কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জেলে রাখি
কেন আশা বেঁধে রাখি
জানি আসবে না ফিরে আর তুমি
জানি আসবে না ফিরে আর তুমি
তবু পথ পানে চেয়ে থাকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি

জানবে না তুমি, বুঝবে না তুমি
এই ব্যথা আমার, এই জ্বালা আমার
জানবে না তুমি, বুঝবে না তুমি
ছিলে কাছে যখন, ছিল সবই আপন
ছিলে কাছে যখন, ছিল সবই আপন
সেই ভেবে জলে ভরে আঁখি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি

কত আশা ছিল ছিল, কত ছিল যে গান
কত হাসি ছিল, কত অভিমান
কত আশা ছিল ছিল, কত ছিল যে গান
কত হাসি ছিল, কত অভিমান
কত আশা ছিল ছিল, কত ছিল যে গান
কত হাসি ছিল, কত অভিমান
সূর্য জ্বলা এই সকাল আমার
সূর্য জ্বলা এই সকাল আমার
আঁধারে সবই গেল ঢাকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি

এই মনের কথা হয়নি তো বলা
হয়নিতো আজও সেই পথ চলা
এই মনের কথা হয়নি তো বলা
স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া
স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া
তবে কেন দিলে তুমি ফাঁকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জেলে রাখি
কেন আশা বেঁধে রাখি
জানি আসবে না ফিরে আর তুমি
জানি আসবে না ফিরে আর তুমি
তবু পথ পানে চেয়ে থাকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি।

গানটি এখানে ক্লিক করে শুনুন

৭০৯৮জন ৭১০১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ