আমি আবার গ্রামে যাবো। প্রাইমারিতে ভর্তি হবো।
চৈত্র বৈশাখের তপ্ত দুপুরে বাহিরের সূর্যের দাপট বিরাজ করবে আমার ক্লাসরুমেও।
গরমে অতিষ্ঠ হয়ে হেডমাস্টার নিজ থেকেই বলবে যা আজ টিফিন টাইমেই তোদের ছুটি।
মনের আনন্দে রবী ঠাকুরের কবিতার লাইন গুলো পড়তে পড়তে বাড়ি ফিরবো..
কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই………
আমি আবার গ্রামে যাবো।
বইপত্র রেখে এক দৌড়ে পুকুর ঘাটে এসে ডুব সাঁতার খেলবো। সঙ্গী হবে কলাগাছের ভেলা।
ঘন্টাখানেক সাঁতরানোর পর চোঁখ যখন রক্তবর্ণ ধারণ করবে। তখন মায়ের বকুনি খেয়ে উঠে আসবো।
আমি আবার গ্রামে যাবো।
দুপুরে খাবার খেয়ে, মাদুর হাতে চলে যাবো করুই গাছের নিচে।
প্রকৃতির প্রাণজুড়ানো মৃদু-মন্দ বাতাস অগোচরে এসে ঘুম পাড়িয়ে যাবে পরম প্রশান্তিতে। প্রকৃতির কোমল স্পর্শে খানিকের জন্য মিশে যাবো প্রকৃতিতে।
খেলার মাঠের চিৎকার চেঁচামেচি কানে আসার আগে, পাশের বাড়ির গিরিবাজ কবুতর তার প্রণয়ী গুঞ্জরনের মধুর আওয়াজে ভেঙে দিবে আমার ঘুম।
আমি আবার গ্রামে যাবো।
প্রকৃতিতে যখন সন্ধ্যা নেমে আসবে তার নিজস্ব নিয়মে, তখন সন্ধ্যাদীপে আবৃত্তি করবো আল মাহমুদের ‘গৃহলতা’।
মায়ার মোহে মুগ্ধ আমি
মায়ায় ডুবে থাকি
মায়ার ঘোরে বন্দী আমি
নিজকে বেঁধে রাখি॥
আমি আবার গ্রামে যাবো।
পূর্ণিমা রাতে চাঁদের আলোয় উঠানে মাদুর পেতে আকাশের তারা গুনবো।
ব্যর্থ হয়ে যখন নিজের উপর বিরক্ত হয়ে পরবো, তখন আবৃত্তি করবো জীবনানন্দের ‘আকাশে চাঁদের আলো’।
আকাশে চাঁদের আলো—উঠোনে চাঁদের……
ছবি: সংগৃহীত
২৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সুপ্ত ইচ্ছেগুলো কত সুন্দর করে প্রকাশ করেছেন! আপনার মত করেই বলতে চাই..
আমি আবার যেতে চাই সেই হারানো দিনগুলোয়, যেখানে আমি আমাকে চিনেছিলাম।
শুভ কামনা 🌹🌹
আকবর হোসেন রবিন
আপনার ইচ্ছে পূরণ হোক। শুভকামনা।
রাফি আরাফাত
ব্যর্থ হয়ে যখন নিজের উপর বিরক্ত হয়ে পরবো, তখন আবৃত্তি করবো জীবনানন্দের ‘আকাশে চাঁদের আলো’।
আকাশে চাঁদের আলো—উঠোনে চাঁদের……
আমিও তাই করবো।
ভালো লাগলো ভাই।
ধন্যবাদ
আকবর হোসেন রবিন
শুভকামনা আপনার জন্য।
মোঃ মজিবর রহমান
মায়ার মোহে মুগ্ধ আমি
মায়ায় ডুবে থাকি
মায়ার ঘোরে বন্দী আমি
নিজকে বেঁধে রাখি॥
খুব ভাল লাগল।
আকবর হোসেন রবিন
আপনার ভালো লাগলো জেনে আমারও আনন্দ হচ্ছে। ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
আনন্দিত রবিন ভাই।
হালিম নজরুল
চমৎকার শৈশব ও গ্রামবন্দনা।
আকবর হোসেন রবিন
এসব আমি খুব মিস করি। আমার যে কি দারুণ শৈশব ছিলো!
এস.জেড বাবু
আমিও আবার গ্রামে যাবো
কমছে কম কলার ভোলায় চড়তে যাবো।
কি সুন্দর লিখেন ভাই।
আকবর হোসেন রবিন
কলার ভেলায় চড়ার যে কি আনন্দ, তা যারা শৈশবে চড়ে নাই, তারা বুঝতে পারবে না। আপনার ইচ্ছে পূরণ হোক। শুভকামনা।
ছাইরাছ হেলাল
প্রকৃতির কাছে ফিরে যাওয়ার খুব সুন্দর আকুতি।
আকবর হোসেন রবিন
প্রত্যেকটা বাচ্চার শৈশবকাল গ্রামে কাটানো উচিত। । সবুজের সাথে কাটানো উচিত। প্রকৃতির সাথে কাটানো উচিত।
মাহবুবুল আলম
আপনি যান। আমি পিছু পিছু আসছি!!
আকবর হোসেন রবিন
আশাকরি একদিন হুট করে গ্রামে চলে যাবেন। কলা গাছ কেটে নিজ হাতে ভেলা বানাবেন। মাদুর পেতে গাছ তলে শুয়ে থাকবেন। ধূলোয় মাখামাখি করবেন। ক্ষণিকের জন্য শিশু হযে যাবেন। শুভকামনা।
সুরাইয়া পারভিন
অতীতে ফেরার বাসনায় ব্যাকুল প্রাণ। ফিরে পেতে চায় সেই সব ফিলে আসা মুহূর্ত। যান্ত্রিক জীবনের যাঁতাকলে পিষ্ট পরাণ চাইলেই কি আর ফিরে যেতে পারে সেই মধুর সময়ে
চমৎকার লিখেছেন
আকবর হোসেন রবিন
‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’
ধন্যবাদ।
শাহরিন
মনে হয় এমন কেউ নেই যে কিনা পেছনের দিনে যেতে না চায়। আর যদি হয় স্কুলের সময় তাহলে তো কথা ও নেই। লেখকের সাথে সাথে আমিও আবার প্রাইমারীর সেই ছুটির ঘন্টার সময় ফিরে পেতে চাই। হারিয়ে যেতে চাই।
আকবর হোসেন রবিন
জানিনা তা সম্ভব কিনা। তারপরেও আপনার জন্য শুভকামনা থাকবে, যেন একদিন হুট করে গ্রামে গিয়ে ধূলোয় মাখামাখি করতে পারেন।
মনির হোসেন মমি
আসলেই গ্রামের মত সুন্দর পরিবেশ শহরে নেই।তবে যাওয়ার স্থানগুলো মনে হয় ক্রমশতঃ সংকীর্ন হয়ে পড়ছে। সুন্দর অনুভুতি।
আকবর হোসেন রবিন
ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
কেনো আমরা গ্রামে যেতে চাই জানেন? গ্রাম আল্লাহ সৃষ্টি করেছেন।
আকবর হোসেন রবিন
দারুণ বলেছেন।
সাখিয়ারা আক্তার তন্নী
আমি আমার গ্রামে যাবো,
হুম,চলে যান
আর কিছু না হোক মাটির গন্ধতো পাবেন।
আকবর হোসেন রবিন
হ্যাঁ। মাটিতে খালি পায়ে হাটতে পারবো। শহরে মাটি নাই। সব বালি।