হ্যা আমি আপনাকেই বলছি,আপনি চলে যাবার সময় আপনার সমস্ত লেখা মুছে দিয়ে গিয়েছেন।বস্তা ভর্তি করে আপনার মূল্যবান লেখা বহন করতে নিশ্চয়ই আপনার কষ্ট হয়েছে,মুখে যতই হাসির রেখা ফুটিয়ে তুলুন না কেন।
আমরা সবাই জানি আপনিঃ
**সমকালীন বঙ্গীয় সাহিত্যাকাশের উদীয়মান নক্ষত্র।আপনার লেখাগুলো সাহিত্য পিয়াসীদের মনে নিগূড় যে ভাবের সৃষ্টি করিয়াছিল তাহা কেবলমাত্র নব্য একবিংশীয় ধারার তত্ত্বীয় দর্শনের সহিত প্রাচীন চন্ডী মঙ্গলীয় রোমান্টিসজমের সামঞ্জস্যপূর্ণতার ব্যাখ্যাই নয়, বর্তমান পেটি বুর্জোয়াদের জলশুন্য অন্ন ভক্ষণের তীব্র ক্ষুধাও প্রকাশ করে…।
** এবং তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে; ঠিক তখনি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পোষ্ট সমুহের মাঝে আমরা খোজ পেয়েছিলাম অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার একটি সম্ভবনা আর বিদেশী বেনিয়াদের কাছে বুদ্ধিবৃত্তিক দাসত্ব গ্রহন করার বিপক্ষে একটি সুক্ষ বার্তা যা আমাদের মনে মুড়ি খাওয়ার বাসনা জাগিয়ে তুলেছিল।
** এবং রবীন্দ্র পরবর্তী যুগ এমনকি শরৎবাবুর প্রয়ানের পর এহেন তাৎপর্যমন্ডিত লেখা আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি।
** এবং আপনার সমস্ত পোষ্ট গুলোই ছিল বান্ধাইয়া রাখার মত পোষ্ট। একটা ফুলের মালা রাখার ইচ্ছে ছিল ফ্রেমের গায়ে।
কিন্তু আপনি আমাদের অত্যন্ত হতাশার মাঝে নিক্ষেপ করে ব্লগ হতে চলে যাবার সময় আপনার লেখা গুলো নিয়ে চলে গেলেন।আপনার লেখা নিয়ে চলে যাবার সময় কি আপনি একবারও ভেবেছেন
* আপনি এই লেখাটি লিখতে কত ঘন্টা সময় ব্যয় করেছেন? আর যে সমস্ত ব্লগার আমরা আপনার লেখাটি পঠন করে মন্তব্য করেছি,আমাদের ব্লগারগন সম্মিলিত ভাবে কত ঘন্টা সময় ব্যয় করেছি আপনার পোষ্ট সমুহে?
* দিনে ঘন্টার পর ঘন্টা আপনার লেখার পিছনে ব্যয় করেছি,আমাদের আন্তরিকতা, আমাদের আবেগ পুর্ন মন্তব্য আছে আপনার ওই পোষ্ট সমুহে,আপনার কি কোন অধীকার আছে আমাদের মন্তব্য নিয়ে চলে যাবার?
আপনি আপনার লেখা নিয়ে চলে যান সমস্যা নেই,আমাদের আবেগ,সময়,মন্তব্য ফিরিয়ে দিয়ে যান। আমাদের মন্তব্য আবেগ আন্তরিকতা আপনার কোন সম্পত্তি নয়,এটি একান্তই আমাদের।
কিভাবে এটি করবেন? পোষ্ট সংশোধন করে আপনার লেখা মুছে দিয়ে আবার প্রকাশ করুন লেখা।আপনার লেখা আপনার কাছে থাক।আমাদের মন্তব্য আবেগ ভালবাসা আমাদের কাছে।
কিছু প্রশ্ন এসেই যায়,ব্লগে প্রকাশিত হবার পরে একটি পোষ্ট লেখক মুছে দিতে পারেন কিনা?যদি প্রকাশিত লেখার উপর ব্লগের এবং পাঠকের কোন অধীকার থাকে,তবে মুছে ফেলা লেখা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি ব্লগ মডারেটদের কাছে।
লেখার বেশ কিছু অংশ নেয়া হয়েছে ব্লগার সজীবের এই পোষ্ট হতে
৪০টি মন্তব্য
শিশির কনা
কোন ব্লগার ইচ্ছে করলেই তাঁর পোষ্ট মুছে ফেলতে পারেননা।লেখা প্রকাশ হবার পরে তিনি এর লেখক থাকেন বটে কিন্তু প্রকাশিত লেখার উপর পূর্ন অধিকার থাকে প্রকাশকের এবং পাঠকের।এখানে প্রকাশক বলা যায় ব্লগ সাইটকে,পাঠক আমরা।একটি বই প্রকাশিত হবার পরে সে বই যদি পাঠকেরা ক্রয় করে বাসায় নিয়ে যান,তখন লেখক নিশ্চয়ই বাসায় বাসায় গিয়ে বই ফিরিয়ে নিয়ে আসেননা।
”আপনি আপনার লেখা নিয়ে চলে যান সমস্যা নেই,আমাদের আবেগ,সময়,মন্তব্য ফিরিয়ে দিয়ে যান। আমাদের মন্তব্য আবেগ আন্তরিকতা আপনার কোন সম্পত্তি নয়,এটি একান্তই আমাদের।”
লীলাবতী
আমাদের মন্তব্য নিশ্চয়ই তিনি লেখেন নি,মন্তব্যের উপর দাবী থাকবে তাঁর মরনের পরেও।
ছাইরাছ হেলাল
কে আবার কোথায় চলে গেল!!!
আসা ও যাওয়ার নাম ই জীবন।
লীলাবতী
কত মানুষ চলে যায়।আসা ও যাওয়ার নাম ই জীবন।কিন্তু যাবার সময় আমাদের মন্তব্য নিয়ে যাবে কেন?
মেহেরী তাজ
যে যেতে চায় তাকে ধরে রাখার আমরা কে?
কিন্তু আমার প্রায় ২৫ / ৩০ টার মত মন্তব্য আমি গুনে গুনে ফেরত চাই ঈ চাই।
লীলাবতী
আমি চাই আমার সব মন্তব্য ফেরত।
মেহেরী তাজ
আছে কি এমন কোন উপায়…..?
লীলাবতী
উপায় আছে।পোষ্টে কিছু লেখা থাকবেনা,এই অবস্থায় প্রকাশ করে দিলেই হয় আবার।
মারজানা ফেরদৌস রুবা
যতো যাই হোক, কোন ব্লগার যদি চলে যেতে চান তো যাবেন, কিন্তু যাওয়ার সময় প্রকাশিত সকল লেখা মুছে দিয়ে চলে যাবেন; তা নিতান্তই বাড়াবাড়ি। বলা যায়, অনেকটা হীনমন্যতা। এটি নৈতিকতা বিরুদ্ধ কাজও বটে।
এমন নিন্দনীয় কাজ কারোরই করা উচিৎ নয়।
লীলাবতী
‘যাওয়ার সময় প্রকাশিত সকল লেখা মুছে দিয়ে চলে যাবেন; তা নিতান্তই বাড়াবাড়ি। বলা যায়, অনেকটা হীনমন্যতা। এটি নৈতিকতা বিরুদ্ধ কাজও বটে।
এমন নিন্দনীয় কাজ কারোরই করা উচিৎ নয়।’– আমার মনের কথাটি বললেন আপু।
নীতেশ বড়ুয়া
যিনি লেখা নিয়ে চলে গিয়েছেন তিনি নিশ্চিতভাবে সুস্থ নন। কারণ একটাই-নিজের লেখার সাথে পাঠকের মন্তব্য চুরি করেছেন।
হ্যাঁ, তিনি চোর নিজের লেখায় অন্যের মন্তব্য নিয়ে চলে যাওয়ায়।
এমন চোরের নাম জানতে চাই এবং এমন চোরের ইতিবৃত্ত জানাবেন আশা করছি যাতে অন্য কোথাও দেখা হলে বলতে পারি ‘এই চোর, আমার মন্তব্য, আমার অনুভূতি ফেরত দে’
লীলাবতী
যিনি লেখা নিয়ে চলে গিয়েছেন তিনি নিশ্চিতভাবে সুস্থ নন,একমত ভাইয়া।অনেকেই এমন ভাবে চলে যান।
নীতেশ বড়ুয়া
নাম প্রকাশ করুন এই মন্তব্য চোরের…
লীলাবতী
যারা চলে গিয়েছেন,তারা ভাল থাকুক।
সঞ্জয় কুমার
জাতী আজ মন্তব্য চোরকে চিনতে চায় । আমরা কি এমন ব্লগার চেয়েছিলাম !?
লীলাবতী
অনেকেই এভাবে চলে যান,কিন্তু পোষ্ট মুছে দিয়ে চলে যাওয়া উচিৎ নয়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর পোষ্ট।যে চলে যাবে তাতে বাধা নেই তবে আমার মনে হয় না কেউ এভাবে চলে গিয়ে পোষ্টগুলো মুছে দিয়ে সে শান্তি পাবে।
লীলাবতী
কারো মনের মাঝে এমন ইচ্ছে থাকলে,তার ইনফোতে লিখে দিলেই হয়।আমরা তার লেখা পড়বোনা তাহলে।
নুসরাত মৌরিন
মন্তব্য করা কিন্তু সহজ কাজ না।কত ভেবে চিন্তে কত কী লিখি আমরা।অনেক সময় লেখার চেয়ে মন্তব্য পড়তে বেশি মজা লাগে।কিন্তু কেউ যদি যাওয়ার সময় এমন করে ঘর খালি করে চলে যায়,তাহলে তো মহাবিপদ।যাবেন ভাল কথা,মন্তব্য গুলা তো রেখে যাবেন,নাকি!!!??
লীলাবতী
একজনের একটি লেখা সম্পুর্ন পড়ে বুঝে এরপর এক,দুই,তিন লাইনে মন্তব্য করি আমরা।লেখা বুঝতে না পারলে বারবার প্রশ্ন করি,আমাদের এসবের কি কোন মুল্য নেই?
নুসরাত মৌরিন
সেটাই তো কত মাথার ঘাম পায়ে ফেলে এক একটা মন্তব্য করি আমরা। :p
লীলাবতী
আমাদের মন্তব্য কেন নিয়ে যাবে চলে যাবার সময়? 🙂
খেয়ালী মেয়ে
কেউ যদি চলে যেতে চায়, ভাল কথা, চলে যাক–
নিজের পোস্ট মুছে দিতে চায়, সেটাও ভাল কথা, মুছে দিক–
কিন্তু যাওয়ার সময় সাথে করে অন্য ব্লগারদের মন্তব্য নিয়ে যাবেন এটাতো ভালো কথা না……..
ভালো কথা ছবিটা কিন্তু দারুন হইছে……
লীলাবতী
খুব খারাপ লাগে এমন দেখলে।ছবি ভাল বলায় ধন্যবাদ পরী আপু 🙂
জিসান শা ইকরাম
পোষ্ট মুছে দিয়ে চলে যাওয়া খুবই খারাপ।
রাগ করে বা অভিমান করে এমন অনেকেই করেন
এটি আমি ঘৃনা করি
যারা এসব করেন,তাদের উচিৎ তাঁদের লেখায় মন্তব্য না নেয়া।
মন্তব্য নিয়ে যাওয়া অর্থ সে সব ব্লগার আমাদের আবেগ,সময়,মন্তব্য চুরি করে নিয়ে গেছেন।
পোষ্ট শুন্য করে আবার সব পোষ্ট গুলো ফিরিয়ে আনলেই মন্তব্য ফিরে পাওয়া যাবে।
নীতেশ বড়ুয়া
এই মন্তব্য আত্মসাৎকারীর নাম কি?
লীলাবতী
নাম প্রকাশ করা উচিৎ না।তবে ব্লগে এমন করেন অনেকেই।
নীতেশ বড়ুয়া
অবশ্যই প্রকাশ করা উচিত। কারণ ব্লগ মানে তো এমন কিছু নয় যে ব্লগ থেকে চলে গেলেই তার অস্তিত্ব দুনিয়া হতে মুছে যাবে। এই রকম মানসিকতার লোকেরা অন্যখানেও থাকে। এদের চিনে নেওয়াটাই উচিত…
লীলাবতী
পোষ্ট ফিরিয়ে আনা যায়না জিসান ভাই?
সঞ্জয় কুমার
ওনার পুশি চাই
মামুন
কিন্তু আপনি আমাদের অত্যন্ত হতাশার মাঝে নিক্ষেপ করে ব্লগ হতে চলে যাবার সময় আপনার লেখা গুলো নিয়ে চলে গেলেন।আপনার লেখা নিয়ে চলে যাবার সময় কি আপনি একবারও ভেবেছেন
* আপনি এই লেখাটি লিখতে কত ঘন্টা সময় ব্যয় করেছেন? আর যে সমস্ত ব্লগার আমরা আপনার লেখাটি পঠন করে মন্তব্য করেছি,আমাদের ব্লগারগন সম্মিলিত ভাবে কত ঘন্টা সময় ব্যয় করেছি আপনার পোষ্ট সমুহে?
* দিনে ঘন্টার পর ঘন্টা আপনার লেখার পিছনে ব্যয় করেছি,আমাদের আন্তরিকতা, আমাদের আবেগ পুর্ন মন্তব্য আছে আপনার ওই পোষ্ট সমুহে,আপনার কি কোন অধীকার আছে আমাদের মন্তব্য নিয়ে চলে যাবার?
আপনি আপনার লেখা নিয়ে চলে যান সমস্যা নেই,আমাদের আবেগ,সময়,মন্তব্য ফিরিয়ে দিয়ে যান। আমাদের মন্তব্য আবেগ আন্তরিকতা আপনার কোন সম্পত্তি নয়,এটি একান্তই আমাদের।…। এরকম মানসিকতা থেকে মুক্ত না হলে কিভাবে একজন লেখক হলেন!!
চলে যাওয়া নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্লগে প্রকাশিত পোষ্ট সকল পাঠকের। লিখাই তো হয় পাঠকদের জন্য। কখনো চলে যেতে হলেও এমন হীন কাজ করবো না ইনশা আল্লাহ।
লীলাবতী
ধন্যবাদ মামুন ভাইয়া।এমন চিন্তাকে সাধুবাদ।
শুন্য শুন্যালয়
কাল একটা দারুন মুভি দেখলাম, ১৫ পার্ক এভিনিউ। সিজোফ্রেনিক মেয়ে তার বোনকে বলছে, আমার ব্যাংক থেকে কে যেন সব টাকা সরিয়ে নিচ্ছে, এটি আসলে কল্পনা। বোন বিরক্ত হওয়ায় তাকে মেয়েটি বললো, ধরো যদি এমন হয় তুমি এখন জানতে পারলে তোমার ব্যাংক থেকে সব টাকা কেউ নিয়ে গেছে, তোমার কাছে আর টাকা নেই তখন তোমার কেমন লাগবে?
অংশটুকু এজন্য বললাম, যদি ঘুম থেকে উঠে দেখি সোনেলা ব্লগ নেই। কোনকিছু কপি করার সুযোগও আপনি পাননি, আপনার কেমন লাগবে? আমাদেরও এমন লাগে, যখন হুট করে খুঁজতে গিয়ে দেখি কেউ তার সব পোস্ট মুছে দিয়েছে, আমাদের মন্তব্যও সব হারিয়ে গেছে। কাউকে পরিবর্তন করা সম্ভব নয়, যে যেমন সে করবেই। হারিয়ে যেতে দিন, আর কিছু বলার নেই।
লীলাবতী
খুব কষ্ট লাগে আপু।দিনের পর দিন একজনের লেখা পড়ি,পড়ে মন্তব্য করি।হঠাৎ দেখি পোষ্ট নেই।এতে অন্যের লেখায় মন্তব্য করার উৎসাহ হারিয়ে ফেলেছি।
বন্দনা কবীর
এমন ভাবে পোষ্ট মুছে চলে যাওয়া উচিৎ না।
লীলাবতী
এমন ভাবে পোষ্ট মুছে চলে যাওয়া উচিৎ না (y)
ব্লগার সজীব
যারা চলে যাবার সময় পোষ্ট মুছে দিয়ে চলে যায়,এরা স্বার্থপর।অন্যের জন্য কিছু করার মত মানসিকতা এদের নেই।এদের প্রফাইলে লিখে রাখা উচিৎ ‘আমি আমার লেখা মুছে দিতে পারি,অতএব মন্তব্য করবেন না।’ অথবা এরা মন্তব্য করার অপশন বন্ধ করে দিলেই পারেন।
লীলাবতী
নতুন কোন ব্লগারকে এখন আর মন্তব্য দিতে ইচ্ছে করেনা।
শাহানা আফরিন স্বর্ণা
কিন্তু কে চলে গেলেন ?
লীলাবতী
অনেকেই চলে যান এভাবে,বা পোষ্ট মুছে ফেলেন।