প্রার্থনা

শুন্য শুন্যালয় ২২ অক্টোবর ২০১৪, বুধবার, ০৬:৩৮:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, ছবিব্লগ ৫২ মন্তব্য

পোড়ানো রোদ্দুরে দেখেনা কেউ পুড়ছে সে নিজেও। অবশেষে ক্লান্ত সূর্য ঘুমের আয়োজনে করে সমর্পণ। থেমে যাওয়া আগুনের লাল রঙ নিয়ে কোন শিল্পী এঁকে যায় এলোমেলো আঁকিবুঁকি? শিল্পী আর ছবির বাক্সে চলে খেলাধুলা। প্রতিটি জল রঙের ছবিতে এক একটি নতুন আঁচড়। কে হারলো কে জিতলো? অন্ধকারের কালো রঙ এসে বন্ধ করে খেলা। ফলাফল রয়ে যায় অসমাপ্ত।

আমি যেন এক রাত্রি, যার সূর্য দেখার ইচ্ছে
আমি আসতেই দেখি সূর্য বিদায় নিচ্ছে…


সোনালী আলোয় ভেসে বেড়ানো জল আর ইচ্ছের ছুটোছুটি,
তবু নিরুদ্বেগ সূর্য ঘড়ির কাঁটার নিয়মে সাজে পরিপাটি…


ইচ্ছেগুলো আমার বাস্তবায়ন অন্যের,
মন তবু ছেলেমানুষি পাওয়ার আনন্দে…


সন্ধ্যে নামে যেখানে, একলা আকাশ সেখানে…


সূর্যের আলো মেখে কতোজন সাজে, মেঘ কেনো নয়?


পাত্রি দেখার মতো, নানা দিক থেকে সূর্য আর তার আলোর রূপ দেখার চেস্টা 🙂


উদাসিনী… ( এইটা আমার প্রিয় ছবি )


অদৃশ্য শিল্পীর আঁকা ছবি, ছবি বাক্সে বন্দী…


রাগিনী…


মেঘের কারসাজি…


বিদায় সূর্য …


শিরোনাম প্রার্থনা এলো মনে কেনো জানিনা। ছোটবেলা থেকে জানতাম এই সূর্যের রঙ যতোক্ষন লাল থাকবে আকাশ জুড়ে, ততোক্ষণ প্রার্থনার সময় থাকবে মাগরিবের। আর অন্য কোন সময় জানিনা, এই সময় টা তাই আকাশের দিকে তাকিয়ে থাকতাম কতোক্ষন তার রঙ থাকবে।

উৎসর্গঃ প্রিয় ছাইরাছ হেলাল ভাইয়াকে, কোন এক শিল্পীর আঁকা রঙের জন্য যে তেত্রিশ হাজার বছর অপেক্ষাও নাকি করতে রাজি।

২৫০২জন ২৫০১জন
0 Shares

৫২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ