পরিবর্তন। পরিবর্তনের কথা শুনলেই আমরা একটু নড়েচড়ে বসি। রবীন্দ্র কিংবা নজরুলের গানে একটু গিটার কিংবা ব্যান্ড ধাঁচ শুনলেই অনেকেই আগে মুখ বাঁকিয়ে বলে ফেলি, গানের বারোটা বেজে গেছে। ভালো করে শুনে দেখা পরের কথা। ঈদে বাড়ি ফিরছেন, রাস্তায় কোন জ্যাম নেই, বলে বসবেন দেশের অবস্থা এতো খারাপ যে ঈদে পর্যন্ত আনন্দ করতে মানুষ বাড়ি যায়না ( বাসে এক বেকুবের মুখে শোনা )। ফেসবুকে হোম পেজ চেঞ্জ হবার সময় দেখেছি, ব্যাপক কান্নাকাটিতে মুখ আর বুক সয়লাব, আগেরটাই সুন্দর ছিলো, এইটা কি হইলো, দুইটা লাইন ইত্যাদি ইত্যাদি। সেই কান্নার মেয়াদোত্তীর্ণ হইতে কিন্তু বেশিদিন লাগেনি।
এরকম অনেক অনেক উদাহরন আছে, পরিবর্তনে আমাদের ব্যপক এলার্জি।
মনে আছে শেখ হাসিনা সরকার একবার সময়ের সাথে ১ ঘণ্টা যোগ বা বিয়োগ করবার ডিসিশান নিলেন, পুরো টাইফুন ঝড় শুরু হয়ে গেলো। কঞ্জুস ব্যক্তি যার থলে থেকে এক আনাও বের হবেনা, মুখ খুলতে পুরাই হাতেম তাই। এদেশে এসে তো কোন সমস্যা দেখছিনা, দিব্যি সবাই এই সিস্টেমে মানিয়ে চলছেন। তাহলে সমস্যার গোড়া টা আসলে কোথায়? (বেশি খোড়াখুড়ি করা মানা )। সমস্যা আসলে যুক্তিতে, যত বকরবকর সব সংসদ ভবনে। মমতাজের গান সব সংসদ ভবনে না গেয়ে, সুস্পস্ট যুক্তি সবাইকে বুঝিয়ে বলতে হবে। একটা সিস্টেম চালু করে তার পেছনে যুক্তি দিতে না পারলে, দুইটা সমালোচনা শুনেই পেছন দিয়ে দৌড় দিলে হবেনা।
সপ্তাহে দুদিনের ঘোষনাতেও এরকম সমালোচনা শুরু হয়েছিল। আমরা বহুত কর্মঠ জাতি, দুদিন কাজ বন্ধ শুনে তাই খারাপ লাগারই কথা। তবে অচিরেই অফিসের চেয়ারে দোল খাওয়ার চাইতে বিছানায় নিদ্রাকুসুম স্বপ্ন দেখা বেশি আপন মনে হওয়ায় আমরা তা দ্রুত মেনে নিয়েছি। আসলে আসল কথা হলো এটাই, পরিবর্তন মানতে পারিনা আমরা। সৌভাগ্য যে দেশের পোলাদেরও বিয়ের পর বাড়ি পরিবর্তন করে শ্বশুরবাড়ি যাওয়া লাগেনা, নইলে বিয়ে সিস্টেমই বন্ধ করে দিত কিনা কে জানে।
আমার এতো প্যাচালের জন্য দায়ী জিসান ভাই এর মুদ্রা পোস্ট ( আমি না )। মুদ্রা নিয়ে একবার একটা প্রচার কিংবা অপপ্রচার (আশা করবো অপপ্রচারই হোক ) শুনেছিলাম। ১ টাকার মুদ্রা এদেশ থেকে পাচার হয়ে যায়, যা দিয়ে নাকি ৩/৪ টা ব্লেড বানানো সম্ভব। যদি তাই হয় তবে এসমস্ত দেশে কিভাবে তা প্রচলিত আছে। এখানকার ৫০ সেন্ট দিয়ে তো তাহলে ১০ টা ব্লেড বানানো যাবে। আবার এও শুনেছিলাম কয়েন নিয়ে সবাই মাটির ব্যাংক বন্দি করে। আরে বাবা টাকার চল উঠিয়ে দিলে কয়েন খরচ না করে সবাই যাবে কোথায়? অবশ্যই আমাদের মুদ্রার প্রচলন করা উচিত। থুথু দিয়ে মহা আয়েশে টাকা গুনতে না পারার দুশ্চিন্তা অনেকের মধ্যে আসতে পারে, হয়তো একারনেই অনেকে ব্যাপক কান্নাকাটি করছেন। কয়েনের ঝনঝনানি একটু শুনেই দেখুন না, দেখবেন কেমন মায়া মায়া করে খাবারদাবারে মিতব্যায়ী হয়ে যাচ্ছেন। লাইফটাইম বউ ভালো না লাগলেও কয়েন লাগবে, গ্যারান্টি।
পরিবর্তনের বিকল্প নেই, এগিয়ে যেতে হলে অনেক সিস্টেমকেই ঘষে মেজে কিংবা নতুন আবরনে সাজাতেই হবে। যেই সিদ্ধান্তই নিন, আগে ভেবে দেখতে হবে তা কতোটা প্রয়োজনীয়, যুক্তি দিন। আমার প্রিয় একজন স্যার বলেছেন একবার, ভাইভা বোর্ডে গিয়ে যদি তুমি ভুল উত্তর দাও কখনো, তাহলে তার স্বপক্ষেও যুক্তি দাও। তোমার যুক্তি সঠিক হলে তোমার ভুল উত্তর গ্রহন করা হবে।
সবকিছুই পরিবর্তন হয়, আমি, আপনি; সিস্টেম কোন ছাড়?
৫৪টি মন্তব্য
নুসরাত মৌরিন
সবকিছুই পরিবর্তন হয়, আমি, আপনি; সিস্টেম কোন ছাড়? (y)
ঠিকই তো!!
শুন্য শুন্যালয়
হুম। আমি আপনাকে আজ খুঁজে বেড়িয়েছি ফেসবুকে, পাইনি 🙁
নুসরাত মৌরিন
আপু আমি আপনাকে খুঁজে নিয়েছি,ঠিকঠাক আপনাকেই পেলাম কী না-জানাবেন কিন্তু…। 🙂
শুন্য শুন্যালয়
কেউ খুঁজে পায়, কেউ পায়না, এ কেমন বিচার? এত্তো এত্তো ধয়নাদ আপু। -{@
স্মৃতির নদীগুলো এলোমেলো...
Baparta poribortoner na, jump deyar. Direct 5 e jump na diye 2 e dik na. And the comments that stupid muhit made about the value of 1 or 2 tk. 1 takay akhono onek kichui paoya zay. R je desher per capita income around 1000 usd, tader kache 1 tk o valuable. Poysa uthay dik. Smallest unit hok 1 tk.
শুন্য শুন্যালয়
এইটা অই জনাবের জন্য নতুন কিছু না। হ্যাঁ smallest unit 1 tk হোক এবং সেটা কয়েনেই হোক।
ধন্যবাদ ভাইয়া, মন্তব্যের জন্য।
স্বপ্ন নীলা
পরিবর্তনের বিকল্প নেই, এগিয়ে যেতে হলে অনেক সিস্টেমকেই ঘষে মেজে কিংবা নতুন আবরনে সাজাতেই হবে। যেই সিদ্ধান্তই নিন, আগে ভেবে দেখতে হবে তা কতোটা প্রয়োজনীয়, যুক্তি দিন।’’———খুবই ভাল লাগলো কথাটা
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপু।
হৃদয়ের স্পন্দন
হা হা হা , এটা বেশ ছিলো লাইফটাইম বউ ভালো না লাগলেও কয়েন লাগবে গ্যারান্টি . আপু খাবার দাবারের মিতব্যায়িতা কি সত্যি সম্ভব! ! তবে কয়েন ই ভালো খোদার খাশি শোনার থেকে যদি ওজন কিছুটা কমে। তবে পরিবর্তন টা আসলেই ভেবে দেখতে হবে। ঈদের সময় আনন্দ করতে মানুষ গ্রামে যায়না এটা যে বলেছে আমি শিউর তার অনিচ্ছা সত্বেও সে গ্রামে যাচ্ছিল। জ্যাম লাগলো তো বউ কে বলতো আগেই না করেছিলাম অযথা। মুখে এক রাশ বিরক্ত
শুন্য শুন্যালয়
হা হা হা ঠিক বলেছেন, ওটাকে মনে হয় জোর করে বউ বাড়ি নিয়ে যাচ্ছিল ঈদ করতে। 😀
নারে ভাই পেটুকদের খাওয়াদাওয়া থেকে কোন কয়েনই বাঁচাতে পারবেনা। অইটা ছিলো বিস্কুট দৌড়ের প্রলোভন। কাজের পরিবর্তন চাই, অকাজের না। ভালো থাকবেন।
স্বপ্ন
প্রচলিত সিস্টেম একটু ব্রেক করলেই সমালোচনার বন্যা।যেন আকাশ ভেঙ্গে পরে সবার মাথার উপর।দেশ নিয়ে আশার কিছু দেখছি না আমি।
সচরাচর আপনি যা লেখেন,এর বাইরে লিখলেন এটি।যথেষ্ট যুক্তি আছে লেখায়।এমন লেখা আরো চাই আপু।
শুন্য শুন্যালয়
হুম সেটাই। ভালো সিস্টেম মেনে নেবার মনমানসিকতা থাকতে হবে আমাদের। এভাবেই চলছে দেশ, আশা ছাড়তে পারিনা যে। আমি কখন কি লিখি নিজেই জানিনা।। উতসাহ পেলাম আপনার মন্তব্যে। অনেকদিন স্যরি অনেকমাস লিখছেন না।
ছাইরাছ হেলাল
অবশ্যই পরিবর্তন দরকার এবং অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু প্রতিটি পরিবর্তন প্রয়োগের আগে
সঠিক ভাবনা-চিন্তার প্রয়োজন। যা আমরা সব সময় করি না।
আপনি কত কী পারেন তা দেখার অপেক্ষা করছি। প্রথম লিখলেন।
শুন্য শুন্যালয়
জ্বি ভাইয়া, যেকোন পরিবর্তনের আগে চিন্তা করতে হবে, সেটি আমাদের প্রয়োজন কিনা, নড়বড়ে চিন্তাভাবনা সুস্পষ্ট যুক্তি না থাকলে দুদিন অন্তর তা বদল করা যাবেনা। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা বংগবন্ধু সেতুর নাম পরিবর্তনের মতো পরিবর্তন আমরা চাইনা।
আমার কোন পারাই যুইতের না, জানেন আপনি 🙂
শান্তনু শান্ত
পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন!!! সবকিছুতেই পরিবর্তন দেখতে পাচ্ছি।। আরো পরিবর্তন দেখতে চাই। ভালো লাগলো লেখাটি।। (y)
শুন্য শুন্যালয়
আরো নয়, ভালো পরিবর্তন দেখতে চাই। ধন্যবাদ মন্তব্যের জন্যে।
বৃষ্টিহত ফাহিম
পরিবর্তন অবশ্যই দরকার, নাইলে গতিশীলতা আসবে কিভাবে? তবে যেই দুটা উদাহরণ শুরুতে দিলেন, সেগুলোর পক্ষে যুক্তি খুব খোড়া। বরং সমস্যাই সৃষ্টি করে বেশি।
শুন্য শুন্যালয়
হুট করে দুটো সিস্টেমকে খোড়া বলতে রাজি নই আমি। একটি খোড়া হলেও শেষ পর্যন্ত মেনে নিয়েছি, কিন্তু কেনো? যুক্তি নিশ্চয়ই আছে। এদুটো অনেক দেশেই প্রচলিত এবং বিশ্লেষণ আছে যথেষ্ট। যাই হোক, আমার মুল কথাটা ভুল বা শুদ্ধ বলা নয়, যারা দেশের পলিসি মেকার তাদের হুটহাট করে কোন সিস্টেম এপ্লাই করলে চলবেনা। আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা মানানসই কিনা, প্রয়োজন কিনা আগে দেখতে হবে। দুদিন পর পাল্টালে হবেনা।
অনেক ধন্যবাদ প্রথমবারের মতো মন্তব্য পেয়ে। স্বাগতম সোনেলায় আপনাকে।
খসড়া
তোমার লেখায় মন্তব্য করার কিছু খুঁজে পাইনা। সব কিছুতেই মনে হয় আমার কথা এটা।
শুন্য শুন্যালয়
এটা সবচেয়ে সুন্দর মন্তব্য আমার জন্য। -{@
প্রহেলিকা
***দেশের পোলাদেরও বিয়ের পর বাড়ি পরিবর্তন করে শ্বশুরবাড়ি যাওয়া লাগেনা, নইলে বিয়ে সিস্টেমই বন্ধ করে দিত কিনা কে জানে।***
হা হা হা দারুন বলেছেন! পরিবর্তন মানতে নারাজ সবাই, পরিবর্তনকে বিকৃতির সাথে তুলনা করতে দেখেছি অনেককে। এখন সবাই যুক্তি না কাইন্দা জিততে চায়।
উপস্থাপনার ঢং কিন্তু দারুন হয়েছে, চমৎকার। এমন লেখা এই প্রথম পড়লাম যদিও কিছুটা প্যাচাল এর মতোই। অভিনন্দন জানবেন।
শুন্য শুন্যালয়
জেন্ডার ইস্যু তোলেননি, যাক এবারের মতো বেঁচে গেলাম। গলায় জোর থাকলে যুক্তি লাগেনা ভাবটা এমনই।
প্যাচালের কথা এখনো ভোলেননি দেখছি 🙂
শাহানা আফরিন স্বর্ণা
পরিবর্তন কে সবাই ভয় পাই। সবাই বলতে আমরা বাঙালীরা বোধহয় একটু বেশী ই।
গান নিয়ে বলেছেন। এতে আমার খুব ক্ষোভ। আমাদের আশেপাশের দেশ গান নিয়ে কত এক্সপেরিমেন্ট ই না করে আর আমরা করার নাম নিলেই কত না সমালোচনা।
শুন্য শুন্যালয়
হ্যাঁ আপু। তবে গান নিয়ে এক্সপেরিমেন্ট এখন কিন্তু অনেকেই করছে আমাদের দেশে, যদিও বেশিরভাগ ফোক বেজড। রবীন্দ্র বা নজরুলের গানকে নিয়ে পাশের দেশে অনেক অনেক ভালো কাজ করছে। সত্যি বলতে নতুন করে ভালো লাগার সৃষ্টি হয়েছে। রাঘবের “কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা” শুনে আমি কএকদিন ঘোরে ছিলাম। ভালোটা একদিন সবাই নিশ্চয়ই গ্রহণ করবে। ভালো থেকো আপি।
শাহানা আফরিন স্বর্ণা
আপনি আপনার লেখায় যা বলেছেন পরিবর্তন কে দেখে ১মে ভ্রু কুঁকালেও ভাল কিছু সবসময়ই গ্রহণ করে নেয় সবাই 🙂
হ্যা ভাল থাকতেই হয় আপনাদের সাথে 😀
জিসান শা ইকরাম
অত্যন্ত ভালো ভাবে বুঝিয়েছেন, ভালো পোষ্ট।
আমাদের সবচেয়ে বড় যে সমস্যা তা হচ্ছে – আমরা সবাই বিশেষজ্ঞ
আমি পেশায় ব্যবসায়ী- মতামত দিচ্ছি বাইপাস সার্জারি এভাবে না হয়ে এভাবে হলে ভালো হতো
বাংলার শিক্ষক হয়ে মতামত দিচ্ছি অর্থনীতির উপর
আর বোকা মানুষ গন এর উপর ভিত্তি করে আলোচনার বন্যা বইয়ে দেয়।
এমন লেখা লিখুন আরো
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
ভালো বলেছেন জিসান ভাইয়া। একটা কথা মনে পরে গেলো। শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে এলেন, তখন জনগণের প্রশ্নের জবাব দেবেন এমন একটা প্রোগ্রাম হতো নিয়মিত, খুবই চমৎকার উদ্যোগ। কোন একটা বিভাগের ব্যাপারে সম্ভবত অর্থ মন্ত্রনালয়ের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমিতো এই ব্যাপারটা ঠিক বুঝিনা আমার মন্ত্রনালয়ের সাথে কথা বলে জেনে নিতে হবে।কতো সহজ সরল স্বীকারোক্তি। তিনি প্রধানমন্ত্রী তবে তাকে প্রত্যেক ব্যাপারে জানতেই হবে এমন কোন কথা নেই, তার জন্য আলাদা আলাদা মন্ত্রনালয় আছে। তবে এই নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল মিডিয়াতে। তিনি একজন প্রধানমন্ত্রী হয়েও বলছেন তিনি এইসব বোঝেন না। এ হচ্ছে আমাদের মানুষ, বোকা মানুষ।
পোস্ট ভালো বলছেন জেনে বেশ আনন্দিত। আমি এমন লিখতে পারিনা, হঠাৎ করেই লেখা। অনেক ধন্যবাদ।
বনলতা সেন
লেখার পরিবর্তন আমরা হাউ-কাউ না করেই মেনে নিয়েছি।
আমাদের কিন্তু চিরায়ত অভ্যাস আছে নিজেদের কোন অর্জন আমাদের ভাল লাগে না। ভাল বা মন্দ যাই হোক না কেন।
অবশ্য মুদ্রার বিষয়ে প্রথমে ভুল-ভাল বলে আরও উস্কে দেয়া হয়েছে।তবুও শেষের সিদ্ধান্তটি হওয়াতে এ যাত্রা রক্ষা পেলাম।
শুন্য শুন্যালয়
হা হা পরিবর্তনের জন্য হাউকাউ না করে আমাকেও এযাত্রা রক্ষা করেছেন। তবে ভুলে যাইনি কিন্তু, কে চিমনির আড়ালে লুকাচ্ছে সব দেখছি 🙂
উল্টোপাল্টা কথার লাগাম তাদের টানতেই হবে, বিকল্প নেই।
বনলতা সেন
সব দেশে চিমনি থাকে না,থাকলেও সবার কাছে লুকানো যায় না।
চলুক পরিবর্তন। টাইম মত ঠিকই হাউ কাউ হবে।
শুন্য শুন্যালয়
হাউ কাউ করার জন্যই তো অপেক্ষা করতেছি। চুলোচুলিটাও করা যেতে পারে। কই আপনি? ভোর তো পা হড়কে এখন শীতের দেশে যাবার পায়তারা করছে, বাহানা এইখানে নাকি খুব গরম।
ব্লগার সজীব
‘ থুথু দিয়ে মহা আয়েশে টাকা গুনতে না পারার দুশ্চিন্তা অনেকের মধ্যে আসতে পারে, হয়তো একারনেই অনেকে ব্যাপক কান্নাকাটি করছেন।’ :D) :D) খুব মজা পেলাম আপু। অত্যন্ত ভালো হয়েছে আপনার এই পোষ্ট।সহজ ভাবে বুঝিয়েছেন লেখার আসল বক্তব্য।
শুন্য শুন্যালয়
হুম অনেক মজা এমন করে টাকা গোনায়। অনেক রোগের আখড়া কিন্তু এভাবে হাতবদল হওয়া এই টাকা। মজা পেয়েছেন তা বুঝতে পারছি, হাত-পা যেভাবে ছোড়াছুড়ি করছেন।:)
অনেক ধন্যবাদ। চ্যাটিং এর নিয়মিত আপডেট আমাদের জানিয়েন কিন্তু।
খেয়ালী মেয়ে
পরিবর্তন খুব স্বাভাবিক ব্যাপার–পরিবর্তন হবেই–পরিবর্তনের কোন বিকল্প নেই–তবে কিছুকিছু পরিবর্তনের স্বপক্ষে অবশ্যই জোরালো যুক্তি থাকতে হবে…
শুন্য শুন্যালয়
হ্যাঁ অবশ্যই, যুক্তি ছাড়া এক একটা পরিবর্তন চাপিয়ে দিলেই তো আর হবেনা, যেটা হরহামেশাই হয়ে থাকে।
সাইদ মিলটন
ওয়াও পুরাই ছক্কা 😀
লাইফটাইম বৌ … লাইনটা পইড়া হাসতে হাসতে হিক্কা উইঠা গেছে 😀
শুন্য শুন্যালয়
বলেন কি, এক গ্লাস পানি খেয়ে নিন। ব্যাটের ভারেই কাত হয়ে যাওয়া মানুষ ছক্কা মেরেছে শুনলে বড়ই আনন্দ বোধ করি। ধন্যবাদ ধন্যবাদ 🙂
অরণ্য
আমি বেশ মীরাক্কেল দেখি। আপনার লেখাটি পড়তে গিয়ে এক জায়গায় লেখাটিকে নিয়ে যেন মীরাক্কেলে হাজির।
ঃ বলুন তো “তাহলে সমস্যার গোড়া টা আসলে কোথায়?
ঃ কোথায়? কোথায়? কোথায়?
ঃ “বেশি খোড়াখুড়ি করা মানা”।
ভাল লিখেছেন। পৃথিবী যেমন এন্ট্রপি বা পরিবর্তন ছাড়া চলবে না। ঠিক একই ভাবে আমাদের মধ্যেও সবসময়ই কাজ করছে আমাদের ইনার্সিয়া – হোক সে স্থিতিজড়তা কিংবা গতিজড়তা। চেঞ্জমেকার বা পলিসিমেকাররা দুটো একটু ভাল করে বুঝলেই আর কিছু লাগে না।
শুন্য শুন্যালয়
হা হা হা, কোথায়? কোথায়? কোথায়? আমিও যেন মিরাক্কেলের পর্বটা দেখে ফেললাম।
আপনিও বেশ ভালো বলেছেন, মানুষ দুই রকম, সংসারী আর বৈরাগী, আপনার স্থিতি আর গতিজড়তার আরেক নাম দিলাম আর কি 🙂
অরণ্য
বেশ ভাল মিল খুঁজেছেন দেখছি। মন্দ না – বেশ ভাল নাম দিয়েছেন। 🙂
শুন্য শুন্যালয়
🙂
প্রজন্ম ৭১
আপনি এমন লেখা লিখতে পারেন বিশ্বাসই হচ্ছে না।দিন দিন একজন ঝানু ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করছেন। পরিবর্তনের বাঁধাগুলো দারুন দক্ষতা এবং সহজ ভাবে তুলে এনেছেন।ধন্যবাদ ম্যাডাম।
শুন্য শুন্যালয়
আপনিতো প্রশংসায় আমাকে মাতিয়ে দিলেন স্যার। ঝানু ব্লগার হওয়া আমাকে দিয়ে কখনোই হবেনা। লীলাবতী দিই পারেনি আর আমি 🙂 দ্রষ্টব্যঃ হাউ টু বুঝবেন দ্যাট আপনি একজন বিগ ব্লগার।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পরিবর্তন আসলে সময় সাপেক্ষ প্রয়োজন হলে পরিবর্তন করবে তবে সব দিক বুঝে সুজে। -{@
শুন্য শুন্যালয়
হ্যাঁ ভাইয়া সেটাই বলেছি, অপ্রয়োজনীয় পরিবর্তন কাম্য নয়।
ছারপোকা
ছাইরাছ হেলাল ভাইয়ের সাথে সহমত প্রকাশ করছি ।
পরিবর্তনের কোন বিকল্প নেই,
বর্তমানের সব সিস্টেমকেই
পরিবর্তন করতে চাই কিন্তু তা কি আদৌ সম্ভব ?
আপনার লেখায় দিন দিন ভিন্নতা পাচ্ছি যা খুব উপভোগ্য ।ভাল এ পারেন আপনি আপনার পরিবর্তন কিন্তু বেশ দেখার মত ।
শুন্য শুন্যালয়
সব সিস্টেমকে বন্ধ করে দেয়া কি ঠিক হবে? এটাই তো ভাববার বিষয়।
আপনি সোনেলায় কিছুটা নূতন। এমন করে কিছু আগে লিখিনি তা নয়। যেই পরিবর্তনই হোক, আপনাদের কাছে সেটা ভাল লাগলেই আমি খুশি। ধন্যবাদ আপনাকে।
সীমান্ত উন্মাদ
ছোট বেলা থেকে আমি রবিন্দ্রনাথের গান আমার ভালো লাগতো, তয় সেইদিন বেশি ভালোলাগছে যেদিন রবিন্দ্র সরোবরে আমি এবং আমার ব্যান্ড আজথেকে ১০ বছর আগে জাগরনে যায় বিভাবরি গানটা গাইতে গেলে কয়েকজন বোদ্ধা গানের মাঝখানে আমাদের থামিয়ে দেন অথচ আমাদের ভোকাল যিনি গানটা গাইছিলেন তিনি সে সময় ছায়ানটের সেরা ছাত্রদের একজন ছিলেন। সঠিক পরিবর্তন সবসময় ভালো একটা দিক তৈরি করে, আর ভুল করলে তা খারাপ দিকে নিয়ে যায়। এটা যেমন ঠিক আবার অন্য দিকে তুমি যদি এক্সপেরিমেন্ট করার সুযোগ না দেও তবে ভালোকিছু কিভাবে বিকশিত হবে নতুন করে। তবে হা যারা পরিবর্তন চান তারা যেন আবার সেই মহিলার মত পরিবর্তন না হয়ে যান, যে তিনি চারবার চাকুরী পাঁচবার স্বামী বদল করতে করতে মেন্টাল হসপিটালে বদলি হয়ে গেছেন চিরতরে। :p
সবসময় শুভকামনা তোমার জন্য।
শুন্য শুন্যালয়
হাহাহা হ্যাগো জন্যই কইছি লাইফটাইম বউ ভালো লাগেনা। এইরকম পরিবর্তন হইলে তো কাম হইছে। আমি একজন পাইছি এইখানে যে দুইদিন পরপর বাড়ি পরিবর্তন করে, সাবধান করে দিলাম একদিন দেইখো আবার জামাই বদল কইরো না 🙂
সীমান্ত উন্মাদ
খোজ দা সার্চ কইরা দেখ এতোদিনে জামাই কয়টা বদলাইছে। :p
লীলাবতী
আপনি যা স্পর্শ করেন,তাই সোনা হয়ে যায়।সোনেলার চ্যাম্পিয়ন এর প্রাইজ আপনাকেই দিতে হয় দেখছি।খুভ ভালো উপস্থাপনা আপু।
শুন্য শুন্যালয়
শেষে না আমার ঘটিবাটি সব সোনা হয়ে যায় 😀 এতো প্রশংসা শুনতে মন্দ লাগেনা, তবে ভীত হই বেশি। এরপর ভালো না লিখতে পারলে যদি মন্দ বলেন। অনেক ধন্যবাদ প্রিয় লীলাবতী দি…
শিশির কনা
পরিবর্তন নিয়ে আপনার যুক্তিপূর্ণ লেখা পড়লাম।পরিবর্তনের নাম শুনলেই আমরা পালাই।যুক্তিপুর্ন পরিবর্তনকে গ্রহণ করতেই হবে।মানুষই তো পরিবর্তিত হয়ে যায়,সিষ্টেম কোন ছাড়?
কিছু দিন আপনি নেই,মিস করছি আপনাকে আপু।
শুন্য শুন্যালয়
আপনিই তো পথ দেখালেন মাঝে মাঝে হাওয়া হবার। আপনার পথেই তাই চলছি 🙂
পরিবর্তন হোক, নিজের ভালোটুকু ছাড়া। ভালো থাকবেন খুব। ফাগুনের শুভেচ্ছা আপনাকে। -{@