যদি সত্যিই কেউ থাকতো,

যে আমায় এমনি করেই বুঝতো!

আমার মন খারাপ হলে, চোখের কোণে অশ্রু জমলে

না বলতেই কেউ বুঝতো,

যদি সত্যিই কেউ থাকতো!

 

মন খারাপ কেনো, কি হয়েছে তোমার?

-কই! কিছু না তো।

তাহলে এভাবে কথা বলছো কেনো?

-ঠিক করেই তো কথা বলছি

বলবে না আমায় কী হয়েছে, কেউ কিছু বলেছে?

-না কেউ কিছু বলেনি।

তাহলে আজ এমন করে কথা বলছো কেনো?

-কীভাবে বলছি?

কথা বলছো কিন্তু তাতে প্রাণ নেই। হাসছো অথচ সেই হাসিতে প্রাণবন্ততা নেই। যেনো নিষ্প্রাণ নগরীর অন্ধ কুটিরে বসে আছো

-তোমার এমনিই মনে হচ্ছে অমন। আমি একদম ঠিক আছি

বলবে না আমায় কী হয়েছে?

-ঐ এমনিই..

এমনিই কী বলো?

-সারাদিন কথা হয়নি তাই একটু…

স্যরি! কী করবো বলো? যা ব্যস্ত সময় কাটছে

-হুম জানি তো।

জানো তবুও মন খারাপ করে বসে আছো!

-একটু তো মনই খারাপ হয়েছে। বসে বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করিনি তো

তুমি কী ছেলে মানুষ? যে অমন ছেলেমানুষী করবে!

-মন কী কখনো বুড়ো হয়?

না হয় না ঠিক আছে। কিন্তু তারপরও পরিস্থিতি বুঝতে হবে তো নাকি!

-হুম

শুধু হুম। অনেক হয়েছে এবার স্বাভাবিক হয়ে যান মহারাণী!  আমাকে যেতে হবে

-কখন ফিরবেন শুনি?

এখনই বলতে পারছি না। আচ্ছা আসছি

– হুম এসো

আল্লাহ হাফেজ

-আল্লাহ হাফেজ

 

ছবি-গুগল থেকে চুরি করা🙈🙈

১জন ১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ