ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি
ভেবেছিলাম ঘুরে তাকাবো না |
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো (দেবো) আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই |
কিচ্ছু পারলাম না, শুধু বাড়ল ওজন বুক
সুখী গাল বোঝে না, কবিদের অসুখ
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই… এভাবে
গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |
আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |
ভেবেছিলাম তোকে নিভিয়ে ফেলবো (দেবো)আমি
ভেবেছিলাম তারা ফোটাবো না,
ভাল হত পেলে সময় অফুরন্ত,
ফুরিয়ে যায়, ফিরিয়ে দেওয়া গান |
কেন ভাঙছে আকাশ, আমি ভাঙছি না,
হয়ত তোর ভেতরেও একই অবস্থা |
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই… এভাবে
গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |
আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |
বুঝবি না, তোর ক্ষতয় হাত বোলালে
জানবি না, কেন যে চোখ ঢাকি
বুঝবি না, কেন ওপাশ ফিরে শুলে
জানতে চাস না, কেন এভাবে থাকি
কেন প্রশ্ন এড়াস, আমি ঠকব না,
বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না?
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই… এভাবে
গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |
আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |
কথা ও সুর অনুপম রায়
রুপম ইসলাম এর গানটি শুনছি আর শুনছি। আপনারাও শুনুন -{@
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
হেমলক সোসাইটি আমার একটি প্রিয় সিনেমা । গানটিও পছন্দের ।
আবার শুনতে শুনতে লিখলাম ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আজ এই গানটা আমার শুনা শেষ হবেনা ভাইয়া 🙂
স্বপ্ন নীলা
আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |’’———–দারুন ,—– গানটি আমি শুনি নাই ,,,শুনতে হবে
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
শুনুন আপু, ভালো লাগবে নিশ্চিত।
লীলাবতী
গানের কথাগুলো সুন্দর । (y)
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
হুম 🙂 আমার খুব ভালো লাগে 🙂
বনলতা সেন
এখন শুনতে শুরু করলাম , আগে শুনিনি । আপনার যখন ভালো লেগেছে তখন ভাল না লেগে পারে না ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
হি হি আমার ভালো লেগেছে দেখে নয় আপনার এমনিতেই ভালো লাগবে 🙂 গানটা ভালো লাগার মতই আপু (3
প্রজন্ম ৭১
আপনার প্রিয় গানে ভালো লাগা -{@ শুনছি এখন 🙂
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ধন্যবাদ 🙂
মা মাটি দেশ
-{@ (y)
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
🙂
জিসান শা ইকরাম
অনেক সুন্দর একটি গান,
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
স্বাগতম দাদা 🙂
জসীম উদ্দীন মুহম্মদ
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো (দেবো) আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই |——— অসাধারন আবেদন ময় লেখা !! মুগ্ধতা রইল ।। -{@ -{@
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ধন্যবাদ 😀
শুন্য শুন্যালয়
প্রিয় গান, অনেক অনেক প্রিয়। পুরো লিরিকস্ সাথে নিয়ে গান শোনার মজাই আলাদা।
এত্তোগুলো ধন্যবাদ আপনাকে। -{@
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
হি হি আপনাকেও এত্তোগুলা ধন্যবাদ লিরিক্স সাথে নিয়ে শুনার জন্য 😀
আদিব আদ্নান
আগে শুনিনি এখন শুনে ভালই লাগল কিন্তু আপনি গেলেন কোথায় ?
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ঐ যে মেঘের আড়ালে :p :p
স্বপ্ন
আমিও গতকাল সারাদিন হ্যামলক সোসাইটির গান শুনেছি। মিলে গেলো আপনার সাথে। (y)
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
(y) \|/
অরণ্য
আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সোনেলাকে। অনেকদিন ধরে লিরিক্সটা খুঁজে বেড়াচ্ছি মনে মনে। আমার অসম্ভব প্রিয় গান এটি।