জিসান শা ইকরাম নভেম্বর ২৩, ২০১৩ at ১১:২৭ পূর্বাহ্ন এতটা ঠিক আছে । সুন্দর স্নিগ্ধ কবিতা — অনেক দিন পরে লিখলেন — এতটা বিরতি কি ঠিক ?
বনলতা সেন নভেম্বর ২৩, ২০১৩ at ১১:৩৪ পূর্বাহ্ন না , এতটা বিরতি ঠিক নয় । লিখব আবার ও । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
বনলতা সেন নভেম্বর ২৩, ২০১৩ at ২:৪৫ অপরাহ্ন ভাল লেখকের প্রশংসা শুনতে ভালই লাগে । যদিও তারা একটু বাড়িয়েই বলে । ভাল থাকুন ।
বনলতা সেন নভেম্বর ২৩, ২০১৩ at ২:৪৯ অপরাহ্ন যাপিত জীবনের কঠিন টানাপোড়নের মাঝে এমন অনুভুতি বাঁচিয়ে রাখা সত্যিই কঠিন । শুভেচ্ছা । আপনার লেখা কই ?
তন্দ্রা নভেম্বর ২৩, ২০১৩ at ৪:১১ অপরাহ্ন স্নিগ্ধ সকালে স্নিগ্ধ সহজ সরল কবিতা শীতের মুড়ি মুওয়া খাওয়া সুন্দর দিদি। ভালো লাগল। :c
শিশির কনা নভেম্বর ২৩, ২০১৩ at ৪:৫১ অপরাহ্ন আমার নামটাও আছে দেখছি :p উদাস হয়ে যেতে ইচ্ছে করছে 🙂 সুন্দর হয়েছে কবিতা । এতটা ঠিকনা বুঝলাম , কিন্তু কতটা ঠিক ? 🙂 -{@
বনলতা সেন নভেম্বর ২৪, ২০১৩ at ১১:০৩ পূর্বাহ্ন আরে উদাস হলে একটু বেশি বেশি হন দাঃ সাহেব । প্রশংসা আমিও পছন্দ করি । এতটা নমনীয়তা ঠিক না অন্তত আমার জন্য ।
ছাইরাছ হেলাল নভেম্বর ২৩, ২০১৩ at ৮:৪৫ অপরাহ্ন আপনি এত সহজে লেখেন বিশ্বাস করতে ইচ্ছে করে না । আর একটু বেশি লিখবেন এই আশা করি । রোদ শিশিরের যুগলবন্দী আপনার চোখ এড়াতে পারেনি ।
বনলতা সেন নভেম্বর ২৪, ২০১৩ at ১১:২৬ পূর্বাহ্ন আসলে সহজ কঠিন তা নিয়ে ভাবি না , স্রেফ মনের তাগিদে যখন যা মনে আসে তাই লিখে ফেলি ভুল বা শুদ্ধের বিচারে না গিয়ে । কিছু বিষয় চাইলেও চোখ এড়িয়ে যায় না এখন ও । ধন্যবাদ ।
বনলতা সেন নভেম্বর ২৪, ২০১৩ at ১১:৩৮ পূর্বাহ্ন ইহা কিন্তু কবিতা নয় । শুধুই অভিব্যক্তি প্রকাশের ভূল-ভাল চেষ্টার অপচেষ্টা মাত্র । তবুও পড়ছেন এটি দেখতে ভালই লাগে । অবশ্যই ভাল থাকবেন ।
বনলতা সেন নভেম্বর ২৪, ২০১৩ at ২:২৭ অপরাহ্ন আমিও প্রায় আপনার মতই বলি এতোটা কিন্তু ঠিক না । সুন্দর মন্তব্যের জন্য ‘হাসি’ উপহার ।
আদিব আদ্নান নভেম্বর ২৪, ২০১৩ at ৬:৫০ পূর্বাহ্ন এখন অনেক কম লিখছেন । এই অনুভুতির লেখা আমরা কমই পেয়েছি । অনেক সুন্দর ।
বনলতা সেন নভেম্বর ২৪, ২০১৩ at ২:২৯ অপরাহ্ন ভাবছি কিছু লেখা প্রকাশ করব । এমন করে ভাবলেও লেখা হয়ে ওঠে না । ভাল থাকবেন অলেখা পড়েও ।
হতভাগ্য কবি ডিসেম্বর ৭, ২০১৩ at ৫:৫৫ অপরাহ্ন এই কবিতার পেছনে একটা গল্প আছে। জাতি সেটা শুনতে চায়। (y) (y) \|/ \|/
বনলতা সেন ডিসেম্বর ৭, ২০১৩ at ৮:০৯ অপরাহ্ন অবশ্যই জাতি সেটা জানতে চাইতেই পারে । তবে তার আগে জাতি আপনার গল্পের কথাটিও সবিনয়ে জানতে চায় ।
বনলতা সেন ডিসেম্বর ৭, ২০১৩ at ৮:১৬ অপরাহ্ন ওহ , আর একটি কথা মনে করিয়ে দিতে চাই , আমি যা লিখি তা কিন্তু কবিতা নয় , কবিতা লেখা বেশ কঠিন একটি কাজ ,তা আমি জানি । সেটি আমার দ্বারা হয় না হবেও না ,এ সব জানা সত্ত্বেও স্রেফ অনুভুতি প্রকাশের ব্যর্থ চেষ্টা করি মাত্র ভুল-ভাল করে ।
হতভাগ্য কবি ডিসেম্বর ৭, ২০১৩ at ৯:৪৩ অপরাহ্ন আপনার অনুভুতিগুলোই চোখের ভিতর দিয়ে ঢুকার সময় কবিতায় বদলে যায়, বিষাদ একটা শক্তি রুপান্তর তো হবেই। তাই জাতির মতে এইটা একটা কবিতা। \|/ \|/
২৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
এতটা ঠিক আছে ।
সুন্দর স্নিগ্ধ কবিতা —
অনেক দিন পরে লিখলেন —
এতটা বিরতি কি ঠিক ?
বনলতা সেন
না , এতটা বিরতি ঠিক নয় ।
লিখব আবার ও ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
মর্তুজা হাসান সৈকত
বাহ! বেশ লিখেছেন।
বনলতা সেন
ভাল লেখকের প্রশংসা শুনতে ভালই লাগে ।
যদিও তারা একটু বাড়িয়েই বলে ।
ভাল থাকুন ।
শুন্য শুন্যালয়
সুইট স্নিগ্ধ পোষ্ট … -{@
বনলতা সেন
মিষ্টি মিষ্টি শুভেচ্ছা আপনাকেও ।
খসড়া
এতটা কিন্তু ঠিক না —– —– ঠিক ঠিক অবশ্যই ঠিক।
বনলতা সেন
যাপিত জীবনের কঠিন টানাপোড়নের মাঝে
এমন অনুভুতি বাঁচিয়ে রাখা সত্যিই কঠিন ।
শুভেচ্ছা ।
আপনার লেখা কই ?
তন্দ্রা
স্নিগ্ধ সকালে স্নিগ্ধ সহজ সরল কবিতা
শীতের মুড়ি মুওয়া খাওয়া
সুন্দর দিদি।
ভালো লাগল। :c
বনলতা সেন
আপনাকে ও শীতসকালের শুভেচ্ছা ।
শিশির কনা
আমার নামটাও আছে দেখছি :p উদাস হয়ে যেতে ইচ্ছে করছে 🙂 সুন্দর হয়েছে কবিতা । এতটা ঠিকনা বুঝলাম , কিন্তু কতটা ঠিক ? 🙂 -{@
বনলতা সেন
আরে উদাস হলে একটু বেশি বেশি হন দাঃ সাহেব ।
প্রশংসা আমিও পছন্দ করি ।
এতটা নমনীয়তা ঠিক না অন্তত আমার জন্য ।
নীলকন্ঠ জয়
কবিতায় একমুঠো রোদ্দুরের শুভেচ্ছা। :c
বনলতা সেন
শুভেচ্ছা আপনাকে এক গুচ্ছই ।
ছাইরাছ হেলাল
আপনি এত সহজে লেখেন বিশ্বাস করতে ইচ্ছে করে না ।
আর একটু বেশি লিখবেন এই আশা করি ।
রোদ শিশিরের যুগলবন্দী আপনার চোখ এড়াতে পারেনি ।
বনলতা সেন
আসলে সহজ কঠিন তা নিয়ে ভাবি না ,
স্রেফ মনের তাগিদে যখন যা মনে আসে তাই লিখে ফেলি ভুল বা শুদ্ধের বিচারে না গিয়ে ।
কিছু বিষয় চাইলেও চোখ এড়িয়ে যায় না এখন ও ।
ধন্যবাদ ।
স্বপ্ন
সহজ কথা মালার কবিতায় ভালোলাগা (y)
বনলতা সেন
ইহা কিন্তু কবিতা নয় ।
শুধুই অভিব্যক্তি প্রকাশের ভূল-ভাল চেষ্টার অপচেষ্টা মাত্র ।
তবুও পড়ছেন এটি দেখতে ভালই লাগে ।
অবশ্যই ভাল থাকবেন ।
মিথুন
হুম এতো সুন্দর করে লিখা, এতোটা কিন্তু ঠিক না.
বনলতা সেন
আমিও প্রায় আপনার মতই বলি এতোটা কিন্তু ঠিক না ।
সুন্দর মন্তব্যের জন্য ‘হাসি’ উপহার ।
আদিব আদ্নান
এখন অনেক কম লিখছেন ।
এই অনুভুতির লেখা আমরা কমই পেয়েছি ।
অনেক সুন্দর ।
বনলতা সেন
ভাবছি কিছু লেখা প্রকাশ করব ।
এমন করে ভাবলেও লেখা হয়ে ওঠে না ।
ভাল থাকবেন অলেখা পড়েও ।
হতভাগ্য কবি
এই কবিতার পেছনে একটা গল্প আছে। জাতি সেটা শুনতে চায়। (y) (y) \|/ \|/
বনলতা সেন
অবশ্যই জাতি সেটা জানতে চাইতেই পারে ।
তবে তার আগে জাতি আপনার গল্পের কথাটিও সবিনয়ে জানতে চায় ।
হতভাগ্য কবি
জাতি বলেছে লেডিস ফার্স্ট 😀
বনলতা সেন
ওহ , আর একটি কথা মনে করিয়ে দিতে চাই ,
আমি যা লিখি তা কিন্তু কবিতা নয় , কবিতা লেখা বেশ কঠিন একটি কাজ ,তা আমি জানি । সেটি আমার দ্বারা হয় না হবেও না ,এ সব জানা সত্ত্বেও স্রেফ অনুভুতি প্রকাশের ব্যর্থ চেষ্টা করি মাত্র ভুল-ভাল করে ।
হতভাগ্য কবি
আপনার অনুভুতিগুলোই চোখের ভিতর দিয়ে ঢুকার সময় কবিতায় বদলে যায়, বিষাদ একটা শক্তি রুপান্তর তো হবেই। তাই জাতির মতে এইটা একটা কবিতা। \|/ \|/
আফ্রি আয়েশা
খুব অল্প কথায় চমৎকার অনুভূতির প্রকাশ 🙂