মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে নৃশংস ভাবে খুন করা হয়েছে।তিনি কোন ধর্ম বিশ্বাস করতেন না।ধর্মে অবিশ্বাসী একজন মানুষকে নির্মম ভাবে খুন করতে হবে এমন বিধান কোন ধর্মে  আছে বলে আমি বিশ্বাস করিনা। আমি এই জঘন্য হত্যার তীব্র নিন্দা জানাই।

অভিজিৎ রায়, যে মুখটি আর হাসবে না,যার কলমে আর লেখা আসবে না

 

 মানবতার মৃত্যুঃ
জিসান ভাইর ফেইসবুক পোষ্ট থেকেঃ

গতরাতে তিনি এই লেখাটি দিয়েছিলেন,তার লেখাটি সত্যি প্রমাণ করে আজ সকালে ফেইসবুকেই ফটো পাবার পরে ফটো যুক্ত করেছেন পোষ্টে। কি আছে ফটোতে?রক্ত মাখা অভিজিৎ রায়ের স্ত্রী একা তোলার চেষ্টা করছেন স্বামীর রক্তাত্ত দেহ,ডাকছেন মানুষদের হাত উচু করে। কিছু মানুষ দেখছে এসব,কেউ এগিয়ে আসছে না।মানবতা আসলে কোথায়? বেঁচে আছে কি মানবতা?

ব্লগার অভিজিৎ রায়কে যখন কোপানো হচ্ছিল, তার ফটো তুলেছেন তো আপনি? ফটো আপলোড দিবেননা? নাকি কোপানো দৃশ্য দেখে ফেইসবুকে এক আহবান দিয়েছেন- একজনকে কুপিয়ে মেরে ফেলছে সবাই প্রতিরোধে এগিয়ে আসুন ‘। অথবা ‘ একজন মানুষ প্রতিরোধে এগিয়ে এলো না, অথচ কত শত চোখের সামনে ঘটলো ঘটনা ‘।
ফেইসবুকে হুমকি ধামকির কথাই লেখা যায়, বাস্তবে না।
মুক্ত চিন্তার লেখালেখি করে কি লাভ হয়েছে? টিএসসি মুক্ত চিন্তার কোন স্থান নয়, তাই প্রান চলে যায়।

# লেখায় ফটো দিলাম ২৭ ফেব্রুয়ারী সকাল ৯ টায়। অভিজিৎ এর স্ত্রী একা তুলছে অভিজিৎকে,ডাকছে মানুষকে। ফটো তোলা জরুরী ছিল,এমন ফটো তুলতে পারা ভাগ্যের বিষয়। ” — জিসান শা ইকরাম।

৮১০জন ৮১০জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ