আমাদের বাংলাদেশের মাথাপিছু গড় আয় বর্তমানে ১০০০ ডলারের বেশী। এই আয় বৃদ্ধিতে সবচেয়ে বড় ভুমিকা রেখেছেন অক্লান্ত পরিশ্রম করা কয়েকলক্ষ নারী । সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করেছেন এনারা । আমরা শিক্ষিত নারীরা হয়ত ঘুমে তখন , অথবা ব্যস্ত সভা-সমাবেশ , সেমিনার বা বিউটি পার্লারে । এই সংগ্রামী নারীরা তখন দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যস্ত।
শ্রদ্ধা জানাই এই সব নারীদের ।

জেমস এর গানে এই সব নারীদের কথা উঠে এসেছে ।

দিদিমনি দিদিমনি সেলাই দিদিমনি

এই দিদিমনি দিদিমনি সেলাই দিদিমনি
ছল ছল চোখে সেই দিদিমনি
দিদিমনি দিদিমনি সেলাই দিদিমনি
এই শহরে তোমার পাশে আমিও যে থাকি
ও লালটুক টুক সেলাই দিদিমনি
দিদিমনি নিও তুমি আমার ভালবাসা
তোমার চোখে দেখি আমি রংগীন দিনের আশা
লালটুক টুক দিদিমনি

উদয় অস্ত খাটো তুমি
ঝরাও দেহের ঘাম
মহাজন দেয় কি তোমার
ঘামের সঠিক দাম
কখনো তুমি শিল্পী
আর কখনো তুমি নারী
কখনো তুমি প্রেমিকা আর
কখনো তুমি প্রতিবাদি
এই শহরে তোমার পাশে আমিও যে থাকি……………….

চলতি পথে তোমার সাথে যখনি হয় দেখা
ইচ্ছে করে সুধাই তোমায় মনের দুটি কথা
কার লাগিয়া ছল ছল কাজল দুটি আখি
কেউ কি তোমায় কথা দিয়ে কথা রাখেনি
এই শহরে তোমার পাশে আমিও যে থাকি………………….

গানটি শুনুন এখানে ক্লিক করে

দিদিমনিদের উপরে যে কোন ধরনের অন্যায়ের প্রতিবাদ করি ।

১১৯৫জন ১১৯৫জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ