দীর্ঘদিন তিনি পাঠক ছিলেন সাধারণ পাঠক হিসেবে। নিবন্ধিত হবার পরে প্রায় তিনমাস তিনি পাঠক হয়েই ব্লগারদের বিভিন্ন লেখায় মন্তব্য করেছেন একজন নিবেদিত পাঠক হয়ে। লেখক হবার ইচ্ছে নিয়ে অতঃপর সোনেলায় এলেন তার প্রথম লেখা নিয়ে। তার সোনেলার প্রফাইলে যদিও লেখা আছে ‘ লেখক হবো ‘ , কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি ‘ অ-কবি ‘ হবার ইচ্ছে ব্যক্ত করে বিভিন্ন অ- কবিতা লেখা আরম্ভ করলেন। তার ইচ্ছে ‘লেখক হবো’ আর ‘অ-কবি হবো’ কোনটি এখন তার কাছে প্রাধান্য পাচ্ছে তা আমরা পাঠকরা জানিনা। তবে হবো ইচ্ছে দিয়ে এটি অনুধাবন করা যায় যে তিনি তার লেখায় এখনো অতৃপ্ত, এই অতৃপ্ততা একজন লেখককে আরো ভালো লেখার দিকে ধাবিত করে। আমরা যারা তার লেখার পাঠক, তারা কিন্তু তার লেখায় তৃপ্ত হয়ে তার অনেক লেখাই আমরা আমাদের প্রিয় তালিকায় স্থান দিয়েছি।
তার আর একটি ইচ্ছে তিনি ঘোষনা দিয়েই ব্যক্ত করেছেন। আমরা ধোঁয়াশার মধ্যে থাকতে চাই না। জাতি জানতে চায়, তার এই ইচ্ছে বাস্তবায়িত হয়েছে কিনা।
আমার মত দু একজন যারা সংক্ষিপ্ত মন্তব্য দিয়ে পার পেয়ে যাচ্ছিলাম, তিনি সোনেলায় আসার পরে আমাদের বিপদে ফেলে দিলেন। প্রতিটি লেখা ভালোভাবে পড়ে বিশাল বিশাল মন্তব্য লেখা আরম্ভ করলেন। লেখা ভালো হয়েছে, ভালো পোষ্ট, ভালো লেগেছে এমন ধরনের মন্তব্য এখন আর দিতে পারিনা তার মন্তব্যের ধরন দেখে। তার মন্তব্য দেখে সোনেলার প্রায় সবার মন্তব্যের ধরনই পরিবর্তিত হয়ে গিয়েছে, প্রায় সবাই এখন লেখা অনুযায়ী বিস্তারিত মন্তব্য করেন।
এখন পর্যন্ত পঞ্চাশটি লেখা প্রকাশ করেছেন। তার লেখা সম্পর্কে আমরা সবাই অবগত। যে কোন বিষয়কেই তিনি অত্যন্ত সুন্দর ভাবে তার লেখার মধ্যে নিয়ে আনেন। সংখ্যার বিচারে তার পোষ্টের সংখ্যা দুইশত এর বেশী হতে পারত। তিনি সহ ব্লগারদের বিভিন্ন লেখায় যে মন্তব্য করেছেন তার মধ্যে অনেক মন্তব্যই আলাদা আলাদা পোষ্ট দিতে পারতেন তিনি।
নজরে তার প্রফাইল দেখা যাকঃ
★ শখ— লেখক হবো।
★ অপছন্দ— সব ধরনের মিথ্যা।
★ প্রিয় বাক্য — সময় ও স্রোত কারো জন্যে অপেক্ষা করে না।
★ স্বপ্ন — মাঝ নদীতে ডিঙি নৌকায় শুয়ে জোছনা রাত দেখবো।
★ নিজের প্রিয় লেখা — এখনো লিখতে পারিনি।
★ প্রিয় রঙ— সাদা।
★ জন্ম— ১২ই জুলাই ১৯ শতাব্দী।
নিবন্ধন করেছেনঃ ১১ মাস ২১ দিন আগে
পোস্ট লিখেছেনঃ ৫০টি
মন্তব্য করেছেনঃ ১৬৭৯টি
মন্তব্য পেয়েছেনঃ ১৫৯৩টি
প্রবন্ধ, কবিতা, গল্প লেখায় তিনি সমান ভাবে দক্ষ। তবে কবিতায় তার আগ্রহ বেশি, মুহুর্তের মধ্যে যে কোনো লেখায় তিনি কবিতার মাধ্যমে মন্তব্য দিতে পারেন। পড়তে ভালোবাসেন তিনি তা তার মন্তব্য পড়েই বুঝা যায়। নিজে লেখেন, অন্যকে লেখান উৎসাহ দিয়ে। একজন পারফেক্ট ব্লগার হিসেবে নিজেকে ইতমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন তিনি।
** আজ তার জন্মদিন। কততম জন্মদিন তা আমাদের তিনি জানান নি। জন্ম সন লিখেছেন ১৯ শতাব্দী। একশত উনিশ তম জন্মদিন হতে পারে, আবার বিশ তম তম জন্মদিনও হতে পারে।
** সোনেলা জীবন তার প্রায় এক বছর ছুঁই ছুঁই।
** তার পোষ্টের সংখ্যা পঞ্চাশ
*শুভ জন্মদিন সোনেলার প্রিয় ব্লগার সাবিনা ইয়াসমিন
* বর্ষপূর্তির আগাম শুভেচ্ছা
* হাফ সেঞ্চুরী পোষ্টের জন্য অভিনন্দন।
৬১টি মন্তব্য
আরজু মুক্তা
জন্মদিন আসে বারবার
মনে করবার
এ জীবন নিত্য নতুন
প্রতিপ্রাতে আলোকিত
জীবনের মতো।
শুভ হোক জন্মদিন। শুভকামনা!
আপু,তুমি দীর্ঘজীবি হও!
জিসান শা ইকরাম
শুভেচ্ছা তাঁকে।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আরজু। শুভ কামনা,ভালোবাসা ❤❤
ইঞ্জা
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় আপু, শুভ জন্মদিন। ❤
জিসান শা ইকরাম
নিজকে তিনি সোনেলার অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শুভেচ্ছা তাঁকে।
সাবিনা ইয়াসমিন
অশেষ ধন্যবাদ ভাইজান। 😍😍
ইঞ্জা
শুভেচ্ছা জানবেন আপু।
বন্যা লিপি
যে কোনো ভাবেই হোক আমার কাছে সোনেলায় আসাটা কাকতালীয় ব্যাপার ছিলো। সোনেলা গ্রুপে একবার একটা কবিতা আর একটা গল্প দিয়েছিলাম। সেখান থেকেই কমেন্টে কমেন্টে #সাবিনা ইয়াসমিনের সাথে পরিচয়। তিনিই আমার বন্ধুত্বের দাবি করলেন। মোটেই ভেবে চিন্তে দেখার একবারও চিন্তা করিনি( যদিও যে কোনো দাবি এলেই কয়েকদিন ভাবি) বন্ধুত্ব গ্রহন করতে। কিছু সময়ের মধ্যে আমরা পরম বন্ধু হবার সৌভাগ্য অর্জন করেছি বলে আমার একান্ত বিশ্বাস।
একজন ভালো লেখক হবার আকাঙ্খা প্রবল ভাবে বিরাজমান আছে তাঁর মধ্যে। এমনকি কয়েকদিন যেতে না যেতেই তিনিই আমাকে খোচানো শুরু করেন “উঠোনের পথ ভুলেছো বন্যা”? আমার পরম ভাগ্য এমন একজন আমার সাথে আছেন।
তাঁর মন্তব্যে সবচেয়ে বেশি অনুভব করার সুযোগ থাকে, কতটা গভীরতা দিয়ে তিনি প্রতিটি লেখার মূল্যায়ন করেন।
এমন একজন মানুষ খুব সাধারন ভাবেই সবার প্রিয় পাত্র হবার যোগ্যতা রাখেন।
দীর্ঘায়ু কামনা করছি সাবিনার।
অনেক অনেক জন্মদিনের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা সাবিনা ইয়াসমিনের জন্য💙💛💚❤💖💝💓🌼🌺🌻🌹🌷🌼
শিরিন হক
সোনেলা গ্রুপ চিনিয়েছো তুমি মিতা আমাকে আর ব্লগে হাত ধরে নিয়ে এসেছে সাবিনা আপু সেই তার সাথে পরিচয়।
জিসান শা ইকরাম
ব্লগারদের উৎসাহ দিতে তিনি অকৃপন, সবাইকেই এমন উৎসাহ দেন @শিরিন হক।
জিসান শা ইকরাম
কতটা আন্তরিক তিনি তাঁর সহ-ব্লগারদের সাথে, তোমার মন্তব্যই তা প্রমান করে বন্যা।
শুভেচ্ছা তাঁর প্রতি।
সাবিনা ইয়াসমিন
তুমি আমি একইদিনে সোনেলায় প্রবেশ করেছিলাম বন্যা। বন্ধুত্বের বন্ধন সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিলো। আমার সবচেয়ে প্রিয় বন্ধু তুমি। সব সময় ভালো থেকো। ভালোবাসা নিও। ❤❤
শাহরিন
অনেক অনেক শুভকামনা। সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন।
পঞ্চাশটি নয় আমরা ৫ লক্ষ লেখা পড়ার সুযোগ যেন পাই এই কামনা করি ।
ব্লগার সাবিনা ইয়াসমিন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন। সোনেলার পাশে থাকুন। ধন্যবাদ।
জিসান শা ইকরাম
খুব সুন্দর উইশ করার জন্য ধন্যবাদ তোমাকে।
আমরা তার নতুন লেখা প্রতিদিন পড়তে চাই।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ অফুরান। অঢেল ভালোবাসা আপনার জন্যে ❤❤❤❤
শামীম চৌধুরী
শুভ জন্মদিন।
জিসান শা ইকরাম
শুভেচ্ছা এই গুনি ব্লগারকে।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান। ভালো থাকুন সারাক্ষন। 🌹🌹
শিরিন হক
এতো সুন্দর শুভেচ্ছা পোষ্টের পর কী লিখবো ভাষা নেই। জিসান ভাই সাবিনা ম্যাডাম কে যোগ্য সম্মান দিলেন সোনেলায়। একজন সফল ব্লগারের প্রাপ্য যা সাবিনা ম্যাম অর্জন করেছেন।
তাঁর জন্য
নতুন প্রভাতে রবির কিরণ
আলোকিত করে দিয়েছে ভুবন।
প্রতিটি সহৃদয় আজ আন্দোলিত
তোমাকে জানাই শুস্বাগত।
হে কবি আজ জন্মদিনে
শুভ কামনা যত।
শিরিন হক
জিসান ভাই। আপনার লেখা অত্যন্ত ভালো হয়েছে।ব্যাতিক্রমি লেখা। একজন সফল ব্লগারের ইচ্ছা ভালোলাগা মন্দ লাগা লেখায় সুনিপুণ ভাবে তুলে ধরেছেন। এমন লেখা আর দেখিনি আমি। আমরা এমন লেখা আরো দেখতে চাই ভাই।
ধন্যবাদ আপনাকে এমন একটি পোষ্টের জন্য।
শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
বিভিন্ন ব্লগারের জন্মদিন, ব্লগে বর্ষপুর্তী, সেঞ্চুরী পোস্ট উপলক্ষে শুভেচ্ছা জানানো সোনেলার একটি চলমান রীতি। আমার, ছাইরাছ হেলাল এবং অন্যদের অনেক পোস্ট আছে এমন।
আপনিও এক সময় দিবেন সহ ব্লগারদের নিয়ে এমন পোস্ট।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
সোনেলায় ওনার অবদানের কারনে উনি এর চেয়েও বেশী সন্মানের দাবীদার। আপনি সহ আরো অনেক ব্লগারকে উনি সোনেলা চিনিয়েছেন। ওনার সিলেকশন যে অত্যন্ত সঠিক, আপনারা তা প্রমান করেছেন।
কবিতা দিয়ে তাঁকে এত সুন্দর ভাবে উইশ করার জন্য ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ শিরিন। সোনেলাকে ভালোবাসুন, সোনেলা আপনার ভালোবাসার দ্বিগুণ প্রতিদান দিবে। 🌹🌹
ছাইরাছ হেলাল
“প্রবন্ধ, কবিতা, গল্প লেখায় তিনি সমান ভাবে দক্ষ। পড়তে ভালোবাসেন তিনি তা তার মন্তব্য পড়েই বুঝা যায়। নিজে লেখেন, অন্যকে লেখান উৎসাহ দিয়ে। একজন পারফেক্ট ব্লগার হিসেবে নিজেকে ইতমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন তিনি।”
এমন শিক্ষক খনি আমাদের আছে তা আগে না জানানোর জন্য বিপুল নিন্দা বাদ ইতমধ্যেই আপনার প্রাপ্য হয়েছে।
একের মধ্যে বহু!! উনার সদয়তায় স্কুল-সাহায্যের আগাম আবেদন জানিয়ে রাখলাম। বুঝতে পারছি শেখার শেষ নেই,
এমন সব্যসাচী সহজে মেলে না। সোনেলা ভাগ্যবান আমরা তাঁর সাহায্য/সাহচার্য পাচ্ছি।
তিনি স্বকীয়তায় উৎকর্ষ সাধনের প্রতীক আমাদের সামনে।
তার হাজারী জন্মদিনে বিপুল শুভেচ্ছা জানাচ্ছি, তবে টেঁস কিছু হলে আর কিছু ফুলেল গপসপ করা যেত।
জিসান শা ইকরাম
” প্রবন্ধ, কবিতা, গল্প লেখায় তিনি সমান ভাবে দক্ষ। তবে কবিতায় তার আগ্রহ বেশি, মুহুর্তের মধ্যে যে কোনো লেখায় তিনি কবিতার মাধ্যমে মন্তব্য দিতে পারেন। পড়তে ভালোবাসেন তিনি তা তার মন্তব্য পড়েই বুঝা যায়। নিজে লেখেন, অন্যকে লেখান উৎসাহ দিয়ে। একজন পারফেক্ট ব্লগার হিসেবে নিজেকে ইতমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন তিনি। ”
আমি কি লিখলাম, আর আপনি কি পড়লেন! দেখুন তো আবার। চশমা পালটান লাগপে আপনার বুঝতে পার্সি 🙂
সোনেলা গর্বিত তাঁর জন্য,
শুভেচ্ছা তাঁকে।
ছাইরাছ হেলাল
“প্রবন্ধ, কবিতা, গল্প লেখায় তিনি সমান ভাবে দক্ষ। তবে কবিতায় তার আগ্রহ বেশি, মুহুর্তের মধ্যে যে কোনো লেখায় তিনি কবিতার মাধ্যমে মন্তব্য দিতে পারেন। পড়তে ভালোবাসেন তিনি তা তার মন্তব্য পড়েই বুঝা যায়। নিজে লেখেন, অন্যকে লেখান উৎসাহ দিয়ে। একজন পারফেক্ট ব্লগার হিসেবে নিজেকে ইতমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন তিনি।”
ভাভাগো ভাভা, ভাগ্যিস কবিতা-জি দেখে ফেলেন-নি। স্রেফ গিলোটিন!
চশমা নয় চোখ-ই পালটে ফেলতে হবে।
জিসান শা ইকরাম
কম লিখেছি মনে হচ্ছে,
গিলোটিন তো মারত্মক ভয়ের।
চোখ চশমা সবই পাল্টান দর্কার।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহারাজ। এইদিনেও খোঁচাচ্ছেন !! 🙆🙆
ছাইরাছ হেলাল
বস্তা বস্তা প্রশংসা করে এই তার প্রতিদান!!
কবিরা একটু এমুন-ই হয় মনে হয়।
সাবিনা ইয়াসমিন
আর মহারাজরা কিন্তু আপনার মত হয়না। গিফট, থুক্কু প্রশংসা বস্তায় দেয় ক্যামনে !?
ছাইরাছ হেলাল
প্রশংসা পাওয়া হয়ে গেল বস্তা/ব্যাগ/থলের বদলে এক চিমটির মত মনে হতেই পারে!!
হায় বস্তা!!
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মদিন দিদি।
আপনার অনুপ্রেরণায় আজ ব্লগে দু-চার লাইন কবিতা লিখতে পারছি আর আপনাদের ভালো লেখাগুলো পড়ে অনেককিছু শিখতে পারছি। এটাই আমার বড় প্রাপ্তি।
দীর্ঘায়ু কামনা করছি দিদি ।
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা 💙💛💚❤💖💝💓🌼🌺🌻🌹🌷🌼
শুভকামনা দিদি।
জিসান শা ইকরাম
শুভেচ্ছা ব্লগার সাবিনা ইয়াসমিনকে।
সাবিনা ইয়াসমিন
অনেক স্নেহের ভাই তুমি। আমার ভালোবাসা ,স্নেহ সব আদায় করেছো নিজ গুনে। ভালো থেকো প্রদীপ। অনেক ধন্যবাদ তোমাকে। 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ দাদা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন। বেশ ভালো লাগলে।
ব্লগের নিয়মকানুন আপনার কাছ হতে শিখতে পেরে আমি আনন্দিত।
শুভকামনা দাদা।
জিসান শা ইকরাম
সহ- ব্লগারদের এমন শুভেচ্ছা দেয়ার রেওয়াজ আছে সোনেলায়,
আমরা চাই ভবিষ্যতে এমন পোষ্ট অন্যান্য ব্লগার গন পোষ্ট করুক।
শুভ কামনা প্রদীপ।
রেহানা বীথি
শুভ জন্মদিন!
অনেক অনেক শুভেচছা আর ভালোবাসা।
সংখ্যার হিসাবে বয়স যাই হোক, মনটা সতেজ থাকুক আজীবন….. আজীবন যৌবনের উদ্দীপনা নিয়ে লিখে যান কবিতা, অ-কবিতা, আর যা যা ইচ্ছে।
জিসান শা ইকরাম
অনেক অনেক শুভেচ্ছা তাঁকে।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপু। ভালোবাসা অবিরত ❤❤
নাজমুল হুদা
লেখাটি পড়ছিলাম আর ভাবছিলাম কে কে উনি।
পড়তে পড়তে যখন শেষে চলে গেলাম তখন সত্যিই আবেগ আপ্লুত । আপুর মন্তব্যগুলো অনেক অনুপ্রেরণামূলক ।
আপুকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।
শুভ জন্মদিন আপু 😍
জিসান শা ইকরাম
সহ ব্লগারদের লেখায় ওনার মন্তব্যে অনুপ্রাণিত হন সবাই,
শুভেচ্ছা তাঁকে।
সাবিনা ইয়াসমিন
তোমার শুভেচ্ছা বার্তায় আমিও অনেক বিমোহিত নাজমুল। কত অল্প সময়ের মধ্যে তুমি আমাদের আপন হয়ে গেছো। ভালো থাকো খুব। শুভ কামনা অফুরান 💐💐
মনির হোসেন মমি
শুভ জন্ম দিন।
শুভ কামনা
মুক্তমনা অ-কবি তার জন্ম দিনে অসংখ্য শুভেচ্ছা।
এর সাথে
তার ইচ্ছের পূরণের হাদিয়া দেয়ার ঘোষনাও আশা করছিলাম।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, আমার ইচ্ছেগুলো কেবল ডানা মেলছে মমি ভাই। পূরণ হতে শুরু করলেই হাদিয়া লেন-দেন চালু করবো ইনশাহ আল্লাহ।
ভালো, থাকুন আর ছোট বোনটার জন্যে বেশি বেশি দোয়া করবেন। 💐💐💐💐
মনির হোসেন মমি
ছোট বোন বলিয়া লজ্জা দিলে হাটের হাড়ি ভাঙ্গমু কিন্তু হুম জেঠাস আপু।জামাই মুই বিক্রমপুইরা কইলাম।
জিসান শা ইকরাম
মনির ভাই, সোনেলার অলংকার তিনি।
খুব অল্প সময়ের মধ্যে তিনি সবাইকে আপন করে নিয়েছেন।
হাদিয়াতো দুরকা বাত, কেক কুকের কথাও কিছু বলছেন না তিনি। খাওয়ানোর একটা প্রতিশ্রুতি তো দিলে পারতেন তিনি।
ধন্যবাদ ভাই।
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগে প্রবেশ করেছিলাম আপনার আমন্ত্রনে। দেখতে দেখতে বর্ষপূর্তির সময় হয়ে গেলো!! সোনেলা আমায় অনেক অনেক দিয়েছে। এখানে আমি আমাকে পেয়েছি। সম্মান, আদর, স্নেহ, ভালোবাসা, সহযোগিতা। বিনিময়ে কিছুই দিতে পারিনি। সহ ব্লগারদের প্রাণঢালা উষ্ণ ভালোবাসায় আমি বাকরুদ্ধ।
জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট দিয়ে সোনেলার প্রতি আমার ভালোবাসার স্বীকৃতি দিলেন। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। 🌹🌹💐💐
জিসান শা ইকরাম
আপনি সোনেলাকে যতটা আপন করে নিয়েছেন, তুলনায় এই পোস্ট নিতান্তই সামান্য। আপনার প্রাপ্যতা অনেক বেশি। আপনার সোনেলায় আসার আগের একবছর আর পরের একবছর একনজরে দেখলেই আপনার ভুমিকাটা স্পস্ট হয়ে যাবে। প্রায় থেমে যাওয়া সোনেলাকে আপনি জাগিয়ে তুলেছেন নিজ হাতে, নতুন ব্লগার এনেছেন অনেক, তাদেরকে লেখার জন্য তাগিদ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন লেখায়, সবার মন্তব্যের ধরনে আমুল পরিবর্তন এসেছে আপনার কারনেই।
বৈরী পরিস্থিতিতে সোনেলাকে গভীর মমতায় আকড়ে রেখেছেন নিজ হাতে শক্ত করে। সোনেলা কৃতজ্ঞ আপনার প্রতি।
সহ ব্লগারদের কাছ হতে প্রাপ্ত সম্মান শ্রদ্ধা আপনার অর্জন, এর প্রাপ্য আপনি।
আপনাকেও অনেক ধন্যবাদ সোনেলা এবং এর ব্লগারদের আপন করে নেয়ার জন্য।
অনেক শুভকামনা আপনার জন্য।
মোঃ মজিবর রহমান
দেরিতে শুভেচ্ছা জন্মদিনের , দেরি হলেই অন্তরের মাঝ থেকেই দিলেম শুভেচ্ছা বার্তা। একজন স্বারথক লেখক হবে নিশ্চিত প্রতিটি লেখায় তা বলে।
যে লিখতে পারে সে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন মতে প্রকাশে পারদর্শী তা সে অ কবিতা হোক আর ঝাল মুড়ি মোড়ক বানাতেই হোক।
শেষ করলাম জন্ম দিন আসু শত শত বার। জন্মদিনের শুভেচ্ছা অবিরত।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ মজিবর ভাইজান। ভালো থাকবেন সারাক্ষন, শুভ কামনা 💐💐
জিসান শা ইকরাম
তিনি লিখতে পারেন প্রচুর, প্রচুর পড়াশুনার কারনে লেখার জন্য তেমন একটা ভাবতে হয়না তাঁকে।
এমন মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
ভাইজান মেইন খেলা ব্রেনে। যাক আল্লাহ তাঁকে ভাল সৃষ্টিশীল সাহিত্যিক হওয়ার যোগ্যতা দিক। আমিন।
জিসান শা ইকরাম
আসলেই ভাই, মেইন খেলা ব্রেইনে। তার ব্রেইন ভালো, এরপর প্রচুর বই পড়েন উনি। যা তাঁর ব্রেইনকে আরো শার্প করেছে। এর ফলাফল দেখছি আমরা তার লেখনিতে।
আল্লাহ তাকে ভালো রাখুক।
মোঃ মজিবর রহমান
আমার এক ফ্রেন্ড প্রচুর বই পড়ত উত্তর শুন্য কারণ হেড অফিস ম্যেমরি কার্ড রিসিপ করত না।
মাসুদ চয়ন
প্রথমেই ধন্যবাদ জানাই জিসান ভাইকে।আপনার এই আর্টিকেল পড়ে একজন প্রকৃত সাহিত্য প্রেমিক স্বচ্ছ মানুষের পরিচয় জানতে পারলাম।কারণ,সোনেলা ব্লগে আমিও নতুন।অনেকের সম্পর্কে সেভাবে পরিচিত হতে পারিনি জানতে পারিনি।তবে লেখার বিষয়বস্তু পড়ে বুঝতে সক্ষম হচ্ছি প্রতিনিয়ত।সাবিনা আপুর জন্য জন্মদিনের শুভেচ্ছা।সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন।আপনার এই নিমগ্ন সাহিত্য চর্চার পরিধি আলোক আভায় উজ্জ্বল হয়ে উঠুক।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ চয়ন। শুভ কামনা রইলো 💐💐
জিসান শা ইকরাম
তিনি তার লেখা এবং সহ ব্লগারদের লেখায় মন্তব্যের মাধ্যমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা তাঁকে।
তৌহিদ
সোনেলায় সাবিনা আপুকে নিয়ে এইরকম পোষ্ট আয়নায় আশা করেছিলাম। তেনাকে নিয়ে উপরে সবাই যা বলার বলেছেন। আমার একটাই কথা সোনেলার চড়াই উতরাই এ সবসময় সাবিনা আপু পাশে ছিলেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।
আর ব্লগিং নিয়ে তার কাছে থেখে অনেক কিছু শেখার আছে আমাদের সবার। শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
আয়না আবার চালু হলে তিনি আসবেন আয়নায় এ আমাদের আশা।
তিনি সোনেলার স্বজন, নিজস্ব মমতায় আগলে রেখেছেন সোনেলাকে।
ধন্যবাদ এমন মন্তব্যের জন্য।
শুভেচ্ছা তাঁকে।
শিপু ভাই
শুভ জন্মদিন সাবিনা ইয়াসমিন।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
আপনার সৃজনশীল লেখনীতে সমৃদ্ধ হোক বাংলা ব্লগস্ফিয়ার, বাংলা সাহিত্য।
জিসান শা ইকরাম
তিনি আমাদের সোনেলার স্বজন,
সোনেলায় আসার পর থেকেই তিনি সোনেলাকে আপন মমতায় রেখেছেন।
তাঁর লেখনী দিয়ে সোনেলাকে সমৃদ্ধ করছেন প্রতিনিয়ত।
ধন্যবাদ মামা,
শুভেচ্ছা তাকে।