যে চিহ্নগুলো আঘাতের কথা বলে
**********************************
অলৌকিক বৃষ্টিতে ধুয়ে যায় আঘাতের চিহ্নরা।
বেলা কত? রাত রাখা আছে বুঝি হৃদয়ে তোমার?
কোনো এক জলছবি নিশ্চুপ, ঘুমঘুম!
মাঝে মাঝে পাখিদের জীবন বড় ভালো লেগে যায়।
মাঝে মাঝে নদীর কথা বলো খুব বেশি।
মাঝে মাঝে লাল মাটির আঁকাবাঁকা পথে বাঁধা পড়ে যায় হৃদয় তোমার।
উঁচু নিচু ঢিবি, ঢিবির আড়ালে সন্ধ্যাতারার জ্বলে ওঠা, দেখো মাঝে মাঝে।
রাত রাখা হৃদয় ফিরে আসে, ফিরে যায়, ভেঙ্গে পড়ে, উঠে দাঁড়ায়
যে চিহ্নগুলো আঘাতের কথা বলে
তেমন একাধিক চিহ্নের ধুয়ে যাওয়া দেখো অলৌকিক বৃষ্টিতে।
২০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বড়ই মুস্কিলে চিহ্ন ধুয়ে মুঝে কি ক্ষত দূর হই? হতেও পারে একবার পড়েচি আবার পড়ে বুঝে নেবে ক্ষন
তৌহিদ
আঘাতের চিহ্নগুলি ধুয়ে মুছে যাক,ভালোবাসা বাসিতে নিমজ্জিত থাকুক সকল ইচ্ছেরা।
ঈদের শুভেচ্ছা রইলো আপু।
রেহানা বীথি
শুভকামনা ভাই
তৌহিদ
ধন্যবাদ আপু।
শিরিন হক
ঈদ মোবারক আপু। ভালো লিখেছেন।
রেহানা বীথি
ভালো থাকবেন আপনিও
আরজু মুক্তা
আঘাতের চিহ্ন ধুয়ে মুছে গেলেও, কি যেনো একটা রয়ে যায় মনে।
রেহানা বীথি
একদম।
ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
এমন অলৌকিক বৃষ্টি তো চাই-ই।
পাই- ও, এই যেমন পেলাম আপনার লেখায়।
তবুও হৃদয়ের টান-টান ক্ষত গুলো কোথাও একটু থেকেই যায়/ রয়েও যায়, অগোচরে।
রেহানা বীথি
খুশি হলাম খুব
সাবিনা ইয়াসমিন
কিছু চিহ্ন নিশ্চিহ্ন করে দিতে অলৌকিক বৃষ্টিই লাগে। হৃদয়ের রাতেরা যেমন সকাল সূর্য ব্যাতিতই উজ্বলতা ছড়ায়, তেমনি রাতের রাগিণী ফিরে আসে সন্ধার আলো-আধারিতেও।
অন্যরকম এক ভালো লাগায় মন আচ্ছন্ন হলো। খুব চমৎকার লেগেছে কবিতাটি।
ভালো থাকুন, ভালোবাসা ❤❤
রেহানা বীথি
ভালোবাসা সবসময়
ইঞ্জা
এমন করে লিখলে কার না মন ছুঁয়ে যায়?
সাবিনা আপুর মতোই করে বলি, ” কিছু চিহ্ন নিশ্চিহ্ন করতে আলৌকিক বৃষ্টি লাগে”।
রেহানা বীথি
খুব খুশি হলাম ভাইয়া
শামীম চৌধুরী
সব আঘাতের অয়েন্টমেন্ট হিসেবে কাজ করুক ভালোবাসা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
মনির হোসেন মমি
প্রিয়জনের আঘাত বৃষ্টিতেও মুছে না।
ভাল লিখেছেন।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
শাহরিন
আপু আপনার লেখার শিরোনাম গুলো খুবই ভালো লাগে। বৃষ্টি চাই, যে বৃষ্টি আমার মাঝেই নতুন এক আমিকে জন্ম দিবে।
রেহানা বীথি
অনেক খুশি।
ভালোবাসা দিলাম।