হৃদয়ের রঙ কি?
যদি বলো নীল-
তবে এ আকাশ তোমায় দিলাম,
হৃদয় যদি হয় সাদা
শরতের মেঘের ভেলায়
ভাসিয়ে দিলাম
ভালবাসার বারতা,
দুপুরের রোদে
কাঁশ ফুলের নরম ছোঁয়ায়।
হৃদয়ের রঙ কি?
যদি হয় সবুজ–
তবে এ প্রান্তর তোমায় দিলাম,
হৃদয় যদি হয় লাল
তবে এ বক্ষ চিড়ে দিলাম,
রাঙ্গিয়ে নিও দু‘হাত
রক্তিম আভায়।
হৃদয় যদি হয়-
বয়ে চলা কোন এক
চঞ্চলা নদী
তবে সে নদীর স্রোতে
তোমায় ভাসিয়ে দিলাম,
হৃদয় যদি হয়-
গোধূলী বেলায় সূর্যের কারুকাজ
তবে সে ক্ষন তোমায় দিলাম,
গোধূলী মেখে নিও
তোমার সুরভিত কোমলতায়।
হৃদয় যদি হয়-
শীতের সকালে নরম ঘাসে
জমে থাকা শিশির বিন্দু
তবে সে সকাল তোমায় দিলাম,
হৃদয় যদি হয়-
কোন এক পড়ন্ত বিকেলে
সূর্যের ছায়া
তবে সে বিকেল তোমায় দিলাম,
হৃদয় যদি হয়-
আমার বুকে
তিলে তিলে জমানো ভালবাসা
তবে তা তোমায় দিলাম,
রেখে দিও
তোমার মনের মনি কোঠায়।
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
হৃদয়ের যে কি রং তাই তো জানিনা ভাই
তবে রঙয়ের সাথে দেয়ার ইচ্ছেটা ভালো লাগলো —
মানিক পাগলা
হৃদয় বর্ণহীন। হৃদয়ের সামনে যে রং রাখবেন তারই প্রতিবিম্ব দেখা যাবে জিসান ভাই। (ব্যক্তিগত মতামত)
নিশিথের নিশাচর
ভাই অসাধারন রঙের কবিতা লিখেছেন।
কিন্তু আফসোস আজ পর্যন্ত কোন রং দেখা হল না।
শুধু হলুদ রং ছাড়া কারন আমি হিমু তো আর আমার রং হলুদ।
মানিক পাগলা
আপনার হৃদয়ে শুধু হলুদের প্রতিবিম্ব দেখা যাবে নিশাচর ভাই
নীহারিকা
অদ্ভুত রঙ্গিন একটা কবিতা পড়লাম। ভালো লেগেছে খুব।
মানিক পাগলা
রঙ্গিন কবিতার রং মেখে সব সময় ভাললাগার স্পর্শে থাকুন নীহারিকা।
লীলাবতী
ভালো লেগেছে পাগলা ভাইয়া ।
মানিক পাগলা
ধন্য – বাদ লীলাবতী, আপনাদের ভাললাগাই আমার উৎসাহ।
স্বপ্ন
ভালো লেগেছে । এমন ডিজাইন করেন কিভাবে ?
মানিক পাগলা
স্বপ্ন আপনি কোন ডিজাইনের কথা বলছেন ঠিক বুঝতে পারলাম না।
FB তে যোগাযোগ করতে পারেনঃ
https://www.facebook.com/pagla.4M.BD
আমার স্বপ্ন ও মনের কথা
ভাইয়া উনি আপনার লেখার কথা বলেছেন।
মাঝ বরাবর সুন্দর করে সাজিয়ে লিখেছেন
উনি আপনার সাজিয়ে মাজ বরাবর লেখার ডিজাইন এর কথা বলেছেন।
আমার স্বপ্ন ও মনের কথা
স্বপ্ন ভাইয়া আমি কি ঠিক বলেছি? 🙁
মানিক পাগলা
আমরা যেই বক্সে লিখি তার উপরে অনেক গুলো অপশন বাটন আছে। ওখান থেকে লেখা কে মাঝ বরাবর আনার অপশনটা সিলেক্ট করে দিলেই লেখা মাঝ বরাবর চলে আসবে।
আমার স্বপ্ন ও মনের কথা
” হৃদয়ের রঙ” নামটা অনেক পছন্দ হয়েছে।
ভাইয়া নামটা আমাকে ধাঁর দিবেন? 🙂
মানিক পাগলা
কয় দিনের জন্য ধার নিবেন “আমার স্বপ্ন ও মনের কথা”।
ছাইরাছ হেলাল
সব ই দিয়ে দিলেন দেখছি , বাকী কিছুই যে রইল না ।
সুন্দর হয়েছে লেখা ।
মানিক পাগলা
দিয়েছে যখন সব উজার করেই দিয়েছি। কিছু বাকী রাখি নাই।
ধন্য – বাদ হেলাল ভাই। আপনার জন্য এক কাপ :T ও দিলাম।
খসড়া
ছোট ছোট কবিতা থেকে হঠাৎ বড় কবিতা। ভাল লাগল।
কবি আর হৃদয় যদি হয় বিষন্ন ঘুঘু ডাকা দুপুর কিংবা গভীর রাতের পূর্নিমার চাঁদ একা তখন?
মানিক পাগলা
তখন কবি নিরব হয়ে যাবে
প্রিন্স মাহমুদ
চমৎকার
মানিক পাগলা
\|/