কারো চুমো খেয়ে হালকা গোলাপি ঠোঁটজোড়া টকটকে লাল করে বাসায় ফেরার পর কেউ যখন প্রশ্ন করবেঃ তোমার ঠোঁট এত লাল কেন ?
তখন উত্তর হবেঃ আইসক্রিম খেয়েছি, ছোট্ট বেলায় যে আইসক্রিম দুই টাকা দিয়ে কিনে খেয়ে আমরা কম্পিটিশন করতাম কার ঠোঁট বেশি লাল সেই আইসক্রিম 🙂
আর যদি প্রশ্নকর্তা বেশি চালাক হয় তাহলে পাল্টা প্রশ্ন হবেঃ জিভ দেখাও । তাহলে জিভ লাল হলো না কেন ?
বি দ্রঃ এটা আমার বাস্তব অভিজ্ঞতা কিনা তা জিগ্যেস করে কেউ লজ্জা পাবেন না :p
যাই হোক আপনি লিপস্টিক ছারাও আপনার ঠোট লাল করতে পারেন । < ক্লিক
কারো লিপষ্টিকে এলার্জি থাকলে এভাবে লাল করে তুলুন আপনার ঠোঁটকে ।
আমি মেঘাচ্ছন্ন মেঘকুমারী। হাসি আনন্দের মাঝে ডুবে থাকতে চাই সারাক্ষন।
২৫টি মন্তব্য
কৃন্তনিকা
মজা পেলাম…
কিন্তু cranberry পাবো কোথায়?
জোহরা ইশমা
আমার প্রথম লেখার প্রথম কমেন্ট দিলেন আপনি। ধন্যবাদ আপনাকে। কোথায় পাওয়া যাবে তাতো জানিনা আপু :p
কৃন্তনিকা
বাহ! প্রথম কমেন্টদাতা হয়ে আমারো বেশ আনন্দ লাগছে। 😀 😀 😀
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আপু আপনার জন্য এই ফুলো গুলো -{@ -{@ -{@
বনলতা সেন
লিখে ফেলেছেন ! একটু দেরি করে দেখলাম ।
অভিনন্দন এখানে এসে লেখার জন্য । এ রকম লাল না হলে কিন্তু আপনি দায়ী মনে থাকে যেন ।
যাক অচিরেই রূপবতী হয়ে যাব দেখছি ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
হয়ে যান হয়ে যান, আমরা সবাই হবো -{@ -{@
শিশির কনা
শিরোনাম দেখে ভেবেছিলাম ‘ তোমার চোখ এত লাল কেনো ‘ কবিতার সাথে মিলিয়ে কিছু লিখেছেন। পোষ্ট পড়ে হাসতেই আছি। আপনার এমন ধরনের লেখা পেয়ে আনন্দ পেতে চাই মাঝে মাঝে ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ঐ কবিতার ঐ লাইন আমাকে প্রভাবিত করেছে :p -{@ -{@
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
সাজ-গোজের কেউ ছিল না এখানে । আপনি এসে ভালই করেছেন । লিখুন ও পড়ুন যতটা সম্ভব ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
কেউ আমার পদ্ধতি অনুসরন করে সাজ গোজ করলে নিজ দায়িত্বে করতে হবে ভাইয়া :p -{@
মা মাটি দেশ
মেঘাচ্ছন্ন মেঘকুমারী অভিনন্দন।প্রথম পোষ্টেই বাজি মাত -{@ (y)
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ধন্যবাদ ভাইয়া -{@ -{@
ব্লগার সজীব
প্রথম পোষ্ট দেখেই বুঝলাম যে হাসি আনন্দের মাঝে আমাদেরকেও ডুবিয়ে মারবেন :D) খুব ভালো একটি নিক নিয়ে এলেন। ঠোঁট কিন্তু পান খেয়েও লাল করা যায়। পান নিয়ে আমার একটি পোষ্টও আছে 🙂
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ধন্যবাদ ভাইয়া 🙂 -{@ পানের পোষ্ট দেখতেই হয় \|/
লীলাবতী
আমার ঠোঁট লাল কেনো, তা আমি বলবো না 🙂 মজা পেয়েছি খুব। আনন্দধারা বইছে ভুবনে।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
কেনো বলবেন না, বলতে আপনাকে হবেই হবে ;( ধন্যবাদ আপু -{@ -{@
শুন্য শুন্যালয়
ছবির মতো এতো সুন্দর টুকটুকে লাল ঠোঁট হবে তো?
আপনি তো কসমেটিক কোম্পানিদের ভাত মারবেন দেখছি।
বেশ মজার পোস্ট আর চমৎকার নিক নিয়ে শুরু করলেন। স্বাগতম আপনি। -{@
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
হবে আপু হবে, না হলে নিজের দাত দিয়ে কামড়িয়ে লাল করে ফেলুন :p ভাত মারতেই হবে এদের। ধন্যবাদ আপনাকে -{@ -{@ আপনার নিকটি তো আরো চমৎকার । সবই দেখছি শুন্য 🙂
প্রজন্ম ৭১
আপনি যে সবাইকে আনন্দ দিয়ে সক্ষম তা প্রথম পোষ্টেই জানান দিলেন ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ধন্যবাদ প্রজন্ম ভাইয়া -{@ -{@
ওয়ালিনা চৌধুরী অভি
আমার ঠোঁট এমনি এমনিই লাল থাকে 😛 মজা পেলাম আপু।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
তা আমি লাল শাড়ি, লাল টিপ দেখেই বুঝেছি 🙂 ধন্যবাদ আপু -{@ -{@
অজানা এক পথে চলা
লগ আউট হয়ে আবার এসেছি, মনে ছিলোনা এই মজাদার মোষ্টে মন্তব্য করতে। আপনি যে কতটা আনন্দ দিতে পারেন, তা এই পোষ্ট প্রমান করে। পান খেলেও লাল হয় আপু। তবে এখন শহরে পানের প্রচলন নেই।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
গ্রাম থেকেই পান প্রায় উঠে গিয়েছে । ধন্যবাদ আপনাকে -{@ -{@
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
মজা পেলাম প্রথম পোষ্ট পড়ে ।
শুভ কামনা ।