প্রতীক্ষা হাজার বছরের নদী-চোখে
নিয়ে সুচ বেঁধা বুক ,
হে-পুত্র আমার ।
দেখছিলাম ,
জানালার ঝাঁপিয়ে পড়া চাঁদের আলোয়
ঘুমন্ত শিশুকে ।
হেঁটেছিলাম ,
বিথীপথ ধরে কোলে-কাঁখে নিয়ে তোমাকে
ডাকিনী , দৈত্যদানোগুলো আর এঁদো এড়িয়ে ।
শীতের সকালে ,
ব্যাগ পিঠে ভারী মুখে নিশ্চুপ হেটে যেতে তুমি
সুনসান কুয়াশায় ।
স্বপ্ন ছিল ;
পিছু নেব বন পাখি বা বুনো হাঁসদের
শিকারির বেশে , এক সাথে ……
২৬টি মন্তব্য
লীলাবতী
স্বপ্ন একদিন পুর্ন হবে এই প্রত্যাশা করি ।
কবিতায় অনেক ভালোলাগা ।
বনলতা সেন
স্বপ্নেরা স্বপ্নেই থাকে ।
পড়েছেন দেখে ভালো লাগল ।
শুন্য শুন্যালয়
পিছু নিয়ে নিন…
বনলতা সেন
চাইলেই কি পিছু নেয়া যায় ?
অনেকদিন পর এলেন ।
ক'রেখেলা_কাটেবেলা
অতৃপ্ত স্বপ্ন বেদনার ভাষায় ঝরেছে …. প্রতিবাদী, সংগ্রামী কবি যন্ত্রনা কাতর কেন ?
ভালো হয়েছে, শুভেচ্ছা রইল |
বনলতা সেন
বুকে বেঁধা সুচের যন্ত্রণা উপেক্ষার ভাষা রপ্ত হয়নি যে ।
লিখছেন না কেন ?
জিসান শা ইকরাম
প্রতীক্ষার অবসান হোন
হাজার বছরের স্বপ্ন পূর্ণ হোক —
বনলতা সেন
এ স্বপ্ন হয়ত স্বপ্ন থেকেই যাবে ।
তবু এ অন্তহীন প্রতিক্ষা চলতেই থাকবে ।
তওসীফ সাদাত
বাহ্ ! এ নামে আমারও কবিতা আছে :p, ভাল লেগেছে। এই প্রতীক্ষা প্রতীক্ষাই থেকে যাবে…
বনলতা সেন
আপনার এ নামের লেখা এখনও পড়িনি ।
এখানে দিলে পড়ে দেখব ।
প্রতীক্ষা প্রতীক্ষা হয়ে থাকলেও আমার সমস্যা নেই ।
জানি ই ত , এমন হবে ।
ভালো থাকুন ।
তওসীফ সাদাত
হুম। এখানে দেইনি এখনও। দিবো !! 🙂
বনলতা সেন
আচ্ছা ।
ছাইরাছ হেলাল
নদী-চোখ শব্দটি এই প্রথম দেখলাম , পছন্দ ও হল কিন্তু আপনার মত
ব্যবহার করতে পারব এমন বল-ভরসা কিন্তু পাচ্ছি না ।
অনেক অব্যক্ত কষ্ট নিয়ে লিখছেন আর অনেক সহজ করে অনায়াস ভঙ্গিতে লিখেছেন
যা আপনি সচরাচর লেখেন না ।
আকণ্ঠ প্রশংসা নিঃশঙ্ক চিত্তে ।
বনলতা সেন
কী যে বলেন ! এর থেকে ঢেড় সুন্দর শব্দ আপনি লিখেছেন এবং লিখবেন ।
কখন যে কী না কী লিখি জানিনা , যখন যা মনে আসে তাই ই লিখি ।
একটু বেশি যে বলছেন তা বুঝতে পারি ।
ধন্যবাদ ।
রকিব লিখন
আপনার শব্দ চয়ন, বাণী বিন্যাস আমাকে বিমুগ্ধ বেদনার পরশ দিয়ে শান্তির পথে অন্তর ধাবিত করেছে।।
বনলতা সেন
বেশ সুন্দর করে বলেছেন দেখছি ।
ভাল থাকবেন ।
আদিব আদ্নান
তা আপনার পক্ষেই সম্ভব , এমন প্রতীক্ষা ।
আর আপনি তা পারবেন ও ।
আপনার যন্ত্রানাবোধ প্রকাশের ভাষাও এক কথায় আসাধারণ ।
মাঝে মাঝে এমন সহজ করে লেখার অনুরোধ রাখছি , সভয়ে ।
বনলতা সেন
কী পারব জানিনে , তবে প্রতীক্ষাকে হারিয়ে দিতে চাই ।
হয়ত পারব বা পারব না ।
সহজ করেই লিখব , লিখছি আবারও ।
সভয়ে ! সুন্দর শব্দ দেখছি আবার এখানেও ।
খসড়া
প্রতিক্ষা ছিল সারা প্রহর জুড়ে।—-
বনলতা সেন
শুধু প্রহর নয় ,
জন্ম জন্মান্তর হলে ও আপত্তি নেই ।
পড়ছেন দেখে ভালো লাগে ।
শুন্য শুন্যালয়
হুম …ফিরে ফিরে আসি …:)
বনলতা সেন
সে তো আমার সৌভাগ্য আপনাকে আবার দেখছি ।
লেখা লেখা কৈ ?
নীলকন্ঠ জয়
বুকে বেঁধা সুচের যন্ত্রণা উপেক্ষা করে প্রতিক্ষার অবসান ঘটুক শিঘ্রই।
পূরণ হোক স্বপ্ন ।
শুভ কামনা।
বনলতা সেন
স্বপ্নেরা স্বপ্নেই থাকে ।
আপনাকেও শুভ কামনা ।
নুরুন্ননাহার শিরীন
স্বপ্ন বাস্তবিকই অবচেতনে মননে ছায়া ফেলতে-ফেলতে যোজনদূর অব্দি আশায় বুক বেঁধেই হাঁটে এবঙ অই আশাই প্রতীক্ষা পেরুতে গিয়ে শিল্পীর হাতে মনোটোনাস ছবি, কবির হাতে পঙক্তিমালা রূপেই বেরিয়ে আসে … প্রতীক্ষা পড়ে এ সত্য আবারও অনুধাবন করলাম। 🙂 🙂 🙂
বনলতা সেন
বেশ স্বস্তি লাগছে এখন ।
আমি কিন্তু কবিতা লিখি না , লিখি না এ জন্য যে সেটি আমি লিখতে পারি না ।
নিজের মত করে নিজের কথা বলি ।