‘পাইছি উহারে পাইছি’

ছাইরাছ হেলাল ১৩ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০১:২৫:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

পরীক্ষা আমাকে পরীক্ষা করে অনবরত।বাঁকা চোখে,চোখ রাঙ্গিয়ে,বকাঝকা করে,ল্যাং মেরে ঠ্যাং ধরে টান দিয়ে;কুহক সেজে যখন তখন,দিনে ও রাতে,দিন-দুপুরে,হরিলুটের বাতাসা বানিয়ে।
চিক্কুর দিয়ে চিতপটাং হয়ে কাঁদি,হাত পা ছুড়ে,দেয়ালে মাথা ঠুকে,কেঁদে বুক ভাসাই সরবে নিরবে,গোধূলি আর সুবেহ সাদেকে,হাঁসফাঁস মধ্য দুপুরেও।
এবারে করেছি পণ,দেহ-প্রাণ-মনে,এই শেষ,এবার পরীক্ষার মাথায় বাঁশ ফাটিয়ে করব বিশ্বজয়,হব দেশান্তরী।
অবশেষে ধরা দিলো সে ‘পাইছি উহারে পাইছি’র বেশে।স্মিত প্রশ্রয়-হাস্যে আমি পাইলাম।আমি ইহাকে পাইলাম।হাতের মুঠোয়,আঁচল তলায়,শাড়ীর ভাঁজে লিপিস্টকের সাজে।আহা আহা,কী আনন্দ আকাশে বাতাসে।আঁকুপাঁকু আঁখি জুড়ে বকবকুম।
যাও,ভাগো এবার,কড়িকাঠ গুনতে থাক,নালায়েক পরীক্ষা।ঘাটের মরা,মারা খাও অন্য কোন ঘাটে।সং সেজে গলায় দড়ি পড় এখানের ত্রিসীমানা এড়িয়ে।

শেষে…………
সহসাই আমারা হেঁটে যাব যে যার পথে,যেমন যাই হরহামেশা,গিয়েছি যেমন আগেও।
ক্লান্তিহীন বিমগ্ন পথিক ভালোবেসেই ভালোবাসবে পথকে,পথ ই যার শেষ ঠিকানা।

আড়ালে পরীক্ষা হাসে মিটি মিটি, আর ভাবে ‘এই শীত শীত না আরও শীত আছে’।

১জন ১জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ