ফিরে আসা

মোকসেদুল ইসলাম ২ ডিসেম্বর ২০১৩, সোমবার, ১২:৪২:৩৭অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

পৃথিবীর চারদিকে ঘুরে আবার ফিরে আসলাম তোমার কাছে
মানুষের অসম্ভব প্রিয় সেই নীল আকাশটাও আমার কাছে লেগেছে ধূসর,
পাখির কলতান, নদীর কুলকুল ধ্বনি, ভোরের আলো বড্ড শ্রীহীন লাগে আমার
সুললিত কণ্ঠে গাওয়া গানগুলোও আমার কাছে বেসুরো শোনায়
শুধু তুমি পাশে নেই বলে।
কেমন যেন বিবর্ণ, ছন্নছাড়া হয়ে গেছিল জীবন
পরে বুঝেছি প্রিয় মানুষ ছাড়া জীবনের পথে চলা সম্ভব নয়।
তোমার প্রিয় আঙ্গিনা মাড়িয়ে তোমার গৃহে ফিরে আসলাম আবারও
ওগো প্রিয়, এবার মুখটি তোল, অভিমান ভেঙ্গে একটু মুচকি হাসো।
জন্মান্তরবাদে আমার বিশ্বাস নেই, তারপরেও বলি
আমি যদি আবার জন্মনিই সে দিন যেন তোমার নাকফুল হয়ে জন্মাই
তুমি যেন সযতনে অবাক করা ছোট্ট বাক্সে আমায় বন্দি করে রাখো।

box

৫১৭জন ৫১৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ