আমি এখন জীবনের মানে খুঁজি অন্ধকার গলিতে
সুখটান দেই হাতের মধ্যে দুই আঙ্গুলের ফাঁকে রাখা আগুনে
দুঃখগুলো সব ছেড়ে হাওয়ায় বৃথাই বেঁচে থাকার চেষ্টা করি
খুব বেশিকিছু চাইনি তোমার কাছে যতোটুকু ভালোবাসা পেলে
একজন মানুষ বাঁচতে পারে ঠিক ততোটুকুই চাওয়া ছিল আমার।
তোমর কাছে অবারিত আকাশ চাওয়ার ছিল না আমার, এক টুকরো মেঘ চেয়েছিলাম
যার ছায়ায় দাঁড়িয়ে তপ্ত হৃদয়টা একটু শীতল করে নিতাম।
এখন আমার অবাক করা দিন কাটে মানুষের সুখ দেখে রাতগুলো কাটে বিষন্নতায়
একাকী আনমনে হাঁটি, হাঁটি গন্তব্যহীন জীবনের বাঁকা পথে।
১৪টি মন্তব্য
স্বপ্ন নীলা
কবিতাটি ছোট কিন্তু ভাল লাগা রইল সমস্ত কবিতায়,,,,,,,,,,,,শুভকামনা
বৈশাখী ঝড়
তবে ধরে নিতে পারি আমার শ্রম কিছুটা হলেও সার্থক
মর্তুজা হাসান সৈকত
ভালো কবিতা। ভালো লিখেছেন।
বৈশাখী ঝড়
ধন্যবাদ
খসড়া
পথ জানা নেই ক্ষতি কি? পথ খুজে নেই পেয়ে যাবই।
বৈশাখী ঝড়
চেষ্টা করলে অবশ্যই পথের দেখা পাবেন।
জিসান শা ইকরাম
এই সামান্য চাওয়াও দিতে পারেনি সে ?
(y) (y)
বৈশাখী ঝড়
তার কাছে হয়তো এটা খুব বেশি হয়েছে। ধন্যবাদ কবিতা পাঠের জন্য
নীলকন্ঠ জয়
জানা পথেই চলুন। সহজ এবং সরল পথই ভালো। -{@
বৈশাখী ঝড়
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য
মিথুন
পথ জেনে যাবেন. অপেক্ষা একদিন শেষ হয়.
বৈশাখী ঝড়
অপেক্ষা একদিন শেষ হয়। সেই শুভ দিনটির জন্য আছি
শুন্য শুন্যালয়
ভালো লেগেছে অনেক … (y)
বৈশাখী ঝড়
আপনাদের এমন ভাল লাগাই আমার পরম পাওয়া