যদি সত্যিই কেউ থাকতো,
যে আমায় এমনি করেই বুঝতো!
আমার মন খারাপ হলে, চোখের কোণে অশ্রু জমলে
না বলতেই কেউ বুঝতো,
যদি সত্যিই কেউ থাকতো!
মন খারাপ কেনো, কি হয়েছে তোমার?
-কই! কিছু না তো।
তাহলে এভাবে কথা বলছো কেনো?
-ঠিক করেই তো কথা বলছি
বলবে না আমায় কী হয়েছে, কেউ কিছু বলেছে?
-না কেউ কিছু বলেনি।
তাহলে আজ এমন করে কথা বলছো কেনো?
-কীভাবে বলছি?
কথা বলছো কিন্তু তাতে প্রাণ নেই। হাসছো অথচ সেই হাসিতে প্রাণবন্ততা নেই। যেনো নিষ্প্রাণ নগরীর অন্ধ কুটিরে বসে আছো
-তোমার এমনিই মনে হচ্ছে অমন। আমি একদম ঠিক আছি
বলবে না আমায় কী হয়েছে?
-ঐ এমনিই..
এমনিই কী বলো?
-সারাদিন কথা হয়নি তাই একটু…
স্যরি! কী করবো বলো? যা ব্যস্ত সময় কাটছে
-হুম জানি তো।
জানো তবুও মন খারাপ করে বসে আছো!
-একটু তো মনই খারাপ হয়েছে। বসে বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করিনি তো
তুমি কী ছেলে মানুষ? যে অমন ছেলেমানুষী করবে!
-মন কী কখনো বুড়ো হয়?
না হয় না ঠিক আছে। কিন্তু তারপরও পরিস্থিতি বুঝতে হবে তো নাকি!
-হুম
শুধু হুম। অনেক হয়েছে এবার স্বাভাবিক হয়ে যান মহারাণী! আমাকে যেতে হবে
-কখন ফিরবেন শুনি?
এখনই বলতে পারছি না। আচ্ছা আসছি
– হুম এসো
আল্লাহ হাফেজ
-আল্লাহ হাফেজ
ছবি-গুগল থেকে চুরি করা🙈🙈
২৪টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“যদি সত্যিই কেউ থাকতো,
যে আমায় এমনি করেই বুঝতো!
আমার মন খারাপ হলে, চোখের কোণে অশ্রু জমলে
না বলতেই কেউ বুঝতো,
যদি সত্যিই কেউ থাকতো!”
এমন মানুষ পাওয়া গেলেই কথোপকথন জমতো।
ভাল লাগলো আপু। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একদম তাই দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
বন্যা লিপি
সত্যি! এমন কেউ আসলেই কি খুব সহজে আছে কেউ কোথাও? যদি সত্যিই কেউ থাকতো….তাইলে আবার দেখা যাইত অন্যকিছু মন চাইছে। ধুর! তার চেয়ে যা আছে তাই ভালো।
সুরাইয়া পারভীন
ইহা একদম হক কথা বলেছেন মিষ্টি আপু
কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদসহ ভালোবাসা জানবেন
আকবর হোসেন রবিন
জীবনে এমন কেউ একজন থাকা লাগে। না হয় কিছু মুহূর্তে নিজেকে খুব অসহায় লাগে।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
হাভাতে লোভাতুর চোখে গিলে ফেলা যেত!!
সুরাইয়া পারভীন
হুঁই! গিলতাম না তো
সযত্নে লালন করতাম
তুলে রাখতাম বুকের বাম তরঙ্গে
বিশ্বাস না হয় একবার….🙈🙈
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
যদি সত্যিই এমন কেউ থাকতো ! সুন্দর কথোপকথন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
শামীম চৌধুরী
দুজনের মাঝে কথপোকথন ভাল লাগলো।
সুরাইয়া পারভীন
উফ্! দাদাভাই আমার একারই দ্বৈচরিত্রে লেখা কথোপকথন
কৃতজ্ঞতা অশেষ দাদাভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
আলমগীর সরকার লিটন
সত্যই চমৎকার লাগল কবি আপু
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ ভাইয়া
ভালো থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু।
বেলাশেষে অবশ্যই কেউ একজন লাগে যে একটু মনের খোঁজ নিবে। অশান্ত মনকে দেবে একটু শান্তনা।
আসুক কেউ এমন এই কামনা।
ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
নাসির সারওয়ার
আরে আছে আছে। না থেকে পারেই না। মিথ্যা কবিতা ভালো হয়েছে।
নোটঃ আসুন আমরা ছবির উৎস দিয়ে লেখাটাকে আরও উন্নত করি। এ ছবি যদি নেট থেকে নেয়া হয় তাহলে তা বলে দেয়া ভালো।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
এটা তো কবিতায় নয়
তাইলে মিথ্যে কবিতা হবে কেনো!?
এ তো নিজের মনে গড়া কথোপকথন
নিজেকে নিজের ভুলিয়ে রাখার মিথ্যে সান্ত্বনা বৈ কিছু নয়
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
হ্যা ছবিটা গুগল থেকেই নেওয়া
নাসির সারওয়ার
কাবাব কোপ্তা হলেও হয়েছেতো কিছু!!
নেটের নোট দেখে ভালো লাগলো। অনেকেই এই অনুরোধ ভালো ভাবে নিতে চায়না। একজন ব্লগার আর একজন ব্লগারের লেখা উন্নত করবে যদি এগুলো নিয়ে আলোচনা হয়।
ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেজওয়ানা কবির
প্রত্যেকটা লাইন প্রান ছুঁয়ে দিয়েছে, সত্যি অসাধারন,চমৎকা, খুব ভালো লাগল আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়
হালিম নজরুল
কথোপকথনে দারুণ প্রেম। অন্যরকম অনুভূতি।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়