চল খুনেবাতাস মেখে নিই
চিরদিন ফুলেল হাওয়ায় মাতাল হয়েছিস
সে দিন শেষ, এখন বাতাসজুড়ে বিষ।
আয় বিষবাতাস মেখে নিই
নিকোনো উঠোন পাবি কোথায় আর?
সে দিন ফুরিয়েছে, ঘরই এখন ময়লার ভাঁগাড়।
আয় বিষে বিষে করি বিষক্ষয়
স্বপ্ন দেখি, একদিন করবো জয়
ওটাতে নেই কারও হাত, ইচ্ছেমতন যখন তখনই দেখা যায়।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসম্ভব সুন্দর একটা কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
রেহানা বীথি
ভালোবাসা দিলাম।
ভালো থাকবেন আপনিও।
ছাইরাছ হেলাল
স্বপ্নেই সম্ভব বিষে বিষ ক্ষয়!
বিবশ হই স্বপ্ন স্বপ্ন বিষে।
রেহানা বীথি
তবুও তো স্বপ্ন আসে।
তৌহিদ
চারিদিকে যে দূষণ, তাতে বিষ দিয়েই বিষক্ষয় করার বিকল্প নেই। সুন্দর একটি পৃথিবী আমাদের কাম্য।
রেহানা বীথি
আগামীর পৃথিবী সুন্দর হোক।
ভালো থাকবেন ভাই।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন দেখতে নেইতো কোনো মানা,
কেবল স্বপ্ন দেখার পথটাই থাকে অজানা..
তবুও আশা থাকে
একদিন সব ঠিক হয়ে যাবে,
বিষের দংশনে, অথবা বিষ-বিষ ক্ষয়ে।
ছোট কবিতায় অনেক ভালোবাসা ❤❤
রেহানা বীথি
ভালোবাসা জানালাম।
শাহরিন
যেটা চাইনি সেটাই করি এখন। মাস্ক পরে বের হই। ভালো থাকতে হবে যে!! সুন্দর কবিতা আপু।
রেহানা বীথি
অনেক ভালোবাসা আপু।
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন। বিষ বিষ আর বিষ। চারিদিকে বিষবাতাসে ভরে গেছে। নিকোনো উঠান আর নেই।
রেহানা বীথি
অনেক ভালোবাসা।
মনির হোসেন মমি
পরিবেশ বান্ধব কবিতা। ভাল লাগল বেশ।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া।
মাহবুবুল আলম
“আয় বিষবাতাস মেখে নিই
নিকোনো উঠোন পাবি কোথায় আর?
সে দিন ফুরিয়েছে, ঘরই এখন ময়লার ভাঁগাড়”
ভাগাড়ে ঁ নেই।
শুভেচ্ছা জানবেন!
রেহানা বীথি
কখনও কখনও হয়ে যায় এমন ভুল।
ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্য।
এস.জেড বাবু
স্বপ্ন দেখতে বাঁধা নেই সত্যি-
প্রাণ ভরে দেখা যায়।
দারুন লিখেছেন কথায় কথায়।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
বিষে বিষ ক্ষয়ের স্বপ্ন দেখা ছাড়া উপায় নেই আপু।
সুন্দর কবিতা।
রেহানা বীথি
সেটাই ভাইয়া।
ভালো থাকবেন।
নিতাই বাবু
একদিন আপনার জয় হবেই হবে। জয়ের পথেই আপনি অগ্রগামী। এই পথে বিষ থাক, আর কাটা থাক, বিজয় আপনার নিশ্চিত! কবিতা পড়ে কবিতায় হারিয়ে গিয়েছিলাম দিদি। শুভকামনা সবসময়।
রেহানা বীথি
দাদার স্নেহের হাত বোনের মাথায় থাকলে আর কী চাই!
ভালো থাকবেন দাদা।