গত একমাসেরও বেশি সময় ধরে আমার উপর ভাইয়ের মেয়েদের দ্বারা সংগঠিত যে নির্যাতন চলছে তার নাম “হেয়ার স্টাইল প্রাকটিস” নির্যাতন 🙁
ইউটিউবে নানান রকমের নানান বাহারের নানান ডিজাইনের হেয়ার স্টাইলের হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন। আর বর্তমানে আমার ভাইয়ের মেয়েদের হবি হচ্ছে সেই সব ভিডিও দেখে দেখে সেগুলো কপি করে নতুন নতুন স্টাইলের চুল আঁচড়ানো শিখা ,আর আমার চুলে (পাইকারি জিনিস পেলে যা হয় আরকি, ( আর কেউ তো আর এভাবে চুলের ক্ষতি করতে দিবে নাহ :3 ) সেসব স্টাইল প্রয়োগ করা
প্রতিদিন সব সুস্থ মানুষের প্রায় একশোটা চুল পড়া নাকি স্বাভাবিক কিন্তু আমার নাই বলতে যে চুল আছে সেখান থেকে যে প্রত্যেকদিন পাঁচশোটা করে চুল পড়ছে তার দায়ভার কে নিবে ??? ^:^
বর্তমানে আমি চুলে নিমোক্ত স্টাইল নিয়ে বসে আছি।
— feeling লাইফ ইজ বিউটিফুল জীবন হয় সুন্দর …………
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্, বেশ নিরীক্ষা হচ্ছে চুল বাঁধা নিয়ে। যদিও চুল পড়ে যাওয়া একটি সমস্যা
কিন্তু স্টাইলটি চমৎকার লাগছে দেখতে।
এত্ত এত্ত দিন পর!
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
সারাদিন পরীক্ষা নিরীক্ষা চলে আমার চুলে। ৫ থেকে ৬ বার চলে এমন পরীক্ষা। বসে থাকি সব কাজ বাদ দিয়ে। ভাইয়া অনেক চুল পরে যায়, কিন্তু এতে এদের কোন মাথাব্যাথা নেই 🙁 ধন্যবাদ ভাইয়া।
ছবিটি দিতে খুব সমস্যা হয়েছে। আপলোড হয়, কিন্তু পোষ্টে দেখা যাচ্ছিলো না।
আমি কি তেমন লিখতে পারি ?
ছাইরাছ হেলাল
এই যা লিখছেন এ লেখাতেই হবে। তবে নিয়মিত লিখতে হবে।
মনে থাকে যেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চুল বঙ্গ নারীর পরিচয়।চুল পড়া ভাল না।ক্ষেতে কিটনাষক ছিটান বন্ধ হয়ে যাবে।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
কিটনাশক কেনো ভাইয়া ? উকুন নেইতো যে কিটনাশক দেবো।
নুসরাত মৌরিন
হিহিহি। 😀
মজা পেলাম খুব।এখনকার পিচ্চি গুলো বিশাল দুষ্টু।
তবে খারাপ কি আপনিও প্রতিদিন নতুন নতুন হেয়ার স্টাইল পেয়ে যাচ্ছেন ভালো না?
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আপু প্রচুর চুল পরে যাচ্ছে এদের অত্যাচারে। তবে ভালোই লাগে, একটা ষ্টাইল শেষ,আর আয়নায় গিয়ে নিজকে অন্য রকম দেখি 🙂
সঞ্জয় কুমার
আমার একটা বোন থাকলে আমিও হেয়ার স্টাই প্যাট্রিস করতে পারতাম ।
সায়ন্তনু
আরও ছবি দিলে ভাল হতো। বেশ আনন্দ আপনার। সুন্দর দেখতে চুল বাঁধা।
খেয়ালী মেয়ে
স্টাইলটা মন্দ না…
পিচ্চিদের কল্যাণে ফ্রী ফ্রী কতো স্টাইলে চুলকে সাজাতে পারছেন, লাইফ ইজ সত্যি বিউটিফুল 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
নির্যাতন চলুক, লাইফ ইজ বিউটিফুল -{@
মরুভূমির জলদস্যু
এত আপনার সুখের জাতনা
শিশির কনা
ভালোই তো 🙂
মোঃ মজিবর রহমান
চুল পইড়া গেলে জ্বালা বুঝবেন।
তাড়াতাড়ি মেডিসিন দেন।
সোনিয়া হক
খুব সুন্দর হেয়ার ষ্টাইল, কিছুটা নির্যাতন চলুক -{@
কৃন্তনিকা
আমিও ঠিক করেছি, প্রফ পরীক্ষা শেষে এসব শিখবো… 😀
ভোরের শিশির নীতেশ
আপনার চুলনাই বলতেই এই!!!
তবে আমাদের চুলের চৌদ্দগুষ্টির জন্ম হয়নি 😀 😛
শুন্য শুন্যালয়
পিচ্চাপাচ্চাগুলারে আমার এখানে রপ্তানি করে দিন, ইশ কি যে ইচ্ছে করতেছে এমন করে চুল বাঁধতে। আপনি কই কই থাকেন?
ঘুমন্ত আমি
আপনার যে চুল আছে। তাই যথেষ্ট!
ঘুমন্ত আমি
এই চুল নিরিক্ষার জন্য উপযুক্ত! তাহার সঠিক লোককে খুজে বের করেছে
হৃদয়ের স্পন্দন
খারাপ না
প্রজন্ম ৭১
লাইফ ইজ বিউটিফুল আপু।
কৃষ্ণমানব
আমার মাথায় তো চুল ই নেই 😀