full_1549731933_139320085511z

হ্যা আমি আপনাকেই বলছি,আপনি চলে যাবার সময় আপনার সমস্ত লেখা মুছে দিয়ে গিয়েছেন।বস্তা ভর্তি করে আপনার মূল্যবান লেখা বহন করতে নিশ্চয়ই আপনার কষ্ট হয়েছে,মুখে যতই হাসির রেখা ফুটিয়ে তুলুন না কেন।
আমরা সবাই জানি আপনিঃ
**সমকালীন বঙ্গীয় সাহিত্যাকাশের উদীয়মান নক্ষত্র।আপনার লেখাগুলো  সাহিত্য পিয়াসীদের মনে নিগূড় যে ভাবের সৃষ্টি করিয়াছিল তাহা কেবলমাত্র নব্য একবিংশীয় ধারার তত্ত্বীয় দর্শনের সহিত প্রাচীন চন্ডী মঙ্গলীয় রোমান্টিসজমের সামঞ্জস্যপূর্ণতার ব্যাখ্যাই নয়, বর্তমান পেটি বুর্জোয়াদের জলশুন্য অন্ন ভক্ষণের তীব্র ক্ষুধাও প্রকাশ করে…।

** এবং তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে; ঠিক তখনি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পোষ্ট সমুহের মাঝে আমরা খোজ পেয়েছিলাম অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার একটি সম্ভবনা আর বিদেশী বেনিয়াদের কাছে বুদ্ধিবৃত্তিক দাসত্ব গ্রহন করার বিপক্ষে একটি সুক্ষ বার্তা যা আমাদের মনে মুড়ি খাওয়ার বাসনা জাগিয়ে তুলেছিল।

** এবং রবীন্দ্র পরবর্তী যুগ এমনকি  শরৎবাবুর প্রয়ানের পর এহেন তাৎপর্যমন্ডিত লেখা আজ পর্যন্ত  আমাদের চোখে পড়েনি।

** এবং আপনার সমস্ত পোষ্ট গুলোই ছিল বান্ধাইয়া রাখার মত পোষ্ট। একটা ফুলের মালা  রাখার ইচ্ছে ছিল ফ্রেমের গায়ে।

কিন্তু আপনি আমাদের অত্যন্ত হতাশার মাঝে নিক্ষেপ করে ব্লগ হতে চলে যাবার সময় আপনার লেখা গুলো নিয়ে চলে গেলেন।আপনার লেখা নিয়ে চলে যাবার সময় কি আপনি একবারও ভেবেছেন
* আপনি এই লেখাটি লিখতে কত ঘন্টা সময় ব্যয় করেছেন? আর যে সমস্ত ব্লগার আমরা আপনার লেখাটি পঠন করে মন্তব্য করেছি,আমাদের ব্লগারগন সম্মিলিত ভাবে কত ঘন্টা সময় ব্যয় করেছি আপনার পোষ্ট সমুহে?
* দিনে ঘন্টার পর ঘন্টা আপনার লেখার পিছনে ব্যয় করেছি,আমাদের আন্তরিকতা, আমাদের আবেগ পুর্ন মন্তব্য আছে আপনার ওই পোষ্ট সমুহে,আপনার কি কোন অধীকার আছে আমাদের মন্তব্য নিয়ে চলে যাবার?

আপনি আপনার লেখা নিয়ে চলে যান সমস্যা নেই,আমাদের আবেগ,সময়,মন্তব্য ফিরিয়ে দিয়ে যান। আমাদের মন্তব্য আবেগ আন্তরিকতা আপনার কোন সম্পত্তি নয়,এটি একান্তই আমাদের।

কিভাবে এটি করবেন? পোষ্ট সংশোধন করে আপনার লেখা মুছে দিয়ে আবার প্রকাশ করুন লেখা।আপনার লেখা আপনার কাছে থাক।আমাদের মন্তব্য আবেগ ভালবাসা আমাদের কাছে।

কিছু প্রশ্ন এসেই যায়,ব্লগে প্রকাশিত হবার পরে একটি পোষ্ট লেখক মুছে দিতে পারেন কিনা?যদি প্রকাশিত লেখার উপর ব্লগের এবং পাঠকের কোন অধীকার থাকে,তবে মুছে ফেলা লেখা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি ব্লগ মডারেটদের কাছে।

লেখার বেশ কিছু অংশ নেয়া হয়েছে ব্লগার সজীবের এই পোষ্ট হতে

 

৫৫৪জন ৫৫৪জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ