কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জেলে রাখি
কেন আশা বেঁধে রাখি
জানি আসবে না ফিরে আর তুমি
জানি আসবে না ফিরে আর তুমি
তবু পথ পানে চেয়ে থাকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
জানবে না তুমি, বুঝবে না তুমি
এই ব্যথা আমার, এই জ্বালা আমার
জানবে না তুমি, বুঝবে না তুমি
ছিলে কাছে যখন, ছিল সবই আপন
ছিলে কাছে যখন, ছিল সবই আপন
সেই ভেবে জলে ভরে আঁখি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কত আশা ছিল ছিল, কত ছিল যে গান
কত হাসি ছিল, কত অভিমান
কত আশা ছিল ছিল, কত ছিল যে গান
কত হাসি ছিল, কত অভিমান
কত আশা ছিল ছিল, কত ছিল যে গান
কত হাসি ছিল, কত অভিমান
সূর্য জ্বলা এই সকাল আমার
সূর্য জ্বলা এই সকাল আমার
আঁধারে সবই গেল ঢাকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
এই মনের কথা হয়নি তো বলা
হয়নিতো আজও সেই পথ চলা
এই মনের কথা হয়নি তো বলা
স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া
স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া
তবে কেন দিলে তুমি ফাঁকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জেলে রাখি
কেন আশা বেঁধে রাখি
জানি আসবে না ফিরে আর তুমি
জানি আসবে না ফিরে আর তুমি
তবু পথ পানে চেয়ে থাকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি।
১৬টি মন্তব্য
তুমি আমি এক
এই মনের কথা হয়নি তো বলা
হয়নিতো আজও সেই পথে চলা -{@
লীলাবতী
গানটি খুব সুন্দর না ? 🙂
ছাইরাছ হেলাল
শুনলাম গানটি ।
সবই দেখছি ‘ছিল’ , এখনকার অবস্থা কী কে জানে !
লীলাবতী
এখন আবার আছে :p
জিসান শা ইকরাম
এতো সুন্দর গানটি আগে শুনিনি কখনো ।
শেয়ারের জন্য ধন্যবাদ ।
লীলাবতী
কেমন লাগলো তাতো বললেন না 🙂
মিসু
আমারো প্রিয় গান এটি 🙂
পথিক
:c :c
খসড়া
আমার ভাল লাগে ——–ও গো সাগর, ছোট্ট এ চিঠি নিয়ে ভেসে যাও।
শিশির কনা
কথা সুর এবং কন্ঠ মিলিয়ে পারফেক্ট একটি গান । -{@ (y)
প্রজন্ম ৭১
অন্তর ছুয়ে গেলো ।
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর গান যদিও শুনা হয়নি মনে হয়
দিলরুবা মুন
আমার খুব প্রিয় একটা গান, খুব নিখুঁত করে গাওয়ার চেষ্টা করতাম… কিন্তু ইচ্ছে থাকলেই সব সময় উপায় থাকে না…
ইখতামিন
গানটা আমার অনেক ভালো লাগে.. প্রায়শঃ শুনে থাকি..
রকিব লিখন
আমি আশায় বুক বেধে রাখি শোধ নেয়ার তরে।।
অবাক চোখে তাকিয়ে আছি তাই তো জীবন ভরে।। -{@
লীলাবতী
আমি মনে হয় আলসে হয়ে গিয়েছি , এত্তগুলো মন্তব্যের জবাব দেইনি ? :p সবাইকে ধন্যবাদ।