দিদিমণি দিদিমনি সেলাই দিদিমনি
এই শহরে তোমার পাশে আমিও যে থাকি
দিদিমনি নিও তুমি আমার ভালবাসা
তোমার চোখে দেখি আমি রঙ্গিন দিনের আশা।
আরে উদয়াস্ত খাটো তুমি, ছড়াও দেহের ঘাম
মহাজনে দেয় কি তোমার ঘামের সঠিক দাম?
কখনো তুমি শিল্পী আর কখনও তুমি নারী
কখনও তুমি প্রেমিকা আর কখনও প্রতিবাদী
আরে চলতে পথে তোমার সাথে যখনই হয় দেখা
ইচ্ছে করে শুধাই তোমার মনের দুটি কথা
আহ্লাদী আর ছলছল কাঁজল দু’টি আঁখি
কেউ কি তোমায় কথা দিয়ে কথা রাখেনি?
কিভাবে লিখবো দিদিমণিদের এই মৃত্যুর কথা ? নিজেদের শরীর নিংড়ানো ঘাম দিয়ে তৈরী করছে আমাদের সুখের প্রসাদ। দেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা উপার্জনের কর্মী এই দিদিমনিরা। অথচ সবচেয়ে অবহেলিত । ভবন ধ্বস , আগুন ইত্যাদিতে নিভে যাচ্ছে এদের জীবন প্রদীপ ।
জীবনের হাতছানি , আবার প্রস্তুত হবে দিদি মনি মৃত্যুকে বরন করে নেয়ার জন্য।
এ আহাজারি এ কান্না আজ সমগ্র দেশের
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অনুভুতি প্রকাশে ব্যর্থ শব্দহীন হৃদয় ।
লীলাবতী
সাভার ট্রাজেডি আমাকে অস্থির করে ফেলেছে।
বনলতা সেন
এমন জীবন চলে যাওয়া মেনে নেয়া কষ্টের
লীলাবতী
আসলেই কষ্টের বনলতা ।
শিশির কনা
এদের জীবনের মুল্য নেই যেনো
লীলাবতী
এরা দেশকে শুধু দিয়েই গেল , কিছুই নিতে পারলো না।
প্রজন্ম ৭১
এক স্থানে এত লাশ এর আগে আর দেখিনি। বাকরুদ্ধ আমি ।
লীলাবতী
আমরা সবাই নির্বাক
নীহারিকা
এসব আর দেখতে পারছি না। তবে আশার কথা, এখনো জীবিত অনেককে উদ্ধার করা হচ্ছে।
লীলাবতী
জীবিত আর কাউকে উদ্ধার করা সম্ভব বলে মনে হয়না।
জিসান শা ইকরাম
দেশের এই ভয়াবহ বিপর্যয়কে নিয়েও রাজনীতি শুরু হয়েছে।
ঘৃণা জানাই এইসব রাজনীতিবিদদের ।
লীলাবতী
রাজনীতিবিদদের উপর ঘৃণা ধরে গিয়েছে।
আদিব আদ্নান
অসহনীয় যন্ত্রণার অনুরণন ।
লীলাবতী
তীর বিদ্ধ পাখীর মত লাগছে নিজকে।
জুলিয়াস সিজার
খুব সুন্দর।
জুলিয়াস সিজার
টাচি করে লিখেছেন।