তুমি মা, তুমি মেয়ে, তুমি কারো বোন তোমা দেহ পেতে চলে তোমারই ভজন - কেউ বলে সতী নারী, কেউ দয়াবতী রূপে গুণে তুমি কভু লক্ষ্মী-সরস্বতী | দেহটি পাইলে পরে হরষিত প্রফুল্ল মনে ছিঁড়ে, ফুঁড়ে খায় কুরে, রাখে না মিনতি – নাথবতীর অনাথবৎ হয় করুণ গতি | দখলটি গেলে চলে ঘা লাগে পুরুষ মনে বিক্রম ঝরে [
বিস্তারিত ]