* আপু আপনার নাম কি ?
&লীলাবতী ভাইয়া
*না আপু আপনার আসল নাম
&আসল নাম ?
*এই যেমন আমার আসল নাম সোহাগ
&ও তাই বলুন ভাইয়া , আমার আসল নাম সোহাগী । সুন্দর না ? 🙂
*হুম খুবই সুন্দর । কিন্তু বিশ্বাস হয়না আপু ।
&কেন ভাইয়া ? 🙁
*সোহাগী কোন আধুনিক নাম নয় ।
&তাহলে ভাইয়া আমার একটা নাম আপনি দিয়ে দিন ।
*আমি কেন দেবো ? আপনার আসল নাম বলতে সমস্যা আছে কোনো ?
&না ভাইয়া সমস্যা নেই , আমি যে সত্যি বলবো তার কোনো নিশ্চয়তা আছে ?
*হুম , তা নেই অবশ্য ।
*আপু আপনি ঢাকার কোথায় থাকেন ? কি করেন ?
&ভাইয়া আমি আমার কথা সব বলে দেই । আপনি যা প্রশ্ন করবেন তার উত্তর আগেই দিয়ে দেই 🙂
আমি লীলাবতী । একটি স্কুলে শিক্ষকতা করি । খুব সাধারন এবং হ্যাপি পরিবার আমাদের । আমার ছোট এক ভাই আছে । সে এবার এসসসিতে A+ পেয়েছে 🙂
* আপনি ঢাকার কোথায় থাকেন ?
& নুরজাহান রোড । ভাইয়া আমি অনেক ভালোনা ? আপনি প্রশ্ন করার আগেই কত কিছু বলে দিয়েছি 🙂
* হ্যা অনেক ভালো আপনি আপু । ধন্যবাদ আগেই সব জানিয়েছেন ।
& ধন্যবাদ ভাইয়া । আপনিও খুব ভালো । আপনার নামটাও সুন্দর ‘ ভালোবাসার কাঙ্গাল’ :p
আচ্ছা ফেইসবুকের ভাইয়া গুলো এতো ভালো কেনো ? 🙂
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এ ভাবেই ফেসবুক বেঁচে আছে , বাঁচিয়ে রাখি ।
ইনবক্স কপি পেষ্ট করে দেন ।
লীলাবতী
এটি ইনবক্সের প্রায় কপি পেষ্ট 🙂 কয়েকজনের মেসেজের মিশ্রন ।
মা মাটি দেশ
আচ্ছা ফেইসবুকের ভাইয়া গুলো এতো ভালো কেনো ? ভাইয়া বলে তাই না নামহীন লীলাবতী বতী। -{@ (y)
লীলাবতী
মনির ভাইয়া , আমি খুব আনন্দিত যে আমার বন্ধুরা সব্বাই ভালো -{@
জিসান শা ইকরাম
ভাইয়ার নাম ‘ ভালোবাসার কাঙ্গাল ’ ? বাহ ! এত দেখছি পুরাই শৈল্পিক নাম 🙂
মজা পাচ্ছেন বলেই সোনেলায় কম দেখি বুঝি ?
লীলাবতী
পুরাই শৈল্পিক নাম :p , এখনো ফেইসবুক বুঝে উঠতে পারছিনা ঠিকভাবে । তেমন মজা না , সব ফরমাল আচরন ফেইসবুকে । এর চেয়ে সোনেলায় মজা পাই বেশী । কিছুটা ব্যাস্ত আমি জিসান ভাই।
শুন্য শুন্যালয়
আমার এক বন্ধু আছে নাম কিসলু, সে যদি আপনাকে নাম জিজ্ঞেস করে কি বলবেন?
তা ভালোই মজা হচ্ছে তাইনা? আমাকে কেউ ইনবক্স করেনা 🙁
লীলাবতী
আমি বলবো কিসওয়ার লায়লা :p , আপনাকে কেউ ইনবক্স করেনা ? 🙁 আজ থেকে আমি করবো মন খারাপ করবেন না আপু ।
মিথুন
আপনি একাউন্ট করেছেন? আমি কিন্তু আজই এড পাঠাবো 🙂
লীলাবতী
পাঠান পাঠান , স্বপ্ন ভাইয়াকেও পাঠাতে বলবেন আপু 😀
খসড়া
ভালরে ভাল, দুনিয়া ভাল, সবাই ভাল।
লীলাবতী
ভালরে ভাল, দুনিয়া ভাল, সবাই ভাল :p (y) (y)
কৃন্তনিকা
মজা পেলাম আসলেই :p :p :p
লীলাবতী
:p :p :p
আগুন রঙের শিমুল
::Overjoy: :Overjoy: :Overjoy:
লুলের রাজ্যে ফেসবুক পদ্যময় :Weary:
লীলাবতী
:Overjoy: :Happy: :Happy-Grin:
ফরহাদ ফিদা হুসেইন
ফেসবুকে পড়েছিলাম। খুব সম্ভাবত মেয়েদের কমন অভিজ্ঞতা।
লীলাবতী
যতই দিন যাচ্ছে ততই অভিজ্ঞতা হচ্ছে ভাইয়া 🙂
সিনথিয়া খোন্দকার
ওহ, আপনি ফেবুতে এসেছেন? এড মেএএএএএএ… আই এম ব্লকড। :p
স্বপ্নচারী
:Delighted: দারুন হয়েছে দিদিভাই …
কৃষ্ণমানব
হা হা হা
মজাই MOGa :p