আড্ডা মানেই কিন্তু আড্ডা না। কতো রংবেরঙের চিন্তা খেলে আড্ডাবাজদের মনে।
কখনো গলাগলি, কখনো দলাদলি
কখনো শুধুই খেলা, স্মৃতির মেলা,
কিছু ভুলে যাই, কিছু কখনোই না ভুলি।
শুধুই মজার ছলে লেখা, কেউ রাগ করলে কিন্তু খবরই আছে। ইচ্ছে ছিলো সব ছবি নিয়ে আসি, আসবোও হয়তো পরে। আপাততঃ কিছু লিখা আসছেনা, তাই বিরিয়ানির স্বাদ ভাতে।

একটি গুরুত্বপূর্ন আলোচনাঃ—
img_8786চাল, ডালের দাম কিরকম আশংকাজনক  বেড়ে গিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন?

img_8782হ্যাঁ ভাইয়া, হলুদ, মরিচ সবজির দামও বেড়ে গেছে

img_8778চাল, ডালের কথা শুনলেই আমার ঘুম আসে………………।। …… আমারও

img_8767

ইশ কী মজা! আমার এসব ভাবতেই হয়না, সব তার উপর চাপিয়ে দিয়েছি।

একটি গিফট পর্যালোচনাঃ—
img_20161026_174415বার্থডে কেকের পর আবার গিফট! উহ রে কার মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠেছিলাম 🙂

img_20161026_174450-2এইডার ভিত্রে কী আছে? খাইল্যা প্যাকেট দেয় নাইতো আবার!

img_20161026_174455-2
img_8794এই প্যাকেটটা একটু বেশি রঙিন, আমার চাইতে বেশি দা্মী গিফট পাইলোনি!

একটি হিংসুটে পর্যবেক্ষনঃ—
image-0-02-03-d5e461b6e38cf2f953013021a6be4efa7e8feecb3e5d8a26df0df9af463f7eb4-vদুইজনে ল্যাপটপের ভিত্রে কি দ্যাহে? নাহ ল্যাপটপটা আনতে দেয়া ঠিক হয় নাই।
যেই লম্বা লিস্ট দেখলাম, আল্লাই জানে কয়টা কবিতে পড়া লাগে
সোনেলায় কি পড়ে আল্লাই জানে, এইবার পাইছি মনু, না পইড়া যাবা কোনে!!

image-0-02-03-a37d120ac5791a878cb50f73b9f5c2244cee4eb5b438e8dbf63aee19d7162ef8-v-3-copyদেখছোনি কারবারডা! আমি এইহানে দাঁড়াইয়া আছি, কোন পাত্তাই নাই!

14825542_10209026980364315_1388478875_nআমারে সবচেয়ে সুন্দর লাগবে
আমি থাকতে আর কাউকে সুন্দর লাগতেই পারেনা
এমন একটা হাসি দেবো, সব্বাই ফেল
চুপ করে থাকলেই আমাকে সবচেয়ে সুন্দর লাগে, আমি জানি

img_8766ও মনু, তুমি দেহি খাইতেই আছো! খাইতেই আছো!


মনের কথা গবেষণাঃ—

img_8747ক্লিক করলেই মানুষগুলো কেমন ক্যামেরার ভেতর চলে আসে, আজিব!

img_8750মানুষটারে একলা বাসায় রাইখ্যা আসলাম, ভয়-টয় না পায় আবার!

img_8751
14581432_1218317371577051_8766703611033516094_n-2
img_20161026_171629


শেষ হইয়াও না শেষ হওয়া কথাঃ—

img_20161026_172606
img_20161026_171016-2
img_20161026_174321-2
img_20161026_171505
14825758_10209026957363740_975213992_n-2
img_20161026_171114-2

১৬০৩জন ১৬০২জন

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ