পরীক্ষা আমাকে পরীক্ষা করে অনবরত।বাঁকা চোখে,চোখ রাঙ্গিয়ে,বকাঝকা করে,ল্যাং মেরে ঠ্যাং ধরে টান দিয়ে;কুহক সেজে যখন তখন,দিনে ও রাতে,দিন-দুপুরে,হরিলুটের বাতাসা বানিয়ে।
চিক্কুর দিয়ে চিতপটাং হয়ে কাঁদি,হাত পা ছুড়ে,দেয়ালে মাথা ঠুকে,কেঁদে বুক ভাসাই সরবে নিরবে,গোধূলি আর সুবেহ সাদেকে,হাঁসফাঁস মধ্য দুপুরেও।
এবারে করেছি পণ,দেহ-প্রাণ-মনে,এই শেষ,এবার পরীক্ষার মাথায় বাঁশ ফাটিয়ে করব বিশ্বজয়,হব দেশান্তরী।
অবশেষে ধরা দিলো সে ‘পাইছি উহারে পাইছি’র বেশে।স্মিত প্রশ্রয়-হাস্যে আমি পাইলাম।আমি ইহাকে পাইলাম।হাতের মুঠোয়,আঁচল তলায়,শাড়ীর ভাঁজে লিপিস্টকের সাজে।আহা আহা,কী আনন্দ আকাশে বাতাসে।আঁকুপাঁকু আঁখি জুড়ে বকবকুম।
যাও,ভাগো এবার,কড়িকাঠ গুনতে থাক,নালায়েক পরীক্ষা।ঘাটের মরা,মারা খাও অন্য কোন ঘাটে।সং সেজে গলায় দড়ি পড় এখানের ত্রিসীমানা এড়িয়ে।
শেষে…………
সহসাই আমারা হেঁটে যাব যে যার পথে,যেমন যাই হরহামেশা,গিয়েছি যেমন আগেও।
ক্লান্তিহীন বিমগ্ন পথিক ভালোবেসেই ভালোবাসবে পথকে,পথ ই যার শেষ ঠিকানা।
আড়ালে পরীক্ষা হাসে মিটি মিটি, আর ভাবে ‘এই শীত শীত না আরও শীত আছে’।
৩৫টি মন্তব্য
ঘুমন্ত আমি
সহসাই আমারা হেঁটে যাব যে যার পথে,যেমন যাই হরহামেশা,গিয়েছি যেমন আগেও।
পথিক ভালোবেসেই ভালোবাসবে পথকে,পথ ই যার শেষ ঠিকানা। এই অংশটুকু খুবই ভালো লেগেছে।
ছাইরাছ হেলাল
যে অংশই ভাল লাগুক ,ভাল লাগলেই ভাল।
ধন্যবাদ।
স্বপ্ন নীলা
ভাল লেগেছে
শুভকামনা রইল
ছাইরাছ হেলাল
আপনার জন্য অ শুভকামনা।
অনেকদিন লিখছেন না।
জিসান শা ইকরাম
হা হা হা ,
সত্য এক উপলব্দি, পথই আমাদের শেষ ঠিকানা।
ছাইরাছ হেলাল
পথিকের পথ ই শুধু আপন, তাই পথিক পথ চলে।
নুসরাত মৌরিন
হিহিহি!! বাহ্ পরীক্ষাকে তো ভালই শান্টিং দিলেন,পরীক্ষার পালটা হুমকীও বেশ মনোহর। 😀
ছাইরাছ হেলাল
পরীক্ষাদের জ্বালায় জীবন অস্থির। একটার পর একটা।কাহাতক আর সহ্য করা যায়।
অরণ্য
“আড়ালে পরীক্ষা হাসে মিটি মিটি, আর ভাবে ‘এই শীত শীত না আরও শীত আছে’।” এটুকু শেষ করেই একা একা হেসে উঠলাম।
ছাইরাছ হেলাল
একটি পরীক্ষা পার হলে ভাবি গেলাম বুঝি বেঁচে। আরও যে সামনে আছে বা থাকতে পারে
তা ভুলে যাই।
সোনিয়া হক
এত খুশি হয়ে পোষ্টে আসলাম, মনে হচ্ছিলো ভাইয়া লটারী জিতেছেন 🙂 দারুন লিখেছেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
ভাই লটারি আর পেলাম কোথায়। শীত নাকি সামনে আরও আছে।
মহা জ্বালায় আছি ভাই ।
শুন্য শুন্যালয়
হা হা হা হা, ভাইয়া হাসতেই আছি। এমন কুপোকাত অবস্থা আপনি ছাড়া আর কে ই বা বুঝবে!!! নালায়েক পরীক্ষা নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে। এই শীত শীত না, আরো শীত আছে এই বইলা ধামকিও দিছে। 🙁
যে যার পথে হেঁটে গেলেও বাড়ি কিন্তু একটাই “সোনেলা”। পথে পথে ঘুরে বেড়াতে আমার ভয় লাগে। বাড়ি ফেরা চাইই।
পরীক্ষা আমাকে পরীক্ষা করে অনবরত …এই লাইনটা সবচেয়ে ভাল্লাগছে। বুড়ো পিচ্চিকে ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
হাসুন সমস্যা নেই তবে একটু সাবধানে।আরো শীত নাকি সামনে আছে। পরীক্ষাও আমকে
আরও চুবাবে তা জানি।
বাড়ীর ঠিকানা জানি না। পথকেই বাড়ী ভাবি।তাই পথ ই ঠিকানা।
সোনেলা বাড়ী,ঠিকাছে! সব সময় তা মনে হয় না।
ধন্যবাদ মাথায় তুলে রাখছি।
শুন্য শুন্যালয়
পরীক্ষা শেষ হয়না কখনো, শুধু রকমফের হয়। কোনদিন যদি কলম হরতাল করে, হয়তো ঘরও মুখ ফিরিয়ে নেবে। আপনিই ভালো করেছেন। পথই আসল ঠিকানা।
খসড়া
পালাবি কোথায়???????
ছাইরাছ হেলাল
পালানোর পথ নেই জনাব।
ব্লগার সজীব
পেয়ে লাভটা কি ? পথ কি অভিন্ন ? 🙁
ছাইরাছ হেলাল
কঠিন প্রশ্ন , সব পথের গন্তব্য এক নয়।
খেয়ালী মেয়ে
আহা!!!!!!!!!!!অবশেষে পরীক্ষাকে কেউ নাজেহাল করতে পারলো 🙂
ছাইরাছ হেলাল
পরীক্ষা আরও নাজেহাল করার অপেক্ষায় আছে ওৎ পেতে আছে।
আপনি কোথায় ছিলেন?
ওয়ালিনা চৌধুরী অভি
“এবার পরীক্ষার মাথায় বাঁশ ফাটিয়ে করব বিশ্বজয়,হব দেশান্তরী।” আপনার পক্ষেই লেখা সম্ভব।
আর বেশি কিছু বললাম না।
ছাইরাছ হেলাল
আপানার পক্ষেও বলা সম্ভব আরও ভাল করে।
বেশি বলতে হপে না।
লীলাবতী
এত এত খুসির মাঝে ‘ শেষে………… ‘ এর পরের অংশ টুকু না লিখলে কি চলতো না ?
ছাইরাছ হেলাল
খুশির সময় বাস্তবতা ভুলে লাভ নেই।
ইয়াগনিন সুলতানা
পরীক্ষা আমাকে পরীক্ষা করে অনবরত।খুব মজা লাগলো লাইন টা পড়ে
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ আপনাকে, বহুকাল পরে আপনাকে দেখলাম।
মোঃ মজিবর রহমান
সহসাই আমারা হেঁটে যাব যে যার পথে,যেমন যাই হরহামেশা,গিয়েছি যেমন আগেও।
ক্লান্তিহীন বিমগ্ন পথিক ভালোবেসেই ভালোবাসবে পথকে,পথ ই যার শেষ ঠিকানা।
ভালো ভাই।
ছাইরাছ হেলাল
আচ্ছা। আপনাকে কম দেখছি এখন ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আড়ালে পরীক্ষা হাসে মিটি মিটি, আর ভাবে ‘এই শীত শীত না আরও শীত আছে’। (y) -{@
ছাইরাছ হেলাল
আরও শীত সামনে আছে মনে রাখতে হবে।
মেহেরী তাজ
ভাইয়া পরীক্ষা আমাকে পরীক্ষা করে, এমন ভাবে লিখেন কিভাবে ? -{@ -{@
ছাইরাছ হেলাল
আপনি ফুলে ফুলে ‘সোনেলা’ যেভাবে লেখেন।
হৃদয়ের স্পন্দন
অসাধারণ লেগেছে
সীমান্ত উন্মাদ
শেষটা অসাধারন। ভাই সেই কবে শেষ পরিক্ষা দিছি রেজাল্ট পাইনাই এখনো কিতা করতাম কন দেহি। কব্বরে যাওয়ার টাইম হই গেলগা ;(