আমি ভুলে যাই তুমি আমার নও
শিল্পিঃ – পার্থ বড়ুয়া।
দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও।।
একা কি নিরবে এগিয়ে পিছিয়ে
চেয়েছি কথা বলতে
খুঁজেত পায়নি না বলা কথাটি
হারানো দিনের গল্পে
আমি ভুলে যাই আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও।।
শহর তলিতে এমনি রাতে
বেজেছে সানাই কত
সে সুরে আজকে সৃতির আঙ্গিনায়
বাজবে অচেনা সুরে
আমি ভুলে যাই আমি হেরে যাই।
আমি ভুলে যাই তুমি আমার নও।।
১৪টি মন্তব্য
আফ্রি আয়েশা
সুন্দর গান । বহুবার শুনেছি 🙂
লীলাবতী
যারা সুন্দর তাঁরা সুন্দর গান শুনবে । যেমন আমি :p , আপনিও নিশ্চয়ই সুন্দর 🙂
আদিব আদ্নান
আপনার পছন্দের গানটি কিন্তু বেশ ।
লীলাবতী
ধন্যবাদ আদনান ভাই । ভালো আছেন তো ?
জিসান শা ইকরাম
প্রথম শুনলাম এই গান ।
ভালোই লেগেছে –
গান পোস্ট ব্লগার যদি এত অনিয়মিত হয় তাহলে আমাদের গান শুনাবে কে ?
লীলাবতী
এখন থেকে থাকবো আবার । 🙂
বনলতা সেন
আমি নিয়মিতই অনিয়মিত , তাই বলে এমন সুন্দর সুন্দর গান নিয়ে
আপনিও অনিয়মিত হবেন তা মেনে নিচ্ছি না ।
লীলাবতী
সংসারের ব্যাস্ততা আপু 🙁
মর্তুজা হাসান সৈকত
গান বুঝি খুব পছন্দের আপনার ? পছন্দের তারিফ করতেই হচ্ছে আপনার ।
লীলাবতী
খুব খুব পছন্দের । বলতে গেলে সারাক্ষন গান শুনি। দেখেন না আমার প্রায় সব পোস্ট প্রিয় গানের 🙂 ধন্যবাদ ।
সিহাব
গানটি নাটকের সাথেই যথার্থভাবে ফুটে উঠেছিল…যা গত ঈদের নাটকে দেখে গানের পেমে পড়েছিলাম… 🙂
চমৎকার গান… (y)
লীলাবতী
তাই ? তা গান প্রেমিক ভাইয়া কিছু গানের পোস্ট দিয়ে দিন না -{@
মিসু
গানটি ভালো লাগা গানের তালিকায় আছে আমার । আপুকে কম দেখি আজকাল 🙁
ব্লগার সজীব
চমৎকার গান । ব্লগে নিয়মিত হোন আবার ।