এই ই ঝর্না……
বয়ে চল ধেয়ে যাও , হেঁটে হেঁটে দৌড়ে
পাহাড় থেকে সমুদ্দুরে ; জনারণ্যের ঘনারণ্য ছুঁয়ে
মিলন-বিচ্ছেদের অমোঘ আনন্দ-যন্ত্রনায় ।
স্তব্ধতার উচ্ছলতায় বিক্ষত হৃদয়ে
সক্রিয় নিষ্ক্রিয়তায় রক্তনদীর অগ্নিনদী হয়ে ।
মুক্ত বুকে ঝিনুক সুন্দরী
ঝর্নার বুকে কান পাতি নিষ্প্রাণ বিবর্ণতায় ,
জ্বালা-যন্ত্রণার উজ্জ্বল-অন্ধকারের অন্তর্দাহে
ক্লান্ত হয়েও , প্রতীক্ষা করি প্রতিক্ষার ;
তোমার ই , দীর্ঘশ্বাসের
বিষাদ বিরহের অসহ্য সহ্য অশ্রু নিয়ে ।
২২টি মন্তব্য
নীলকন্ঠ জয়
তোমার ই , দীর্ঘশ্বাসের
বিষাদ বিরহের অসহ্য সহ্য অশ্রু নিয়ে ।
খুবই কষ্ট পেলাম কবিতাটি পড়ে। অপেক্ষায় আমরাও আছি কবে শেষ হবে আপনার কষ্টময় প্রতীক্ষার।
ভালো লেগেছে। শুভেচ্ছা।
বনলতা সেন
আমার অপেক্ষা হাজার বছরের ।
অতএব প্রতীক্ষার প্রতীক্ষা ।
নিয়মিত পড়ার জন্য আনন্দ বোধ করছি ।
তওসীফ সাদাত
ভাল লেগেছে কবিতাটি। কিছু কিছু প্রতীক্ষা কখনও শেষ হয়না।
বনলতা সেন
হ্যা ,আপনি ঠিক ই বলেছেন , এ প্রতীক্ষা হয়ত জন্মান্তরের
পড়ছেন নিয়মিত এ জন্য ধন্যবাদ ।
আদিব আদ্নান
আপনার প্রতীক্ষার যন্ত্রণার ভার বহনের সক্ষমতা
আপনার নির্বাচিত শব্দদের আছে তা স্বীকার করতে দ্বিধা নেই ।
কিছুটা হলেও যন্ত্রণার মাত্রা বুঝতে পারছি বলে মনে করি ।
বনলতা সেন
আপনার এমন বোধের জন্য ধন্যবাদ ।
শব্দেরা আমার বাহন , সুখে-দুঃখে আমাকে নির্ভার রাখে ।
জিসান শা ইকরাম
ঝর্না তো বয়ে চল ধেয়ে যায় , হেঁটে হেঁটে দৌড়ে চলে 😛
ভালো লেগেছে ।
ঝিনুক সুন্দরী আবার কি ?
বনলতা সেন
হা হা , এগুলো রুপক অর্থে ব্যবহৃত কথা মাত্র ।
ঝর্নার গতিময়তা বোঝাতে চেয়েছি ।
ঝিনুক সুন্দরী বলতে বুঝিয়েছি – যে ঝিনুকে মুক্তো থাকে ।
সবই রূপ কল্প , ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে না ।
ধন্যবাদ ।
ক'রেখেলা_কাটেবেলা
ঝর্ণাধারার সঙ্গে সুপ্ত প্রেম গুপ্ত পথে চলে যে আনন্দ-যন্ত্রণা লাভ করেছে তা সত্যিই মনোরম | প্রেমের সার্থকতা বিরহে | তাই বিরহমুক্তি কল্পে একই ছত্রে দুবার ‘প্রতীক্ষা’ শব্দের ব্যবহার করে প্রেমকে যেভাবে চিরস্থাযী করেছেন তা অনবদ্য | শব্দ প্রয়োগে মুন্সীয়ানা প্রশংসনীয় | ধন্য লেখনী |
শুভেচ্ছা রইল |
বনলতা সেন
যতটুকু প্রশংসা করেছেন নিজ গুনে ততটা প্রাপ্য না ।
আর আহামরি কিছু লিখেছি তা নয় মোটেই ।
প্রতীক্ষার যন্ত্রণা বোঝাবার চেষ্টা মাত্র ।
ভাল থাকবেন ।
খসড়া
ভাল লাগল।
বনলতা সেন
অনেক শুভ কামনা আপনার সংক্ষিপ্ত মতামতের জন্য ।
ছাইরাছ হেলাল
এ লেখায় মন্তব্য করা কঠিন ।
আপনার প্রতীক্ষার যন্ত্রণার সাথে একাত্মতা দেখানোর মত
শব্দ অপ্রতুল আমার কাছে ।
নূতন শব্দের নিত্ততায় আমি অবাক , কী করে সম্ভব জানি না ।
আপনার হবে তা বেশ বুঝতে পারছি ।
আরও আরও লিখুন ।
বনলতা সেন
কী হবে ? কিছুই হবে না ।
হঠাৎ করেই এমন শব্দ লিখে ফেলি ।
শব্দদের মাঝেই বেঁচে আছি , থাকি ।
ভাল থাকুন ।
লীলাবতী
আমার এ জনমে এমন সুন্দর কবিতা লিখতে পারবো না আপু। কিভাবে লেখেন এত সুন্দর করে ? (y) (y)
বনলতা সেন
সুন্দর অসুন্দরের কিছু নেই ।
আপনিও এর থেকে ভাল লিখতে পারবেন ।
এত ভাল বলা ঠিক না , ঠিক না ।
ব্লগার সজীব
এত যন্ত্রনা ভালো না । (y) (y) (y)
বনলতা সেন
অবশ্যই ভালো না , কিন্তু………
আফ্রি আয়েশা
//ক্লান্ত হয়েও , প্রতীক্ষা করি প্রতিক্ষার ;
তোমার ই , দীর্ঘশ্বাসের
বিষাদ বিরহের অসহ্য সহ্য অশ্রু নিয়ে । //
অসাধারন লাইন গুলি … কবে যে এমন লিখতে পারবো …
বনলতা সেন
আপনি সবসময় এর থেকে অনেক অনেক ভাল লেখেন ।
পড়লেন দেখে ভাল বোধ করছি ।
নুরুন্ননাহার শিরীন
প্রতীক্ষা কি অনন্ত!! আনন্দময় হউক প্রতীক্ষার প্রহর … 🙂 🙂 🙂
বনলতা সেন
আমার তাতেও আপত্তি নেই ।
অনেক ধন্যবাদ আপনাকে ।