আমাদের বাংলাদেশের মাথাপিছু গড় আয় বর্তমানে ১০০০ ডলারের বেশী। এই আয় বৃদ্ধিতে সবচেয়ে বড় ভুমিকা রেখেছেন অক্লান্ত পরিশ্রম করা কয়েকলক্ষ নারী । সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করেছেন এনারা । আমরা শিক্ষিত নারীরা হয়ত ঘুমে তখন , অথবা ব্যস্ত সভা-সমাবেশ , সেমিনার বা বিউটি পার্লারে । এই সংগ্রামী নারীরা তখন দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যস্ত।
শ্রদ্ধা জানাই এই সব নারীদের ।
জেমস এর গানে এই সব নারীদের কথা উঠে এসেছে ।
দিদিমনি দিদিমনি সেলাই দিদিমনি
এই দিদিমনি দিদিমনি সেলাই দিদিমনি
ছল ছল চোখে সেই দিদিমনি
দিদিমনি দিদিমনি সেলাই দিদিমনি
এই শহরে তোমার পাশে আমিও যে থাকি
ও লালটুক টুক সেলাই দিদিমনি
দিদিমনি নিও তুমি আমার ভালবাসা
তোমার চোখে দেখি আমি রংগীন দিনের আশা
লালটুক টুক দিদিমনি
উদয় অস্ত খাটো তুমি
ঝরাও দেহের ঘাম
মহাজন দেয় কি তোমার
ঘামের সঠিক দাম
কখনো তুমি শিল্পী
আর কখনো তুমি নারী
কখনো তুমি প্রেমিকা আর
কখনো তুমি প্রতিবাদি
এই শহরে তোমার পাশে আমিও যে থাকি……………….
চলতি পথে তোমার সাথে যখনি হয় দেখা
ইচ্ছে করে সুধাই তোমায় মনের দুটি কথা
কার লাগিয়া ছল ছল কাজল দুটি আখি
কেউ কি তোমায় কথা দিয়ে কথা রাখেনি
এই শহরে তোমার পাশে আমিও যে থাকি………………….
দিদিমনিদের উপরে যে কোন ধরনের অন্যায়ের প্রতিবাদ করি ।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
গানটি আমারও প্রিয়
ছবি দেয়ার পরে গানটি কেন জানি আরো বেশী ভালো লাগলো।
এই সব নারীরাই দেশের গড় আয় বৃদ্ধিতে সবচেয়ে বড় ভুমিকা রেখেছেন
স্যাল্যুট দিদি মনিদের ।
স্বপ্ন
সেলাই দিদিমনিদের প্রতি শ্রদ্ধা ।
মা মাটি দেশ
গানটি শুনলাম বেশ ভালই লাগল (y)
ছাইরাছ হেলাল
অসম্ভব সুন্দর এ গানটি ।
কিন্তু কথা হল শকুনের দৃষ্টি এখন এই সেক্টরের দিকেই নিবিষ্ট ।
মোঃ মজিবর রহমান
স্যালুট তাঁদের যারা কষ্টের রোজগারে দেশের উন্নতি।
-{@ (3 -{@ (3 -{@ (3
নীলকন্ঠ জয়
কষ্টের জীবন এই দিদিমনিদের। তাদের হাতেই উষ্ণতা আমাদের, লজ্জ্বা নিবারনের জন্য তারাই চলেছে পরিশ্রম করে , বিলাসীদের বিলাসিতা তাদের হাতেই অথচ তারাই বঞ্চিত।
আফ্রি আয়েশা
তারা দিয়েই যাবে আজীবন … এই দেশ তাদের কিছুই দিবে না । দেশ তো পরে সামান্য সম্মানটুকুও আমরা তাদের দেই না 🙁
খসড়া
আমারও ভাল লাগে গানটা।
শুন্য শুন্যালয়
সুন্দর একটি গান মনে করিয়ে দিলেন দিদি..
দিদিমনিদের জন্য সবসময়ের শ্রদ্ধা .. -{@
রিমি রুম্মান
ভাল লাগলো দিদিমনিদের ছবিগুলো… গানটিও চমৎকার। ধন্যবাদ।