এ এক কঠিন জাল, এর থেকে পরিত্রানের উপায় নেই, এর নাম পরীক্ষা … 🙁 লেগেই আছে, লেগেই আছে…
তবু সোনেলা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে…
আমার প্রিয় একটা গান শেয়ার দিলাম, ভালো না লেগে যাবেই না, হুম জোর দিয়েই বলছি…
ছবি গুলো আমার প্রিয় নীহারিকা আপুর জন্য, যার কাছ থেকে অনুপ্রেরনা পেয়েছি সবসময়…
তুমি এমনই জাল পেতেছো সংসারে,
কার বা এমন সাধ্য আছে, এই মায়াজাল ছিড়ে যেতে পারে?
আমার মনের মাঝে বসে যে প্রেম, নিত্য বাজায় বাঁশি
জগত জুড়ে তারেই খুঁজে হলাম পরবাসী,
বন্ধ চোখে রূপ দেখি যার,
দুচোখ মেলে পাইনা খুঁজে তারে…
আমার সুখের ঘরে দিয়ে তালা,
সুখ পিয়াসে ঘুরি,
নিজের সাথে খেলি নিজেই নিঠুর লুকোচুরি,
পূর্ণ চাঁদে দৃষ্টি দিলেই,
গ্রহণ যেনো লাগে বারে বারে…
গানটি শুনতে চাইলে লিঙ্ক এখানে…
৩১টি মন্তব্য
আমীন পরবাসী
আপনাকে এবং নীহারিকা দু’জনকেই প্রানঢালা শুভেচ্ছা রইল।
একটা জিনিস ভাবছি আসলে যে মানুষ এত কেন কিপ্টা।
শুন্য শুন্যালয়
আমারে বলছেন নাকি ভাইয়া 😮
হায় হায় আমি আবার কি করলাম ?
আমীন পরবাসী
মন্তব্যটি আপনার পোষ্টে যেহেতু সেহেতু পুষ্পবাণ টি আপনার দিকেই ছুড়েছি। ফুলের শুভেচ্ছা তো দিলেন শুধু নীহারিকাকে। আমরাও কিন্তু ফুল ভালবাসি। কিপ্টামিতে জং ধরুক। 🙁
শুন্য শুন্যালয়
ফুল তো দিয়েছি নীহারিকা আপুকে, না দেখে কি থাকতে পেরেছেন? জানতাম তো পারবেন না :p
আমীন পরবাসী
দেবীর নাম উত্সর্গকৃত ফুলের দিকে নজর দিয়ে পাপ করতে চাই না তাই আর দেখলাম না আসলে। থাক থাক আর লাগবে না। :@
জিসান শা ইকরাম
ফুলের ছবি গুলো সুন্দর।
গানটি আগে শুনিনি, ভালো লেগেছে খুব।
পরীক্ষাকে গুরুত্ত দিন, সোনেলাকে নয়।
শুন্য শুন্যালয়
আর কতো পরীক্ষা দেবো? ;(
ছাইরাছ হেলাল
এই ছিল আপনার মনে !
অনুপ্রেরণার ভাগ দেখি এক জায়গায় ই ।
দেখি আমাদের দিকেও আসে কীনা ।
সুন্দর ফুলে দেখছি অসংখ্য ভ্রমর !
গানের জাল গানেই থাকুক ।
শুন্য শুন্যালয়
ভারী হিংসুটে কিন্তু আপনারা …
গানের জাল গান থেকে বেড়িয়ে গেছে সে কবেই…
আফ্রি আয়েশা
গান আর ফুলের ছবি দারুণ মিলে গেছে 🙂
সুন্দর পোস্ট
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপুনি … কই থাকো?
বনলতা সেন
পরীক্ষা কে না বলুন
সোনেলাকে হ্যা
এ ভাবেই
চলুক পথচলা ।
শুন্য শুন্যালয়
এই না হলে কথার কথা, এভাবেই চলছে, বনলতা দি তো আছে সাথেই…
সীমান্ত উন্মাদ
ছবি গুলো সুন্দর, গানটাও সুন্দর। শুভকামনা নিরন্তর।
শুন্য শুন্যালয়
আপনাকেও অনেক শুভ কামনা ভাইয়া…
প্রজন্ম ৭১
গানে আর ছবিতে সুন্দর পোস্ট । কিন্তু কিসের পরীক্ষা শুন্য আপু ?
শুন্য শুন্যালয়
একটার পর একটা লেগেই আছে, আপাতত ইংরেজি টেস্ট …
ধন্যবাদ আপনাকে প্রজন্ম ৭১…
খসড়া
ও বাবা আপনার বাগানের ফুল। দারুন।
শুন্য শুন্যালয়
না ভাইয়া, পথের দুধার থেকে তোলা… অনেক ধন্যবাদ … -{@
লীলাবতী
খুব সুন্দর ভাবে গানের মাঝে উপস্থাপন করেছেন ফুলগুলো । নীহারিকা আপুটা আমারও প্রিয় । আপুটাকে নিয়ে পোস্ট দিতেই হয় এবার (3 -{@
শুন্য শুন্যালয়
দিয়ে ফেলুন পোস্ট 🙂 -{@
নীহারিকা
এই যে এসে গেছি। মুগ্ধ, মুগ্ধ, মুগ্ধ আমি। কাল ব্যাস্ততার জন্য এই পোস্ট টা দেখাই হয়নি। গানটা সুবীর নন্দীর গাওয়া না? অনেক ভালো থেকো শুন্য। শুভকামনা 🙂
শুন্য শুন্যালয়
হ্যা আপু, সুবীর নন্দীর গাওয়া… আমার পছন্দের শিল্পী …
আপনার জন্যেও অনেক অনেক শুভকাওম্না…
নীহারিকা
তাড়াতাড়ি লিখে ফেলুন লীলাবতী আপু। দেখি কেমন জ্বালাইলাম সবাইকে 😀
লীলাবতী
লেখা শেষ। শুভ দিনের অপেক্ষা করছি। নীহারিকা আপু 🙂
নীলাঞ্জনা নীলা
এ এক কঠিন জাল, এর থেকে পরিত্রানের উপায় নেই ;;;;;;;;;; অদ্ভুত সুন্দর উপলব্দি । জাল থেকে বের হতে পারছিনা শুন্য । মায়ার জালে আটকে পরেছি ভীষন ভাবে । গানটি আজ কেনো জানি বেশী ভালো লাগলো ।
শুন্য শুন্যালয়
মায়ার জাল বড় ভয়ংকর হয় … তবু এই মায়াতেই সুন্দর পৃথিবী … ভালো থাকুন নিরন্তর।।
মা মাটি দেশ
ছবি তুলতে নাম্বার ওয়ান আপনি বেশ সুন্দর লাগছে ফুলগুলো।গানটির মত যদি আমরা ভাবতাম তাহলে দুনিয়াতে এত এত ভেজাল হত না।তবে সত্য একটাই তা হলো মৃত্যু।নীহারিকা এবং আপনাকে শুভেচ্ছা।
শুন্য শুন্যালয়
হুম আমরা সবাই এখন ভেজাল ভাবনায় ডুবে আছি… আপনাকেও শুভেচ্ছা ভাইয়া…
হতভাগ্য কবি
আহা বেশ 🙂
রাসেল হাসান
ফুল গুলো সুন্দর। গানটাও সুন্দর! 🙂