বিষক্রিয়া

রেহানা বীথি ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৭:৪০:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

চল খুনেবাতাস মেখে নিই
চিরদিন ফুলেল হাওয়ায় মাতাল হয়েছিস
সে দিন শেষ, এখন বাতাসজুড়ে বিষ।

আয় বিষবাতাস মেখে নিই
নিকোনো উঠোন পাবি কোথায় আর?
সে দিন ফুরিয়েছে, ঘরই এখন ময়লার ভাঁগাড়।

আয় বিষে বিষে করি বিষক্ষয়
স্বপ্ন দেখি, একদিন করবো জয়
ওটাতে নেই কারও হাত, ইচ্ছেমতন যখন তখনই দেখা যায়।

৫২৯জন ৩৯২জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ