সুপায়ন বড়ুয়া ফেব্রুয়ারি ১৬, ২০২০ at ১১:০৪ অপরাহ্ন ডুবেই গেলেই যদি মেঘ হওয়া যায় তবে ডুবে গিয়ে শান্তি চাই। শুভ কামনা।
ছাইরাছ হেলাল ফেব্রুয়ারি ১৭, ২০২০ at ৯:২১ পূর্বাহ্ন আহারে কত মনোহর ইচ্ছে, সুরমাদানে ডুব দিতে দিতে পৌছে যাবে মেঘের দেশে।
কামাল উদ্দিন ফেব্রুয়ারি ১৭, ২০২০ at ১২:০৮ অপরাহ্ন বর্ষাতো আপু অনেক দূরে এখনি যদি থৈ থৈ জল হয় ভবিষ্যত কি?
রেহানা বীথি ফেব্রুয়ারি ১৭, ২০২০ at ২:৫৫ অপরাহ্ন কবিতায় জল যেকোনও সময় থৈথৈ করতে পারে ভাই, বর্ষার অপেক্ষা সে করে না। 😀😀 যাইহোক, ভালো থাকবেন সবসময়।
নিতাই বাবু ফেব্রুয়ারি ১৭, ২০২০ at ৮:০৯ অপরাহ্ন যাকে নিয়ে থাকি আর যাকে সবসময় ডাকি, তাঁর সাথেই মিশে যেতে চাই। আর না মিশেও উপায় নাই! অল্পতে অনেক অনেক বুঝিয়ে দিলেন শ্রদ্ধেয় কবি দিদি। শুভকামনা থাকলো।
মনির হোসেন মমি ফেব্রুয়ারি ১৭, ২০২০ at ৮:৫১ অপরাহ্ন কবির বিয়োগান্তের পরও প্রিয় মানুষকে জড়িয়ে থাকার ইচ্ছের প্রবলতা লেখার মুগ্ধতায়।
২৫টি মন্তব্য
হালিম নজরুল
চমৎকার অনুভূতির প্রকাশ
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
দারুন অনুভুতি। ধন্যবাদ আপু
রেহানা বীথি
ভালোবাসা জানবেন আপু।
সাদিয়া শারমীন
ডুবে গেলেই মেঘ হব..আহ কি সুন্দর কবিতা..
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
ডুবেই গেলেই যদি মেঘ হওয়া যায়
তবে ডুবে গিয়ে শান্তি চাই।
শুভ কামনা।
রেহানা বীথি
ভালো থাকবেন দাদা।
ছাইরাছ হেলাল
আহারে কত মনোহর ইচ্ছে,
সুরমাদানে ডুব দিতে দিতে পৌছে যাবে মেঘের দেশে।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাইয়া।
কামাল উদ্দিন
বর্ষাতো আপু অনেক দূরে এখনি যদি থৈ থৈ জল হয় ভবিষ্যত কি?
রেহানা বীথি
কবিতায় জল যেকোনও সময় থৈথৈ করতে পারে ভাই, বর্ষার অপেক্ষা সে করে না। 😀😀
যাইহোক, ভালো থাকবেন সবসময়।
কামাল উদ্দিন
হুমম, ঠিকই বলেছেন আপু। আপনিও ভালো থাকুন সব সময়।
ফয়জুল মহী
এক রাশ মুগ্ধতা ।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
নিতাই বাবু
যাকে নিয়ে থাকি আর যাকে সবসময় ডাকি, তাঁর সাথেই মিশে যেতে চাই। আর না মিশেও উপায় নাই!
অল্পতে অনেক অনেক বুঝিয়ে দিলেন শ্রদ্ধেয় কবি দিদি। শুভকামনা থাকলো।
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যেও, ভালো থাকবেন দাদা।
মনির হোসেন মমি
কবির বিয়োগান্তের পরও প্রিয় মানুষকে জড়িয়ে থাকার ইচ্ছের প্রবলতা লেখার মুগ্ধতায়।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়।
জিসান শা ইকরাম
শিরোনাম রবং ছোট কবিতায় অনেক ভালোলাগা।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাইয়া।
ইসিয়াক
খুব সুন্দর।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
দালান জাহান
খুব সুন্দর হয়েছে কবি।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।