আবিস্কারের সমতুল্য !! এভাবে মুখের উপর লেখক সম্বোধনে লজ্জা পাই।লজ্জা শরম আমারো একটু আছে বৈকি ☺☺ভালো থাকুন অনেক এই কামনা করি।শ্রদ্ধ্যা,সম্মান থাকবে সারাক্ষন।শুভকামনা। -{@
তৌহিদ ইসলাম
আপু এত্ত সুন্দর কিরে কিভাবে লিখেন! মুগ্ধতা রেখে গেলাম। ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই।আপনিও ভালো থাকুন এই প্রার্থনা করি। -{@
জিসান শা ইকরাম
ঝুঁটি বাঁধা মালকোঁচা দেয়া একজনকে কল্পনায় দেখে হাসতে হাসতে পড়ে যাবার অবস্থা আমার 🙂
পিতিবি থেকে বিদায় নিতে কে দিচ্ছে? দিলে এমন লেখা কই পাবো?
বারে বারে এমন লেখা চাই,
চলুক 😀
সাবিনা ইয়াসমিন
এমন লেখা আবারো লিখতে হবে !!
ঝুঁটি ওয়ালা,মালকোঁচা পরা ভদ্রলোকটিকে আমারও দেখার ইচ্ছা আছে 😂😂
নিয়মিত হাসতে থাকুন।শুভ কামনা রইলো। -{@
জিসান শা ইকরাম
দ্রুত লেখা দিন তো 🙂