সোনেলার চতুর্থ জন্মদিন। আমি কী কিছুই লিখবো না? লিখতেই হবে এমন নয়, না বলেও তো অনেক কিছু বলা যায়, বলে সবাই। আর আমি যেন এতো কোটিবার বলে বলেও কিছুই যেন বলতে পারছিনা। খুব বেশি ভালোবাসার কাছে আমি এলোমেলো হয়ে যাই, হড়বড় করি। সোনেলাকে নিয়ে সবার লেখার কাছে আমি অপদার্থ অক্ষম, আমার বলাগুলো সবাই নিয়ে যায় এইভাবে, কিছুই করতে পারিনা।
ভালোবাসি সোনেলা তোমাকে, আঁকড়ে রেখো এভাবেই সবাইকে গোল্লাছুটের এক সীমানায়।
সোনেলার চতুর্থ জন্মদিনের জন্য চারটি ছবি—
প্রথম বছরটি সোনেলার যুদ্ধ। তীব্র ঝড়ের বিরুদ্ধে একাকী দাঁড়িয়ে থাকার কী প্রবল প্রতাপ ইচ্ছে…
দ্বিতীয় বছর সোনেলার শুকিয়ে যাওয়া বৃক্ষরাজির ডালের ফাঁকে ফাঁকে উজ্জ্বল আলোকিত নীল শুভ্র আকাশ।
তৃতীয় মানেই ফের শুরু। প্রতিটি কাউন্টডাউন তিনেই শেষ হয়, ওয়ান, টু, থ্রি, এরপরেই শুরু হয় যাত্রা। প্রাপ্তির পূর্ণতার কাছে ঝরে পড়া নিতান্তই তুচ্ছ।
চতুর্থ মানেই স্পেশাল। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পুরষ্কারের পরে একটি বিশেষ পুরষ্কার থাকে, সেটি কি চতুর্থ নয়? সোনেলার প্রতিটি ব্লগার মুক্তো হয়ে জড়িয়ে আছে সোনেলার কণ্ঠনালী।
শুভ জন্মদিন প্রিয় সোনেলা, শূন্যের বৃত্তাকার ভালোবাসা অফুরন্ত -{@
৩৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ছবিয়ালের ছবি তুলনাহীন,
তয়…… হড়বড়, অপদার্থ, অক্ষম এই শব্দগুলো অপ্রতুল,
আরও যোগ করে দেন, প্লিগ লাগে,
শুন্য শুন্যালয়
মন্তব্যের ঘর তো ফাঁকাই রাখছিলাম, সব আমি যোগ করুম ক্যান? নিজের কথা এতো কওন যায়?
না শিখাইলে ছবি তুলনাহীন না কইয়া উপায় আছে?
মিষ্টি জিন
ভালবাসি সোনেলা।
অনেক অনেক বেশী সুন্দর হঁযেছে ছবি ব্লগ। শুভেচ্ছা এবং ভালবাসা শুন্যআপু। (3
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ মিষ্টি আপু। আপনাদের ভালো লাগে বলেই তো সব অত্যাচার আপনাদের উপর 🙂
মিষ্টি শুভেচ্ছা মিষ্টি আপুকে। (3
আবু খায়ের আনিছ
বাহ! সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তো বিষয়টা। এই না হলে সোনেলার সোনা।
ভালোবাসা নিরন্তর সোনেলা।
শুন্য শুন্যালয়
আনিছ ভাইয়া হুট করে দিয়েছি, পোস্ট দেবার ইচ্ছে ছিলোনা, ভেবেছিলাম সবসময় আমি দেই, এবার অন্যরা দিক। কিন্তু সোনেলা নিয়ে কিছু না লিখলে যে মন ভরেনা।
ভালো থেকো ভাইয়া।
লীলাবতী
আপু আপনি তো লিখলেন, আমি তো কিছুই লিখলামনা, বেশি ভালবাসায় এলোমেলো হয়ে হড়বড় হয়ে যান? হড়বড়টা আবার কি? :p
সোনেলায় আমি কিন্তু আপনার সিনিয়র 🙂 তবে লেখার মানের বিষয়ে আপনি গোল্ডেন এ প্লাস আর আমি মাইনাস তিন হলেও হতে পারি 🙂 সোনেলার অবস্থার সাথে ছবিগুলো এক্কেবারে মিলিয়ে দিয়েছেন। আমাদের সোনেলা নিয়ে এত্ত সুন্দর একটি পোষ্ট দেয়ায় আপনাকে এত্তগুলান (3 , আমাদের মাঝে শুন্য শুন্যালয়ও আছেন -{@
শুন্য শুন্যালয়
হড়বড় মানে তোমাকে দেখে আমার যেই অবস্থাটা হবে সেইটা। আমার সাথে দেখা করো বুঝিয়ে দেবোনে 🙂
হ্যাঁ হ্যাঁ বাবা সিনিয়ার, পান ছেঁচে না দিলাম একবার দাদীমা। লেখার মানের স্কোর আপনি দেবেন কেন? সবাই জানে কার পোস্ট ভালো হয়, আর কাকে সবাই এক নামে চেনে। আমাদের মাঝে ভত্তাবউও আছে।
সমস্যা নেই, সেপ্টেম্বর শেষ হতে চললো, বছরের শীর্ষ পঠিত পোস্টের জন্য রেডি হও বাবুই 😀 (3
অনিকেত নন্দিনী
যে যতোই শুভেচ্ছা জানাক, শূন্যাপুর শুভেচ্ছা জানাবার ধরণটা একেবারেই আলাদা। ছবির সাথে মিলিয়ে মিলিয়ে এমন করে শুভেচ্ছা জানাতে শূন্যাপুর জুড়ি নেই। (y)
অনেক ভালোবাসা সোনেলাকে আর সোনেলার সব সোনাকে। -{@
শুন্য শুন্যালয়
কতো সুন্দর করে লিখেছেন আপনি নন্দিনী আপু, এইটা কিছু পোস্ট হইছে? তড়িঘড়ি করে দিয়ে দিয়েছি, ভেবেছি কারো ভালো লাগবে না। এতো সুন্দর করে উৎসাহ পেয়ে পেয়ে যেন আমিও লাই পেয়ে গেছি,
অনেক ভালোবাসা সোনেলার সব্বাইকে। নন্দিনী আপু সত্যি মিস করি খুব। ২৫ তারিখের পর থেকে নিয়মিত পাই যেন। ভালো থাকুন খুব। -{@
নাসির সারওয়ার
কত্ত কষ্ট কইরা সোনেলার লাইগা কিছু লিখলাম। দেওন আর হইলোনা। ব্যাবাক্তে আমার কথা চুরি কইরা নিজের মত লেইখা ফালাইছে।
ঠিক আছে, দিলাম না লেহা। তয় ছবিগুন কি যানি কয়। ভাল কইরা বুঝিনা।
শুন্য শুন্যালয়
ছবিগুন নাই, চুরিগুনও দেহি নাই, আছেডা কী? চোরের উপর বাটপারী কইরা কিছুতো লেখাই যাইতো তাইনা? ফাঁকিবাজের ছুতার অভাব নাই। ঠিক আছে, পড়লাম না লেহা।
নীলাঞ্জনা নীলা
আমার তিলোত্তমা সাধে কি এ নাম দিয়েছি? সোনেলার একমাত্র তিলোত্তমা তুমি। -{@
তুমি যে সবার চেয়ে আলাদা এই পোষ্টে আবারও সেটা প্রমাণিত হলো। সোনেলার জন্মদিনে এতো সুন্দর করে ছবি দিয়ে শুভেচ্ছা, শুধু কি তাই? ছবির সাথে ক্যাপশনও অন্যরকম।
শুভ জন্মদিন সোনেলা নীড়। এভাবেই একই সাথে থাকুক সকল সোনালী পাখীরা এই সোনেলা নীড়ে। -{@
শুন্য শুন্যালয়
তুমি আমারে এতো লজ্জা ক্যান দাও কও দেহি? কী শত্রুতা তোমার আমার? এই পোস্ট না দিলেই না, এমনে কইরা দিছি দুই মিনিটে। তারেও এমন করে প্রশংসা করো। এতো ভালোবাসা ভালো না হে ঝুমঝুম।
তিলোত্তমা নামের অর্থ কী নীলাপু? বাড়িতে সবাইকে বলবো আমার নতুন নাম হয়েছে 🙂 কি মিষ্টি নাম তিলোত্তমা। (3
সোনেলার সকল পাখিরা এমন করেই নীড়ে ফিরে আসুক ঘুরে ঘুরে।
নীলাঞ্জনা নীলা
তা ঠিক বেশী ভালোবাসা ভালো না। কিন্তু সমস্যা হলো ভালোবেসে ফেললে একবার যতোক্ষণ পর্যন্ত নিজের আত্মসম্মান বজায় থাকে, কখনোই সরে যাইনা। সেই মানুষটির জন্য অনায়াসে সব করতে পারি। কি করবো বলো বাবা-মায়ের থেকে জন্মগতভাবে পাওয়া। 🙁 মামনির কাছে আজ পর্যন্ত কেউ খারাপ না। আর বাপির রাগ আমার মতো, কয়েক মিনিট স্থায়ী হয়। 😀
যাক এবারে আসি তিলোত্তমা নামের অর্থে। জানো কলকাতা শহরকে “তিলোত্তমা নগরী” বলা হয়? তবে তিলোত্তমা হলো একজন অপ্সরা। সুন্দ-উপসুন্দ নামে দুই অসুরকে বধ করার জন্য ব্রহ্মার নির্দেশে দেবতা বিশ্বকর্মা সৃষ্টির সকল সৌন্দর্যকে তিল তিল করে সাজিয়ে নিয়ে এই অপ্সরাকে তৈরী করেছিলেন। বুঝলে গো তিলোত্তমা? অনেক প্রিয় নামগুলোর মধ্যে তিলোত্তমা আমার প্রিয় একটি নাম। 🙂 -{@
শুন্য শুন্যালয়
বলো কী আমি তবে অপ্সরা? সুন্দ- অসুন্দ কে বধ করবার জন্য তার মানে তিলোত্তমা শুধু সৌন্দর্যের নয়, প্রতিবাদী শক্তিধারী নারী। বাহ্, বেশি ভালো বেসে ফেললাম আরো নামটা। ভালো না জেনেও যারা পারে তারা বেশি বেশিই ভালোবাসে। ভালোবাসা হচ্ছে তোমার বদভ্যাস 🙂
হয়তো আমারও ..
মোঃ মজিবর রহমান
আপু এগুল কি সোনেলার না সোনেলার সনাদের !!!!
খুব ভাল লাগলো। শুভকামনা সোনেলার প্রতি।
শুন্য শুন্যালয়
সোনেলা মানেই তো সোনেলার সোনা। তাই দুজনেরই 🙂 এর মধ্যে আপনিও আছে ভাইয়া।
আপনার জন্যেও অনেক শুভকামনা প্রিয় ভাইয়া।
মোঃ মজিবর রহমান
সল;এর সহমতে থাকুক এই বাসনা করি
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এতো দেখছি সোনেলার আদি অন্ত ছবিতে প্রকাশ -{@ শুভ কামনা।
শুন্য শুন্যালয়
আপনার জন্যেও শুভকামনা ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পোষ্টের শিরোনামটি শেষ করেন এ ভাবে
দুই দু গুণে বহু -{@
শুন্য শুন্যালয়
উত্তর তো বসাইনি, আপনিই বসিয়ে নিন ভাইয়া 🙂
দুই দু গুনে বহু বেশ বেশ।
ইলিয়াস মাসুদ
উফ! দারুণ ছবি, ছবির সাথে এমন দারুন ক্যাপশন অসাধারণ, তিনের কথা গুলো বর্নাতিত ………।
সবাইকে সোনেলার শুভ জন্মদিন
শুন্য শুন্যালয়
আপনাকেও ভাইয়া। এই আছেন এই নাই। আপনি তো দেখছি ইরেগুলারলি ইরেগুলার হইছেন সোনেলায়। জলদি ব্যাক করুন।
ইলিয়াস মাসুদ
খুব অপবাদ দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ । সবাই দেশে যাই এর আমি হুদা হুদা পইরা থাকি, একবার সোনার দেশে যেতে পারলে আবার সাবেক হয়ে যেত অন্তর টা, খুব খুব মিস করছি আপু দেশকে, আজ কিছু দিন কিচ্ছু ভাল লাগছে না মনে হয় আজি চলে যাই, কিন্তু কি করবো এক মিনিটের জন্যো সময় বের করা সম্ভব হচ্ছে না। সুস্থ থাকুন সকল ইচ্ছা গুলো রাংগিয়ে ফিরুন সুস্থ ভাবে কামনা
ইঞ্জা
এই কয়েকটি ছবিই বলে দেয় আপু কতো ভালোবাসেন এই সোনেলাকে। -{@
শুন্য শুন্যালয়
সোনেলার প্রতি আমার ভালোবাসা তো পুরনো প্রণয় ভাইয়া। তার ৯০ শতাংশ অপ্রকাশিতই থাকে। ভালো থাকবেন বেশি বেশি।
ইঞ্জা
ভালো থাকুন আপু, ইনশা আল্লাহ্ দেখা হবে। 🙂
প্রহেলিকা
দেরি করে আসাতে গলার জোরটা কম। আস্তে আস্তে বললাম শুভ জন্মদিন সোনেলা। (3
ছবি নিয়ে আর কি কমু, জগৎ জানে এই ছবির হাতের দক্ষতা কতটুকু। চুপচাপ দেখি সেটাই ভালো।
শুন্য শুন্যালয়
আপনি তো ছবির ঝলক দেখিয়েই পগার পার হলেন, ঘটনা কী?
আপনি আস্তে আস্তে বললে আমি মিনমিন করে বললাম ধন্যবাদ, কারন আমারও যে অনেক দেরি হলো উত্তর দিতে।
অপার্থিব
ছবি গুলো ভাল ছিল। পঞ্চম বছরেরটাও খানিকটা ভবিষ্যৎবাণী করে দিলে মনে হয় আরো ভাল হত।
শুন্য শুন্যালয়
এটাতো মাথায় ই আসেনি। আসলেই ভালো হতো।
ধন্যবাদ দিচ্ছি অপার্থিব।
মৌনতা রিতু
ও ননদিনী, আগে ছবিগুলো চুরি কইরা লই। পরে আমুনে।
সোনেলাকে নিয়ে লেখা ও ছবি একদম দারুন। খুবই সুন্দর। আমি এখন আফসোস করি, কেন আরো আগে আসলাম না।
তাতে একটা জিনিস হইত, সবাই আমার লেখা পড়ে চুল ছিঁড়ত। গুরু (নীলা আপু) আমার লাঠি নিয়ে দাবড়ানি দিত।
অনেক ভালবাসা নিও। (3 -{@
শুন্য শুন্যালয়
ও তুমি সবাই ন্যাড়া হয়ে যাক তাইই চাও তাইনা? 🙁
অই ছবিচোর, তোমার নামে মামলা করুম দাঁড়াও।
নীলাপু তোমারে লাঠি নিয়ে তাবড়ানি দেয় নাকি? আমারে কিন্তু ডড়ায় সে 😀
লেখা ভালো না বললে কি উপায় আছে? আমার হাতে কী লাঠি নাই?
লীলাবতী
আপু কোথায় হারিয়ে গেলেন? খুজেই তো পাইনা কোথাও।
শুন্য শুন্যালয়
আপনাকে বুঝি খুব খুঁজে পাওয়া যায়? 🙂
আমি এইযে টুউউউউউকি।
নীরা সাদীয়া
দারুন ছবি।শুভকামনা।
অরুনি মায়া অনু
ছবির মাধ্যমে কি চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন সোনেলাকে। এটি কেবল শুন্য শুন্যালয়কে দিয়েই সম্ভব। ভাবনায় এমন গভীরতা আনতে সবাই পারেনা। সোনেলাকে জন্ম দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
“শুভ জন্মদিন সোনেলা”।
প্রথম ছবির হলুদ ফুলটির নাম কি শুন্যাপু?
লেমোনিয়া?