ভ্রমরার গান

শিশির কনা ১ জুলাই ২০১৪, মঙ্গলবার, ০৩:২৯:৫০অপরাহ্ন সঙ্গীত ১৬ মন্তব্য

ভ্রমরা – ১

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।

যদি বন্ধু যাবার চাও
ঘাড়ের গামছা থুইয়া যাও রে
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে

বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে।
বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে।
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে

অডিও শুনুন বা ডাউনলোড করুন এখানে ক্লিক করে

ইউটিউব লিংক  ( ইউটিউবেই গানটি শুনুন গানের আসল আবেগটি পাবেন এখানে )

 

ভ্রমরা – ২

নিশিতে যাইও ফুলবনে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
জ্বালায়ে চান্দের বাতি
আমি জেগে রব সারা-রাতি গো;
কব কথা শিশিরের সনে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।

যদিবা ঘুমায়ে পড়ি-
স্বপনের পথ ধরি গো,
যেও তুমি নীরব চরণে
– রে ভোমরা।
(আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না)।
যেও তুমি নীরব চরণে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।

সচীন দেব বর্মন এর কন্ঠে পুরানো গানটির ইউ টিউব লিংক 

খালিদ হাসান মিলুর কন্ঠে বর্তমান গানের ইউটিউব লিংক

আমাদের ফোক সংগীত কত সমৃদ্ধ । এসব না খুঁজে আমরা খুজি বিদেশী সংগীত । কত বোকা আমরা ।

গান দুটোর
সুরকার এবং  গীতিকারঃ জসীম উদ্দীন ।

আমারও  একটা ভ্রমরা আছে :p
এই পোষ্ট সেই দুষ্ট ভ্রমরাটার জন্য ।

১১৪৬জন ১১৪৫জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ