পৃথিবীর চারদিকে ঘুরে আবার ফিরে আসলাম তোমার কাছে
মানুষের অসম্ভব প্রিয় সেই নীল আকাশটাও আমার কাছে লেগেছে ধূসর,
পাখির কলতান, নদীর কুলকুল ধ্বনি, ভোরের আলো বড্ড শ্রীহীন লাগে আমার
সুললিত কণ্ঠে গাওয়া গানগুলোও আমার কাছে বেসুরো শোনায়
শুধু তুমি পাশে নেই বলে।
কেমন যেন বিবর্ণ, ছন্নছাড়া হয়ে গেছিল জীবন
পরে বুঝেছি প্রিয় মানুষ ছাড়া জীবনের পথে চলা সম্ভব নয়।
তোমার প্রিয় আঙ্গিনা মাড়িয়ে তোমার গৃহে ফিরে আসলাম আবারও
ওগো প্রিয়, এবার মুখটি তোল, অভিমান ভেঙ্গে একটু মুচকি হাসো।
জন্মান্তরবাদে আমার বিশ্বাস নেই, তারপরেও বলি
আমি যদি আবার জন্মনিই সে দিন যেন তোমার নাকফুল হয়ে জন্মাই
তুমি যেন সযতনে অবাক করা ছোট্ট বাক্সে আমায় বন্দি করে রাখো।
১০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ভীষণ ভালো লেগেছে ..
ছবিটা খুব সুন্দর (y)
বৈশাখী ঝড়
ধন্যবাদ
জিসান শা ইকরাম
সব পাখি ঘরে ফিরে 🙂
বৈশাখী ঝড়
অশেষ ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য
খসড়া
বাক্সের ছবিটা দারুন।
বৈশাখী ঝড়
যান ছবিটা আপনাকে দিয়ে দিলাম। ডাউনলোড করে নিয়েন। ধন্যবাদ মন্তব্যর জন্য
ছাইরাছ হেলাল
আপনার বন্দি হওয়ার বাসনা পূর্ণ হোক ।
বৈশাখী ঝড়
ধন্যবাদ জানাই
নীলকন্ঠ জয়
কামনা করছি আপনাকে বন্দী করুক সে। -{@
বৈশাখী ঝড়
ধন্যবাদ মন্তব্যর জন্য