লালটুক লালটুক সেলাই দিদিমনি…

সোনেলা রোদ্দুর ২৫ এপ্রিল ২০১৩, বৃহস্পতিবার, ১০:৩৯:৪৩পূর্বাহ্ন বিবিধ, সমসাময়িক ১৬ মন্তব্য

দিদিমণি দিদিমনি সেলাই দিদিমনি
এই শহরে তোমার পাশে আমিও যে থাকি
দিদিমনি নিও তুমি আমার ভালবাসা
তোমার চোখে দেখি আমি রঙ্গিন দিনের আশা।

আরে উদয়াস্ত খাটো তুমি, ছড়াও দেহের ঘাম
মহাজনে দেয় কি তোমার ঘামের সঠিক দাম?
কখনো তুমি শিল্পী আর কখনও তুমি নারী
কখনও তুমি প্রেমিকা আর কখনও প্রতিবাদী

আরে চলতে পথে তোমার সাথে যখনই হয় দেখা
ইচ্ছে করে শুধাই তোমার মনের দুটি কথা
আহ্লাদী আর ছলছল কাঁজল দু’টি আঁখি
কেউ কি তোমায় কথা দিয়ে কথা রাখেনি?

কিভাবে লিখবো দিদিমণিদের এই মৃত্যুর কথা ? নিজেদের শরীর নিংড়ানো ঘাম দিয়ে তৈরী করছে আমাদের সুখের প্রসাদ। দেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা উপার্জনের কর্মী এই দিদিমনিরা। অথচ সবচেয়ে অবহেলিত । ভবন ধ্বস , আগুন ইত্যাদিতে নিভে যাচ্ছে এদের জীবন প্রদীপ ।

জীবনের হাতছানি , আবার প্রস্তুত হবে দিদি মনি মৃত্যুকে বরন করে নেয়ার জন্য।

এ আহাজারি এ কান্না আজ সমগ্র দেশের

১৫৪২জন ১৫৪০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ