– তোমার হাতগুলো ভীষন শীতল !
– প্রেম নেই বলতে চাও ?
– ওটা আবার কখন বললাম ! শিহরন নেই, তাই বললাম।
– ঐ একই কথা ।
তরুর মেজাজ এবার খারাপ হতে শুরু করেছে। তমালটা যেন দিন দিন কেমন হয়ে গেছে। সব কথা নেগেটিভ ভাবে নেয়। শুরু থেকেই লক্ষ্য করেছে, তমাল অন্য আর সব ছেলেদের মতো না। একটু অন্যমনষ্ক, কিছুটা আত্মভোলা। প্রথম প্রথম তরু এগুলো পাত্তা দিত না। ভাবতো পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যতই দিন যাচ্ছে, তমাল নিজেকে পরিবর্তন করাতো দূরের কথা, আরও গুটিয়ে যাচ্ছে। এক টি-শার্ট পড়েই দিনের পর দিন পার করে দেয়। কথা-হাসি সব মাপা-মাপা। এমনকি তরু যদি ঝগড়া করে ,সে এখন আর রাগ করে না। দূরে গিয়ে চুপচাপ পড়ে থাকে। তরুর ভালো লাগেনা।
– তমাল, তোমার কি হয়েছে বলতো ?
– কি হবে ? কিছুই হয়নি। হঠাৎ এমন প্রশ্ন কেন করছো ?
– এমনি। আমার মনে হচ্ছে তুমি অন্যরকম হয়ে গেছো। যে তমালকে আমি ভালোবেসেছিলাম, তুমি সে নও।
– কি বলছো তরু ? আমার মাঝে বা আমার ভালোবাসায় তুমি কোন পরিবর্তন পাচ্ছো ? বলো প্লিজ..
– অনেক চেঞ্জ হয়ে গেছো। তোমার পোশাকে, কথায়, আদরে-আহ্বানে সব কিছুতেই তোমায় অন্যমনষ্ক লাগে। মনে হয় তুমি আমার পাশে থেকেও নেই।
– জানু, এটা তোমার ভুল ধারনা। একজন মানুষ যখন অন্যজনের মাঝে নিজেকে হারিয়ে ফেলে, তখন তার মাঝে নিজের অস্তিত্ব বলে আর কিছু থাকেনা। আমি তোমাতেই বিলিন হয়েছি। তুমি তা বোঝনা ?
– ভালোবাসো এটা বুঝি। ভালোবাসার প্রকাশ কেন করোনা ? অপ্রকাশিত ভালোবাসার অস্তিত্ব থাকেনা, তা জানো না ?
– জানি। প্রকাশটাও খুব করতে ইচ্ছে করে। কিন্তু ভয়ে করিনা।
– ভয় ! কিসের ভয় !!
– মনে নেই ? তুমি বলেছিলে পরিবেশ, পরিস্থিতি যেমনই হোক, কখনো যেন নিজেকে না বদলাই। তোমার প্রতি আমার ভালোবাসা আমায় সর্বদা বদলে দিতে চায় জানু। তাই নিজের আবেগ উপলব্ধি সব শক্ত করে লুকিয়ে রাখি। বদলে গেলে যে তোমায় হারাবো।
– জাদু, আমি তোমায় বদলাতে দিবনা। এখন আবেগ উপলব্ধি বাদ দিয়ে আমায় একটু শক্ত করে বুকের মাঝে ধরে রাখো। ভয় পাচ্ছি, তোমার প্রেমের উষ্ণতায় হয়তো নিজেই বদলে যাবো…
– সমাপ্ত –
৩৬টি মন্তব্য
বন্যা লিপি
প্রথম…….!
স্বকিয়তা হারালে আর থাকে কি?
ভালোবাসায় ভয়টাই চির অ-মলিন।
ভালোবাসার মানুষটা বদলে গেলে বড্ড বুকে বাজে। বেঁচে থাকুক ভালোবাসা আপন স্বকিয়তায়।
ভালোবাসায় ভালো থেকো সবসময়❤❤❤
সাবিনা ইয়াসমিন
প্রথম তোমাকে দেখে খুবই আনন্দিত হলাম বন্যা। এগুলো নাও 🌺🌻🌼🌸💮🌹🍀💐
সাবিনা ইয়াসমিন
স্বকীয়তা হারালে আসলেই আর কিছু থাকেনা। যা দেখে ভালোবাসার উৎপত্তি তাই যদি হারিয়ে যায়, তাহলে ভালোবাসা থাকে কি করে ! ভালোবাসা প্রাপ্তির আনন্দের চেয়ে বদলে যাওয়াটা বেশি কষ্টদায়ক। বদলে যেতে হয় না, বদল অনেক সময়েই ঝড়-বাদলের রুপে আবির্ভূত হয়….
নতুন লেখা দেও, আর কত ব্যাস্ত থাকবে ?
জিসান শা ইকরাম
অনেক সুন্দর একটি ভালোবাসার গল্প পড়লাম। কথোপকথন দিয়ে এমন ধরনের লেখা আমার খুবই পছন্দের হলেও শব্দের স্বল্পতার কারণে আমার আর লেখা হয়না।
কেবল মাত্র কল্পনায় এমন গল্প লেখা অত্যন্ত কঠিন।
এমন গল্প আরো চাই।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ। চেষ্টা করবো আরও লিখতে।
রেহানা বীথি
ভালো লাগলো খুব।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপু। শুভ কামনা ❤❤
তৌহিদ
তমাল আর তরু নাম দুটি কিন্তু দারুন! সে যে ২৭ এপ্রিল প্রথম পর্ব দিলেন আর আজ দ্বিতীয় পর্ব। এতদিন পরে দিলে হবে? তাড়াতাড়ি পরের পর্ব দিন। সুন্দর রোমান্টিক কথোপকথনে ভালোবাসাবাসির এমন লেখা আমার খুব পছন্দের।
ভালবাসারা বেঁচে থাক যুগ যুগান্তর।
সাবিনা ইয়াসমিন
বেঁচে থাকুক ভালোবাসারা। আমি ধারাবাহিক গল্প লিখতে গেলে খেই হারিয়ে ফেলি। দেখা যাক, চেষ্টা করবো আরও লিখতে।
শুভ কামনা রইলো ভাই 🌹🌹
শামীম চৌধুরী
খুব ভালো লাগলো সাবিনা আপু।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান। 🌹🌹
শিরিন হক
Prithibir sobchey ushnotomo onuvutir nam valobasha.lekhata darun hoechey.
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ শিরিন। নতুন কিছু লিখছো না কেন? না লিখলে আমরা পড়বো কি? তোমার লেখায় কমেন্ট লিখবো, তাড়াতাড়ি পোস্ট দাও।
শুভ কামনা ❤❤
অপু রায়হান
তোমার প্রেমের উষ্ণতায় নিজেই বদলে যাবো…
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ। 🌹🌹
সঞ্জয় মালাকার
অনেক সুন্দর একটি ভালোবাসার গল্প পড়ে ভালোই লাগলো খুব
শুভেচ্ছা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা। শুভ কামনা আপনাকেও। 🌹🌹
নাজমুল হুদা
ভালো লাগা রইল । অনুভূতিহীন ভালোবাসা জড়বস্তু।
সাবিনা ইয়াসমিন
ঠিক। অনুভূতি হীন প্রেম কেবল প্রেমের অসম্মান বয়ে আনে।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
তুমি আরও প্রেম দাও।।আমি সাগর হবো।।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ। শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
বদলে যাও, বদলে দেও!!
বদলে বদল হোক
বদল হোক ক্ষণিক থেকে অনন্তে।
টিকে থাকুক নূতনের বদল।
তবুও বদলে দিয়ে বদলে যাও।
সিরিজ চলুক, খেই যেন না হারায়।
সাবিনা ইয়াসমিন
খেই হারিয়ে যায়, খাই-খাই মানুষের ভিরে। ভালো থাকবেন মহারাজ। শুভ কামনা 🌹🌹
রাফি আরাফাত
প্রতিবারের মতো ভালো লাগার শীর্ষে আপি। পরের অপেক্ষায়। বড় একটা মন্তব্য সবার শেষে দিবো
সাবিনা ইয়াসমিন
আচ্ছা দিও। আগে তাহলে আমাকে পরের পর্ব লিখতে হবে !! বিপদে ফেলে দিলে দেখছি 🙁
ভালো থেকো, শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
দিদি
সত্যি’ই অসাধারণ লেখনী।
বেশ ভালো লাগলো।
শুভকামনা…..
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ প্রদীপ। তুমি গল্প লেখা শুরু করছো না কেন? পরেরবার গল্প লিখো।
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
ভয়ের মাঝেই আসল ভাললাগা ভালবাসা।সুন্দর লিখেছেন।
সাবিনা ইয়াসমিন
ভ তে ভালোবাসা,
ভ তেই ভয়। একটার সাথে আরেকটা থাকেই। ভয়কে জয় করা বেশ কঠিন। তাই হয়তো ভালোবাসা ভয়কে মেনে নেয়।
মমি ভাই, লেখা নিয়ে আসুন তাড়াতাড়ি। পড়ালেখা সব ভুলে যাচ্ছি। ☹
আসিফ ইকবাল
বাহ! ভালবাসায় বিলীন! স্বকীয় অস্তিত্ব পর্যন্ত নেই। কিছুটা আধ্যাত্মিক পর্যায়ে চলে গেছে। তবে শেষটুকু বড্ড মধুর, বড় উষ্ণতায় ভরপুর। আসলে ভালবাসা নিজেই একটা প্রচন্ড রকম বদল। পরিবর্তন। তাই, ভালবাসলে মানুষ বদলায়।
সাবিনা ইয়াসমিন
প্রেম-ভালোবাসা ব্যাপারটাই আমার কাছে অলৌকিক মনে হয়। আর যেখানে অলৌকিকতা থাকবে সেখানে আধ্যাত্মিক উপকরন কিছুতো আসবেই।
মধুমাসে ভালোবাসার গল্পে একটু মধু মিশিয়ে দিলাম। 😜
হ্যা, ভালোবাসলে মানুষ বদলে যায়। চাওয়া-পাওয়া, পাওয়া-না পাওয়ার অব্যাক্ত অনুভবে জড়িয়ে থাকার মাঝে খুঁজে নেয় ভালোবাসার নাগরদোলা।
শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
সাবিনা, মধু মাসের মধু! ভাল বলেছ! ভালোবাসার নাগরদোলা 🙂
এই রকম আরও কিছু মধু মিশিয়ে দাও-
🙂
শিরিন হক
পৃথিবীর শ্রেষ্ঠতম অনুভূতির নাম ভালোবাসা। কবে যেনো কার ডায়েরিতে পড়েছি মন নেই। তবে কথাটা আজ মনে পড়লো।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসার অনুভব সব অনুভূতির উর্ধে, আমার কাছে তাই মনে হয়। ভালোবাসা নিও শিরিন, ভালো থেকো। ❤❤
শাহরিন
এটাকে আত্মভোলা ভলে না, স্বার্থপর বা সুইং মুডের লক্ষ্মণ। ব্যাটা মোটেই ভালো লোক না। 🙂
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, সুইং মুডের চিকিৎসা করাতে হবে মনে হয়। দেখা যাক, নেক্সট পর্বে ডাক্তার পাওয়া যায় কিনা। 😀😀
ভালোবাসা ❤❤