ডুবে গেলেই মেঘ হবো

রেহানা বীথি ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৯:২৯:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
  1. থৈথৈ জল, জলের ওপর হাঁটি
    তার ওপরেই তোমার জন্য
    তিনটে কথা রাখি
    ডুবে গেলেই মেঘ হবো….
    ডুবে গেলেই মেঘ হবো বসন্তের গানে
    ডুবে গেলেই মেঘ হবো তোমার সুরমাদানে।
৫৮৭জন ৪৪২জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ