পোড়ানো রোদ্দুরে দেখেনা কেউ পুড়ছে সে নিজেও। অবশেষে ক্লান্ত সূর্য ঘুমের আয়োজনে করে সমর্পণ। থেমে যাওয়া আগুনের লাল রঙ নিয়ে কোন শিল্পী এঁকে যায় এলোমেলো আঁকিবুঁকি? শিল্পী আর ছবির বাক্সে চলে খেলাধুলা। প্রতিটি জল রঙের ছবিতে এক একটি নতুন আঁচড়। কে হারলো কে জিতলো? অন্ধকারের কালো রঙ এসে বন্ধ করে খেলা। ফলাফল রয়ে যায় অসমাপ্ত।
আমি যেন এক রাত্রি, যার সূর্য দেখার ইচ্ছে
আমি আসতেই দেখি সূর্য বিদায় নিচ্ছে…
সোনালী আলোয় ভেসে বেড়ানো জল আর ইচ্ছের ছুটোছুটি,
তবু নিরুদ্বেগ সূর্য ঘড়ির কাঁটার নিয়মে সাজে পরিপাটি…
ইচ্ছেগুলো আমার বাস্তবায়ন অন্যের,
মন তবু ছেলেমানুষি পাওয়ার আনন্দে…
সন্ধ্যে নামে যেখানে, একলা আকাশ সেখানে…
সূর্যের আলো মেখে কতোজন সাজে, মেঘ কেনো নয়?
পাত্রি দেখার মতো, নানা দিক থেকে সূর্য আর তার আলোর রূপ দেখার চেস্টা 🙂
উদাসিনী… ( এইটা আমার প্রিয় ছবি )
অদৃশ্য শিল্পীর আঁকা ছবি, ছবি বাক্সে বন্দী…
শিরোনাম প্রার্থনা এলো মনে কেনো জানিনা। ছোটবেলা থেকে জানতাম এই সূর্যের রঙ যতোক্ষন লাল থাকবে আকাশ জুড়ে, ততোক্ষণ প্রার্থনার সময় থাকবে মাগরিবের। আর অন্য কোন সময় জানিনা, এই সময় টা তাই আকাশের দিকে তাকিয়ে থাকতাম কতোক্ষন তার রঙ থাকবে।
উৎসর্গঃ প্রিয় ছাইরাছ হেলাল ভাইয়াকে, কোন এক শিল্পীর আঁকা রঙের জন্য যে তেত্রিশ হাজার বছর অপেক্ষাও নাকি করতে রাজি।
৫২টি মন্তব্য
জিসান শা ইকরাম
ছবি দেখবো না ছবির ক্যাপশন পড়বো? নাকি গান শুনবো ?
আপাতত গান চালিয়ে দিয়ে ছবি দেখছি।
কোনটা বেশী ভালো লাগছে বলা মুশকিল
সবগুলোই তো বেশী ভালো লাগার দিকে চলে যাচ্ছে।
শুন্য শুন্যালয়
🙂 ভালো লাগলেই আমার আনন্দ। এখানে একটা ছবি বাদে বাকি সব এডিট ছাড়া…এরপর ভোরের ছবি তুলতে চাই কিন্তু কিভাবে?
জিসান শা ইকরাম
ভোরের ছবি ঘুম থেকে জেগে তুলবেন
ঘুমিয়ে তো আর ছবি তোলা যাবেনা।
উদাসিনী… আপনার প্রিয় ছবি
এর বিস্তারিত জানতে চাই।
শুন্য শুন্যালয়
৭ নাম্বার ছবিটার নাম দিয়েছি উদাসিনী, গাছগুলো কেমন একা একা। বিস্তারিত কি বলবো ভাইয়া বুঝিনি। ছবির মেটাডাটা? ঘুম থেকে জাগলেও এমন করে নদী বা লেকের পাশে ভোরের ছবি তুলতে পারলে বেশ হতো। আমি বুঝি ঘুমিয়ে ছবি তুলি? 🙂
মোঃ মজিবর রহমান
এককথায় নয়নাভিরাম দৃশ্য।
ভাল লাগা রইলো।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।
মোঃ মজিবর রহমান
আপনাকেউ ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
এ যে একের মধ্যে অনেক।আমার প্রিয় নিয়াজ মোহাম্মদ দিয়েই শুরু করা যাক।
অপেক্ষা করার ইচ্ছেটুকুই সম্বল মাত্র।তবে এও জানি শিল্পীরা কথা দেয় কথা না রাখার জন্যই।
ছবি আপনি ভালই তোলেন।
শুন্য শুন্যালয়
গanti পছন্দের খুব, আর নিয়াজ মোহাম্মদ চৌধুরী তো অবশ্যই।
কথা না রাখলেই তা কবিতায় জায়গা করে নেয়। যে কথা রাখা হয় তার স্থান কোথাও নেই। সত্য মনেহয় শিল্পীকে বাস্তববাদী করে তোলে।
ছাইরাছ হেলাল
সাঁইজী এর গানের কথা গুলো কিন্তু দারুণ।
অনুরাগ নইলে কি সাধন হয়
সে তো শুধু মুখের কথা নয়।।
বনের পশু হনুমান
রাম বিনে তার নাইরে ধিয়ান।
কইট্ মনে মুদে নয়ন
অন্যরূপ না ফিরে চায়।।
তার সাক্ষী দেখ চাতকেরে
তৃষ্ণায় জীবন যায় মরে
তবু অন্য বারি খায় না রে
থাকে মেঘের জল আশায়।।
রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এল চামকেটোতে
সে রূপ সাধল কত মহতে
লালন কূলে কূলে বায়।।
শুন্য শুন্যালয়
খুবই দারুণ গান। যার যেদিকে ধ্যান। অনুরাগ বিনে হয়না সাধন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শব্দ জ্ঞানীদের শব্দের শব্দ শুনী বেশ ভাল লাগল ছবি বর্ননা।
শুন্য শুন্যালয়
আপনাকে আবার পেয়ে ভালো লাগলো ভাইয়া। ভালো থাকবেন।
স্বপ্ন
ক্যামেরায় ছবি একে বুঝিয়ে দিলেন যে আপনি বেশ বড় শিল্পী । রং থাকে প্রকৃতিতে, সে রং দিয়ে ছবি আকা শিখতে হয়। ভালো ছবি।
শুন্য শুন্যালয়
ছবি ভালো লাগলেই আমি স্বার্থক। বড় নই মোটেই, মনের আনন্দ নিয়ে যখন যেটা ইচ্ছে হয় করার চেস্টা করি। আপনার জোড়া কোথায়?
সঞ্জয় কুমার
ছবি এবং ছবির নিচের লেখা দুইটাই ভালো লাগল । সংগ্রেহে রাখলাম
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ ভাইয়া। পোস্টে এসেছেন তাতেই খুশি হয়ে গেলাম। ভালো থাকুন।
খসড়া
ছবিও বর্ননা একে কি বলে ? একে ছবির্না।
শুন্য শুন্যালয়
🙂 আচ্ছা ছবির্না সই। কিন্তু আপনি কই? মাঝে মাঝেই নাই হয়ে যান দেখি। এবার ঈদে কি হলো তাতো জানতে পারলাম না।
খেয়ালী মেয়ে
সবগুলো ছবিই দারুন–
না জানি কতো রঙে সূর্য সাজাল এই পৃথিবীকে…এতো গভীরভাবে সূর্যের এমন রঙ ছড়ানো কখনো দেখিনি…
গানটাও দারুন……….
শুন্য শুন্যালয়
সূর্যের এমন রং ছড়ানো পুরোপুরি ক্যামেরায় আনা কখনোই সম্ভব না। মুহূর্তে মুহূর্তে রং পরিবর্তন। সত্যি প্রকৃতির মতো বড় শিল্পী নেই। ধন্যবাদ পরী।
খেয়ালী মেয়ে
আহা!!!!!!!!!!!!!!!!পরী……..
ধন্যবাদ নামটার জন্য……………..
শুন্য শুন্যালয়
লেখাটিতে এমন একটা মায়া ভাব ছিল, আপনাকে এখন পরী ভাবতেই ভাল লাগে। খেয়ালী মেয়ে নামটাও খুব সুন্দর।
খেয়ালী মেয়ে
আমি পরী হয়েই থাকতে চাই আপনার কাছে 🙂
শুন্য শুন্যালয়
আপনি আমার কাছে পরী হয়েই থাকবেন।
বনলতা সেন
আমার আর বলার কী আছে? নই ছবিয়াল, কবিয়াল তো নই ই।
রতনে রতন চেনে কুক দিলে।
শুন্য শুন্যালয়
এই রতন টা আবার কে? টূকি টুকি খেলিনা, বয়স হইছে। ছবিয়াল কিনা তা কি করে বলি, তবে কবিয়াল কিনা তা বলতে পারি। প্রশংসা শুনতে চাইলে রেডি হন।
বনলতা সেন
সব থেকে বেশি প্রশংসা আপনার কাছ থেকেই পেয়েছি । আর কত নেব !
শুন্য শুন্যালয়
বুনোদির প্রাপ্য যতোটুকু তার চেয়ে কমই দিয়েছি। মন খারাপ করেছেন? লেখা দিয়ে দিন একটা।
অলিভার
♠ সোনালী আলোয় ভেসে বেড়ানো জল আর ইচ্ছের ছুটোছুটি,
তবু নিরুদ্বেগ সূর্য ঘড়ির কাঁটার নিয়মে সাজে পরিপাটি….
♣ সূর্যের আলো মেখে কতজন সাজে, মেঘ কেন নয়?
♠ উদাসিনী
♣ অদৃশ্য শিল্পীর আঁকা ছবি, ছবি বাক্সে বন্দী…
♠ মেঘের কারসাজি…
চমৎকার কিছু ক্যাপশন। অসাধারণ সব ছবি। সাথে গান বেজে চলেছে….. “আমি যেন এক রাত্রি…..”
ধন্যবাদ অসম্ভব সুন্দর কিছু জিনিষ উপহার দেবার জন্যে
প্রজন্ম ৭১
কথা আর ছবিতে মুগ্ধ হলাম আপু।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ভাইয়া। আপনাকে মনেহয় অনেকদিন পর পর দেখি।
শুন্য শুন্যালয়
গানটি পছন্দের খুব। ভালো লেগেছে শুনে খুশিই হলাম। ভালো থাকুন অলিভার।
সাইদ মিলটন
গোধূলি আমার সবচেয়ে প্রিয় সময়
১ আর ৩ নং ছবি দুইটা দেখে আক্ষরিক অর্থেই বাকরুদ্ধ হয়ে গেছি এমন পোস্টে পঞ্চতারকা দিতে হয়। 🙂
শুন্য শুন্যালয়
পাঁচ পাঁচটা তারকা পেলে খুশি হবারই কথা, আরো দুটা দেন সপ্তর্ষি বানাবো। 🙂
অনেকদিন পর এলেন মনে হয়, ধন্যবাদ।
বন্য
সবগুলো ছবিই সুন্দর, সাথে ক্যাপশনগুলো পোষ্টে পূর্ণতা দিয়েছে।
শুন্য শুন্যালয়
খুশি হলাম মন্তব্যে। ধন্যবাদ আপনাকে।
নাঈমা নাসরিন নিপু
অসাধারন সব ছবি। দেখলেই মন ভাল হয়ে যায়।
শুন্য শুন্যালয়
মন ভালো করতে পারলেই পোস্ট স্বার্থক। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
মেহেরী তাজ
কথা ছবি মিলেমিশে একাকার। অনেক ভালো লেগেছে।
শুন্য শুন্যালয়
আমারও অনেক ভালো লেগেছে মন্তব্য পেয়ে। ভালো থেকো দেশী মেয়ে।
লীলাবতী
ছবির ক্যাপশন এত সুন্দর করে লেখেন কিভাবে আপু? ছবিতো ওয়ালে বাঁধায়ে রাখতে ইচ্ছে করছে।
শিল্পী ভালোই রঙ মিশাতে পারে দেখা যায়। অসমাপ্ত খেলা, এটিই ভালো।এন্ডলেস 🙂
শুন্য শুন্যালয়
এন্ডলেস বলে কিছু নেই মনেহয়। শিল্পীর নাম প্রকৃতি, আমি শুধু ক্লিক করেছি। উৎসাহ দেয়ায় আপনি বস, খুশি আমি। ভালো থাকুন।
লীলাবতী
আপু, মডু বাহিনীর কেউ পরিচিত আছে আপনার?জবাব দিতে ঝামেলা হচ্ছে।পরিচিত থাকলে একটু জানান তাদের। আমি অবশ্য বলতে চাইনা যে আপনিও মডু হতে পারেন :p
লীলাবতী
আপু কট এবার। এই মন্তব্য দেখে এখানের মডু বাহিনী শব্দ নিয়ে মন্তব্য করা হয়।আবার আমাকে বলা হয় ঢংগি 🙁 জগত দেখুক কে আসল ঢংগি :p
শুন্য শুন্যালয়
মডুবাহিনী শব্দ কপি করার অপবাদ দিচ্ছেন, ধরে নিন তাহলে আপনাকে দেখেই ঢং শিখেছি। 🙂 জগত কে আগেভাগে নিজের দিকে টানার চেস্টা করে লাভ নাই। আপনি ঢঙ্গি, ভত্তা বৌ, আরেকটা যেন কি? ( চিন্তার ইমো )।
লীলাবতী
বাঁচলাম তেঁতুলের কথা আপনার মনে নাই :p
শুন্য শুন্যালয়
তেতুল বিশেষজ্ঞ, হুম 🙂 । না বাঁচেন নি, আমাকে মনে করিয়ে দেয়ার জন্য লীলাবতী দি আছে। তেতুলের ২য় পর্বটাও এবার দিয়ে দিন।
ব্লগার সজীব
ছবি চুরি করার সিষ্টেম থাকলে এই ছবিগুলো আমি চুরি করে নিয়ে যেতাম। আপনার পোষ্ট থাকতো ছবি শুন্য 🙂 এত ভালো ছনি তোলেন কিভাবে ম্যাডাম ?
শুন্য শুন্যালয়
ছবি চুরি করলে দেয়ালে একটা দাগ থেকে যেত। চোর খুঁজে বের করা খুব কঠিন হতোনা। সবার আগে আপনার ঘরেই খুঁজতাম, আপনি আগে একবার আমার ছবি চুরি করেছেন। 🙁
আমি শুধু ক্লিক করেছি আর কিছুনা। সবচেয়ে সুন্দর একটি ছবির জন্য অপেক্ষা করছি, ভোরের।
মরুভূমির জলদস্যু
অসাধারণ সব ছবি তুলেছেন, সেই সাথে ক্যাপশন গুলিও চমৎকার।
শুন্য শুন্যালয়
সত্যি সত্যি এসেছেন? 🙂 অনেক ধন্যবাদ ভাইয়া।