ভ্রমরা – ১
ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।
যদি বন্ধু যাবার চাও
ঘাড়ের গামছা থুইয়া যাও রে
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে
বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে।
বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে।
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে
অডিও শুনুন বা ডাউনলোড করুন এখানে ক্লিক করে
ইউটিউব লিংক ( ইউটিউবেই গানটি শুনুন গানের আসল আবেগটি পাবেন এখানে )
ভ্রমরা – ২
নিশিতে যাইও ফুলবনে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
জ্বালায়ে চান্দের বাতি
আমি জেগে রব সারা-রাতি গো;
কব কথা শিশিরের সনে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
যদিবা ঘুমায়ে পড়ি-
স্বপনের পথ ধরি গো,
যেও তুমি নীরব চরণে
– রে ভোমরা।
(আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না)।
যেও তুমি নীরব চরণে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
সচীন দেব বর্মন এর কন্ঠে পুরানো গানটির ইউ টিউব লিংক
খালিদ হাসান মিলুর কন্ঠে বর্তমান গানের ইউটিউব লিংক
আমাদের ফোক সংগীত কত সমৃদ্ধ । এসব না খুঁজে আমরা খুজি বিদেশী সংগীত । কত বোকা আমরা ।
আমারও একটা ভ্রমরা আছে :p
এই পোষ্ট সেই দুষ্ট ভ্রমরাটার জন্য ।
১৬টি মন্তব্য
বনলতা সেন
আপনার গান শোনার কান দেখছি মারাত্মক ।
সব শুনব , শুনতেই থাকব ।
নিয়মিত হচ্ছেন দেখে আনন্দ হচ্ছে ।
শিশির কনা
এসব গান শুনছি আপু , রাধারমনও 🙂 শুনার জন্য গান দেবো , দিতেই থাকবো ।
ইচ্ছে থাকলেও পারছিনা নিয়মিত হতে 🙁
শুন্য শুন্যালয়
এলেন তো এলেন, দুস্ট ভ্রোমরা সাথে করে নিয়ে এলেন, এখন তো হুল বাঁচিয়ে চলতে হবে। সুন্দর দুটো গানের জন্য অনেক ধন্যবাদ ভ্রোমরা কে, তার জন্যই শোনা হলো গান দুটো ।
শিশির কনা
হুম , সাবধান আপু , ভ্রমরার হুল থেকে সাবধান । দুষ্টটাকে ধন্যবাদ কেনো ? আমি যে কষ্ট করে পোষ্ট দিলাম , আমাকে কেন দিবেন না আপু ? :Cry:
ছাইরাছ হেলাল
সচীন দেব বর্মন আমার প্রিয় শিল্পী । আপনি তার গান মনে করিয়ে দিয়ে ভালই
করেছেন । অনেক দিন পর আবার শুনলাম ।
আপনাকে ধন্যবাদ দিচ্ছি ।
শিশির কনা
পুরানো শিল্পীদের গানে প্রচুর আবেগ ভাইয়া । এসব গান শুনি আমি , বন্ধুরা ভালোই উপহাস করে । ডোন্ট কেয়ার ।
আদিব আদ্নান
আগে শুনিনি , এখন শুনে ভালই লাগল । সুন্দর সুন্দর গান নিয়মিত দিতে থাকুন ।
শিশির কনা
ধন্যবাদ আপনাকে । দেয়ার চেষ্টা করবো ভাইয়া । পড়াশুনার চাপে অস্থির হয়ে আছি ।
ব্লগার সজীব
আপনি এ যুগের মেয়ে হয়ে পুরাতন গান পছন্দ করেন ? অবাক হলাম বেশ । পোষ্ট ভালো হয়েছে ।
শিশির কনা
রাস্তায় চলতে গিয়ে একদিন একটি সিডির দোকান থেকে রাধারমন এর গান ভেসে আসে । এত ভালো লাগছিলো গানটি যে দোকানে গিয়ে সিডিটা কিনেই ফেললাম । এরপর থেকে এ ধরনের গানে মজে গয়েছি । ধন্যবাদ আপনাকে ।
মা মাটি দেশ
-{@ (y)
শিশির কনা
-{@ -{@
ওয়ালিনা চৌধুরী অভি
উদাস হয়ে গেলাম গান শুনে 🙂
শিশির কনা
উদাস হতেই থাকুন আপু :p
মিথুন
দারুন কিছু গানের জন্য ধন্যবাদ আপু। অনেকদিন পর শুনলাম।
শিশির কনা
ভালো লাগাতে পারার জন্য ধন্য আমি ।