সোনেলার ব্লগার স্বর্গের মেঘ পরী আর আমাদের মাঝে নেই । গতকাল এক সড়ক দুর্ঘটনায় এই জগতের মায়াজাল ছিন্ন করে চলে গিয়েছেন না ফেরার দেশে । আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি । আল্লাহ তাঁকে শান্তি দিক ।
স্বর্গের মেঘ পরীর সর্ব শেষ কবিতা । তাঁর ফেইসবুক আইডি থেকে নেয়া ।
” অদৃশ্য অনুভূতি “
——স্বর্গের মেঘ পরী
তোমার ছোঁয়ায় ,
রঙিন হয় আমার
প্রত্যেকটা অনুভব,
হয়তো প্রলাপ,
হয়তো সমুদ্রের
পাড়ে আছড়ে পড়া ঢেউ ,
তবু মনের আকাশে
তারা ফুটে ওঠে অনর্গল, তছনছ
হয়ে যায় শেষ ইচ্ছা,
স্মৃতিহারা বইয়ের পাতা খুলে দেয়
নড়বড়ে সবকটা অর্গল,
জানি কাঁটা আছে,তবু গোলাপের
আশায়
স্বর্গীয়স্পর্শী মায়াবী চাহনি ৷
সমস্ত আকাশ
নীলের স্রোতে ঝরে পড়ছে, তার
বুকের উপর জানি ধূলোঝড়
ঢাকবে মিনার,
চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা,
কুয়াশায় ধোঁয়াটে,
মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে।
রাতপরীদের চুপকথা বার্তাবহ,
যাযাবর
জীবনের হাতছানি,রূপোলি জল শুয়ে- শুয়ে স্বপ্ন দেখছে;
সূর্যের চুম্বনে।- সোনার
শেকলে বাঁধে সংসার,যন্ত্রণা দুঃসহ ৷
ইচ্ছেডানা ভেঙ্গে গেছে কবেই ,
বোবা চোখে অমোঘ ,
ছুঁয়ে দিলে তুমি ভুল করে,
কতোটুকু বিষ রেখেছো আড়াল কোরে সোনালী ঐ প্রেমের পাশে ! তোমার চোখে
কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম
যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত
তান দিগন্ত থেকে দিগন্তে ।
( তারিখ: ১০ জুন ২০১৪ )
৪২টি মন্তব্য
সঞ্জয় কুমার
খুবই কষ্ট পেলাম । তাঁর আত্মার শান্তি কামনা করছি
জিসান শা ইকরাম
আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুক ।
আজিম
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন । আমি তাঁঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।
জিসান শা ইকরাম
আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুক । আমীন —
ওয়ালিনা চৌধুরী অভি
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন । আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দিক ।
জিসান শা ইকরাম
তাঁর জন্য দোয়া করো অভি ।
ছাইরাছ হেলাল
এ সত্যিই বেদনা বিধুরতা ।
আল্লাহ্ তাঁকে বেহেশত্ নসিব করুণ ।
জিসান শা ইকরাম
আমীন—
মশাই
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। খুবই মর্মান্তিক ঘটনা, শুনে খুব খারাপ লাগলো তা না হতবাক হয়েছে সংবাদটিতে। খারাপ লাগলেই কি আর করতে পারবো আমরা কারণ এ যে মৃত্যু যার স্বাদ সবাইকেই নিতে হবে। তার বিদাহী আত্মার মাগফেরাত কামনা করছি।
জিসান শা ইকরাম
আমীন ——
আগুন রঙের শিমুল
🙁
জিসান শা ইকরাম
খুব খারাপ লাগছে শিমুল ভাই ।
মশাই
ব্লগ সঞ্চালকের কাছে আবেদন পোষ্টটিকে স্টিকি করা হোক।
জিসান শা ইকরাম
আচ্ছা ।
স্বপন দাস
ভীষণ কষ্ট লাগছে মেঘপরীর অকালপ্রয়ানের খবর শুনে। ঈশ্বর — শান্তি দিও তার বিদেহী আত্মাকে।
জিসান শা ইকরাম
আপনার দোয়াকে যেনো কবুল করুন আল্লাহ —
পুষ্পবতী
খারাপ লাগছে আমরা আমাদের সোনেলা পরিবারের একজন সদস্যকে হারালাম। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক -আমিন।
জিসান শা ইকরাম
আল্লাহ তাকে বেহেশত নসিব করুক -আমিন।
স্বপ্ন নীলা
আল্লাহ তুমি পরীকে বেহেস্ত বাসী কর —– তার সব গুনাহ মাফ করে দাও। তাকে তুমি শান্তিতে রাখ —–
জিসান শা ইকরাম
আপনার দোয়া যেনো আল্লাহ কবুল করেন — আমিন
শুন্য শুন্যালয়
এতোটুকু একটি মেয়ের এভাবে চলে যাওয়া মানতে পারছিনা. বিধাতার কাছে তাকে শান্তিতে রাখুন এটুকুই চাই..ভালো থেকো তুমি পরী.
জিসান শা ইকরাম
আমরা শুধু প্রার্থনাই করি তাঁর জন্য , যেনো সে শান্তিতে থাকে ।
মা মাটি দেশ
খুব কষ্ট পেলাম এ ভাবে অকালে ঝড়ে যাওয়া ফুল।
জিসান শা ইকরাম
তাঁর প্রতি আমাদের এই ভালোবাসা – অবশ্যই তাঁকে শান্তি দিবে ।
রিমি রুম্মান
🙁
রিমি রুম্মান
মনটা খারাপ হল অচেনা পরীর জন্য…
জিসান শা ইকরাম
মানুষই তো আমরা , মন খারাপ হবে এটাই স্বাভাবিক ।
শাহ আলম বাদশা
আল্লাহ তাকে স্বর্গবাসী করুন-এ দোয়া ছাড়াতো আমাদের হাতে আর কিছু নেই–
জিসান শা ইকরাম
আমিন —–
মোঃ মজিবর রহমান
কি লিখব জানিনা। আল্লাহ তাঁকে বেহেস্তে রাখুক কামনা করি। খুব কস্ত পেলাম।
জিসান শা ইকরাম
আমিন —
মোকসেদুল ইসলাম
তাঁর আত্মার শান্তি কামনা করছি
মোকসেদুল ইসলাম
তাঁর আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ্ তাকে বেহেস্ত নসীব করুন
জিসান শা ইকরাম
আমিন —
স্বপ্ন
খারাপ লাগছে খুব । কিভাবে চলে গেলেন যদি একটু জানাতেন 🙁 তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ।
জিসান শা ইকরাম
তাঁকে নিয়ে বিস্তারিত লিখবো আমি ।
তখন জানবেন ।
ভালো থাকুন ।
ব্লগার সজীব
তিনি ছিলেন আমাদের মাঝে , এখন আর নেই । তিনি আর লিখবেননা , এই ভাবনা কষ্ট দেয় খুব । তাঁর আত্মার শান্তি কামনা করছি ।
জিসান শা ইকরাম
হ্যাঁ , এমন বিদায় কষ্ট দেয় খুব ।
সীমান্ত উন্মাদ
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন । আমি তাঁঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।
বুকের মাঝে এক অজানা কষ্ট এসে ধাক্কা খেলো। আর কত প্রান গেলে সবাই সচেষ্ট হবে এই সড়ক দুর্ঘটনায় অকালে প্রান ঝরা বন্ধ হবে।
জিসান শা ইকরাম
মেঘ পরীকে ভুলতে পারছি না , মেয়ে হাড়ানো কষ্ট পাচ্ছি আমি ।
আমি তাঁঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।
খেয়ালী মেয়ে
মেঘপরী তুমি যেখানে আছো ভালো থেকো, সবসময়,…..
জিসান শা ইকরাম
তাঁর কথা ভাবলে এখনো বিষাদে ছেয়ে যায় মন।
ভালো থাকুক মেঘ পরী।