মানুষের দেহ বড্ড বেশি শব্দময়
শব্দময় হৃৎপিণ্ডের নিঃশব্দ সঞ্চালন,
শব্দময় মানুষের ভাব বিনিময় আলাপন ,
শব্দময় মাতৃগর্ভে , বাড়ন্ত শিশুর স্পন্দন ।
শব্দময় শরীরে নিঃশব্দের নিঃসাড় অবস্থান
শামুকের বুকে সমুদ্র ঘুমায়, বরফের মাঝে জল
নারীর শরীরের খাঁজে, কাব্যময় কোলাহল,
সুখ আর দুঃখে সঞ্চিত চোখে নোনা জল
হয় কাব্যময় গল্পকথা ,কথা কয় সেই জল ।
দেহ হতে উৎপত্তি ভাষা , দেহেই ভাষার বসতি
নারীর পদভার নিঃশব্দ , শব্দময় দেহে হিল্লোল
ছন্দায়িত দেহে নির্বিশেষ বাজে ঢোল মাদল ;
দুরন্ত বাতাস, বানভাসি স্রোত আর উরন্ত আঁচল
হে নারী ,বিমুগ্ধ এ কবি তোমাকে উৎসর্গ করে ফুল ।
২৮টি মন্তব্য
লীলাবতী
সুন্দর শব্দচয়নের কবিতায় অনেক ভালো লাগা।
পারভীন সুলতানা
ধন্যবাদ।
স্বপ্ন
নারীতে এত কিছু? 🙂 (y)
পারভীন সুলতানা
ভুলে যাবেন না, নারী সৌন্দর্যের প্রতিক, নারী সমৃদ্ধির প্রতীক ।
স্বপ্ন
ভুলে যাইনি আপু।
আপু জবাবে ক্লিক করে জবাব দিন 🙂
পারভীন সুলতানা
বুড়ো হয়ে গিয়েছি, মনে থাকে না ।
স্বপ্ন
আপুরা বুড়া হন না কোনদিন -{@ 🙂
সাতকাহন
ভালো লিখেছেন আপা।
পারভীন সুলতানা
ধন্যবাদ।
ব্লগার সজীব
নারীকে নিয়ে লেখা ভালো লেগেছে আপু।
পারভীন সুলতানা
আপনাদের সহযোগিতা চাই।
অনিকেত নন্দিনী
কবিতায় বিমুগ্ধতা। -{@
পারভীন সুলতানা
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
নৈ:শব্দের মাঝে নারীর শব্দময় সঞ্চালন, অসাধারন আপু। শামুকের বুকে সমুদ্র ঘুমায় লাইনটা কোট করে ফেললাম। নারীকে নিয়ে নারীরা কমই কবিতা লেখে, আমার যা মনে হয়। আপনার জন্য অনেক শ্রদ্ধা -{@
নীলাঞ্জনা নীলা
কি করে লিখবে? দু’ বছর আগে নারীকে নিয়ে লিখেছিলাম, আরে আমার বান্ধবীকে নিয়ে। বন্ধুত্ত্ব কি প্রেম না? বিশাল অবস্থা হয়ে গিয়েছিলো। আর এখন যদি লেখাটা দেই, তাহলে আমি যা নই, তা-ই বানিয়ে দেবে। :p
বুঝলেন শুন্য শুন্যালয়? 🙂
শুন্য শুন্যালয়
না বুঝিনি, বুঝতে চাইওনা আপু। যা কিছু মন থেকে আসবে তাই-ই লিখবেন। কে কি বলছে তাতে কিচ্ছু যায় আসেনা। আমি অপেক্ষা করবো লেখাটার @নীলাঞ্জনা আপু।
পারভীন সুলতানা
এত সম্মানের মর্যাদা রাখতে যেন পারি ভাই, দোয়া করবেন।
শুন্য শুন্যালয়
আমরা কৃতজ্ঞ আপনাকে পেয়ে আপু। ভালো থাকবেন @পারভীন আপু।
নীলাঞ্জনা নীলা
নারী সে তো রোদ-বৃষ্টি-জল-ছায়া।
নারীকে আরোও আঁকুন। -{@
পারভীন সুলতানা
নিশ্চয়ই , নিজেকে দিয়ে বোঝেন না।
ছাইরাছ হেলাল
এমন নারীতে আপনি বিমুগ্ধ হতেই পারেন।
পারভীন সুলতানা
বিমুগ্ধ বলেইত বলছি, যদি পুনর্জীবন পেতাম, আবারও নারী হতে চাইতাম।
সিকদার
নারী আমার মা, নারী আমার প্রিয়া, নারী আমার বোন, নারী আমার মেয়ে, নারী আমার ভালবাসা , নারী আমার প্রেম ।
পারভীন সুলতানা
আপনাকে সালাম।
মেহেরী তাজ
আপু একটা গুড নিউজ দেই। আমি আপনাদের কবিতা আজ কাল বুঝতে পারি। 😀
নারীকে ছন্দ,কল্পনা । ভালো লেগেছে আপু।
পারভীন সুলতানা
আলহামদুলিল্লাহ ! আমার কবিতাগুলো বুঝবেন, এমন বিশ্বাস আছে আমার।
জিসান শা ইকরাম
নারী বন্দনা হলো
এবার পুরুষ বন্দনা কি পড়তে পারবো না?
অত্যন্ত সুন্দর ভাবে নারীকে উপস্থাপন করেছেন।
পারভীন সুলতানা
পাবেন, অবশ্যই তবে তা বন্দনা কিনা জানিনা।