কোথায় বড়ে মিয়া(বড়াই মিয়া) জাভেদ মিঁয়াদাদ? কোথায় দাঁড়িওয়ালা সিদু? কোথায় ইউনুস মিয়া? কোথায় টাকলা শেহবাগ? কোথায় সাহেবী বোথাম,কোথায় মিষ্টার বয়কট?
কি বলেছিলেন বাংলাদেশকে নিয়ে? মনে পড়ে? আসেন মনে করিয়ে দেই।
# বীরেন্দ্র শেবাগ’ ২০১০
বাংলাদেশ ‘অর্ডিনারি দল’।
# নভোজাৎ সিং সিঁধু’ বিশ্বকাপ ২০১১
“তেলাপোকাও আকাশে ওড়ে, পাখিও আকাশে ওড়ে।”
# ইউনুস খান
“Can ICC please replace Afganistan with Bangladesh? Its so refreshing and exciting to see a new team in world cricket and that too play with so much intent and determination! I’m sure they will do much better job than Bangladesh.”
দেখে যাও এসে যে বাংলাদেশকে নিয়ে তোমরা নোংড়ামো করেছিলে, কাগজের বাঘ বলে উপহাস করেছিলে নবীন একটা ক্রিকেট টিমকে নিয়ে, সেই কাগুজে বাঘ আজ পরিণত বাঘ। হুংকার শুনতে পাও? আর বেশিদিন নেই যেদিন তোমাদের দেশকেও এভাবেই খাবলে ধরবে। তখন কোথায় লুকাবে মুখ?
JUST FOR YOU NONSENSE GUYS, ” ITS BANGLADESH, KNOWS HOW TO FIGHT, HOW TO WIN. JUST WAIT & SEE.”
যারা বাংলাদেশকে নিয়ে এত সমালোচনা করে,নষ্টামি করে তাদের বলছি, এটা অঘটন নয়। ধারাবাহিক জয়ের ধারা। সেই এশিয়া কাপ থেকে শুরু । চলছে এবং চলবেই…পারলে ঠেকা।
এই অল্প কয়েক বছরে বাংলাদেশের অর্জনগুলো (যা কিনা অন্যদলগুলো এত অল্প সময়ে অর্জন করতে পারেনি) কিসের নির্দেশ দেয়???
>> টেষ্টে ২টি হ্যাট্রিক, ওয়ানডেতে ৩টি।
>> সর্বোকনিষ্ঠ অভিষেক টেষ্ট সেঞ্চুরিয়ান।
>> সবগুলো দলের বিপক্ষে জয়।
>> সাকিবের সেরা টেষ্ট এবং ওয়ান্ডে অলরাউন্ডার স্থান দীর্ঘদিন ধরে রাখা।
>> গাজীর অভিষেক টেষ্ট সেঞ্চুরী ও পাঁচ উইকেট।
>> প্রথম শ্রেণী ম্যাচে গাজীর দ্রুততম সেঞ্চুরীর (১ম ও ২য়) রেকর্ড।
>> টেষ্ট/ ওয়ানডেতে ৫০ রানের নিচে অলআউট না হওয়া।
>> ডন ব্যাডম্যান উনার প্রথম ৫ টেস্টে করেছিলেন ৪৭৬ রান,আর আমাদের মমিনুল করলো রেকর্ড ৫৮৪ রান।দুই টেষ্টের সিরিজে দিলশানের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙ্গে নতুন নাম মমিনুল।
>> লিষ্ট এ ম্যাচে নাঈম ইসলামের ৬ বলে ৬ ছক্কা।
এছাড়া আরোও একডজন রেকর্ড আছে টেষ্ট,ওডিআই, টি-২০ এবং লিষ্ট এ ম্যাচে।
এরপরেও যে বলবে বাংলাদেশ খারাপ খেলছে , ওদের খেলতে দেওয়া হচ্ছে কেনো? মুখ সামলা সময় থাকতে নইলে কিন্তু থাপড়াইয়া কান লাল করে দিবো বলে দিলাম।
এই বাংলাদেশকে পারলে ঠেকা ! !
৩৮টি মন্তব্য
আদিব আদ্নান
শাবাশ বাংলাদেশ
আমাদের এ দেশ ।
নীলকন্ঠ জয়
সাবাশ বাংলাদেশ। \|/
শুন্য শুন্যালয়
বাঘের বাচ্চাগুলা আছে বলেই আধমরা বাংলাদেশ এখনো বেঁচে… সবাইকে স্যালুট বস…
নীলকন্ঠ জয়
ইয়েস ইউ আর রাইট । সবাইকে স্যালুট।
খসড়া
তোরা সব জয়ধ্বণি কর
তোরা সব জয়ধ্বণি কর
ঐ নতুনের কেতন উড়ে
কাল বোশেখি ঝড় ।।
নীলকন্ঠ জয়
তোরা সব জয়ধ্বনি কর। “জয় বাঙলা”।
আমার স্বপ্ন ও মনের কথা
আমি খুব আনন্দিত বাংলাদেশ জেতার জন্য ।
নীলকন্ঠ জয়
আমার মনে হয় আপনার মতো সারা বাংলাদেশ আনন্দিত। \|/ এই একটা ইস্যুতে সবাই এক। জয়তু বাংলাদেশ ক্রিকেট।
তন্দ্রা
আরে ভাই আপনিই সব বললেন হুম পারলে সামনে এগো দেখি!!!!!!!!
নীলকন্ঠ জয়
😀 সব বলেছি নাকি? হুম বাংলাদেশকে এবার পারলে ঠেকা। \|/
জিসান শা ইকরাম
যারা বাংলাদেশকে নিয়ে এত সমালোচনা করে,নষ্টামি করে তাদের বলছি, এটা অঘটন নয়। ধারাবাহিক জয়ের ধারা। সেই এশিয়া কাপ থেকে শুরু । চলছে এবং চলবেই…পারলে ঠেকা :D)
রেকর্ড গুলো দেয়ার জন্য ধন্যবাদ
এতকিছু আমিও জানতাম না ।
নীলকন্ঠ জয়
রেকর্ডগুলো বাংলাদেশের অনন্য অর্জন যা এত অল্প সময়ে কোন দেশ অর্জন করতে পারেনি।
ভাইয়াকেও ধন্যবাদ। বাংলাদেশের বিজয় রথ চলছে— চলবে।
মা মাটি দেশ
না ভাই মাইরেন না রাজাকার ছিলা ভালো হইয়া গেছি। ;( ;( ;(
নীলকন্ঠ জয়
রাজাকারের ছাড়ন নাই। :D)
স্বপ্ন
সাবাস বাংলাদেশ (3
নীলকন্ঠ জয়
সাবাশ বাংলাদেশ।
লীলাবতী
সাবাস টাইগার্স
নীলকন্ঠ জয়
সাবাস টাইগার্স সাবাশ ।
আফ্রি আয়েশা
এই বাংলাদেশকে পারলে ঠেকা ! !
নীলকন্ঠ জয়
ইয়েস পারলে ঠেকা।
ছাইরাছ হেলাল
এমন অর্জনের ক্ষাণিকটা হলেও ধরে রাখতে চাই ।
নীলকন্ঠ জয়
আশা করি বাংলাদেশের জয়ধারা অব্যাহত থাকবে। সাফল্য – ব্যার্থতায় বাংলাদেশের সাথেই আছি।
এম মশিউর
কৈছিলাম নাহ …….. !
” নিউজিল্যান্ডের গরু গুলা শুধু খাটি ” গুড়াদুধ ” দেয় ” !! :D) :D)
নীলকন্ঠ জয়
ঐ ভেজাল দুধ খেয়েই ওদের কাহিল অবস্থা। গরুগুলোর কি দোষ। আমাদের তামিম কিন্তু ডানো খায়।
রকিব লিখন
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
নিত্য মনে আমার নিত্য মনে পড়ে………..
স্মরণ তাদের রবে না ভাই
নীলকন্ঠ জয়
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
নিত্য মনে আমার নিত্য মনে পড়ে………..
বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ ।
রকিব লিখন
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
নিত্য মনে আমার নিত্য মনে পড়ে………..
স্মরণ তাদের রবে না ভাই
(3
নীলকন্ঠ জয়
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
নিত্য মনে আমার নিত্য মনে পড়ে………..
বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ । (3
প্রজন্ম ৭১
জগত দেখুক আমরা পারি ।
নীলকন্ঠ জয়
আমরা দেশের মাটিতে সামনের বিশ্বকাপটা জিততে চাই।
নাজনীন খলিল
(y)
নীলকন্ঠ জয়
\|/ \|/ \|/
বনলতা সেন
জয়ের এ অঙ্গীকার থাকুক অম্লান ।
নীলকন্ঠ জয়
এমন আরো সাফল্য চাই নিয়মিত।
নীহারিকা
সাবাশ বাংলাদেশ!
নীলকন্ঠ জয়
সাবাশ বাংলাদেশ সাবাশ । \|/
শিশির কনা
কে ঠেকাবে বাংলাদেশকে ? একদিন আমরা বিশ্বকাপ জিতে নেব ইনশাল্লাহ -{@
নীলকন্ঠ জয়
কে ঠেকাবে বাংলাদেশকে ? একদিন আমরা বিশ্বকাপ জিতে নেব ইনশাল্লাহ। (y) (y)