গত একমাসেরও বেশি সময় ধরে আমার উপর ভাইয়ের মেয়েদের দ্বারা সংগঠিত যে নির্যাতন চলছে তার নাম “হেয়ার স্টাইল প্রাকটিস” নির্যাতন 🙁

ইউটিউবে নানান রকমের নানান বাহারের নানান ডিজাইনের হেয়ার স্টাইলের হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন। আর বর্তমানে আমার ভাইয়ের মেয়েদের হবি হচ্ছে সেই সব ভিডিও দেখে দেখে সেগুলো কপি করে নতুন নতুন স্টাইলের চুল আঁচড়ানো শিখা ,আর আমার চুলে (পাইকারি জিনিস পেলে যা হয় আরকি,  ( আর কেউ তো আর এভাবে চুলের ক্ষতি করতে দিবে নাহ  :3 ) সেসব স্টাইল প্রয়োগ করা

প্রতিদিন সব সুস্থ মানুষের প্রায় একশোটা চুল পড়া নাকি স্বাভাবিক কিন্তু আমার নাই বলতে যে চুল আছে সেখান থেকে যে প্রত্যেকদিন পাঁচশোটা করে চুল পড়ছে তার দায়ভার কে নিবে ??? ^:^

বর্তমানে আমি চুলে নিমোক্ত স্টাইল নিয়ে বসে আছি।

— feeling লাইফ ইজ বিউটিফুল জীবন হয় সুন্দর …………

১জন ১জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ