জাতীয় লজ্জা !

সুপায়ন বড়ুয়া ৮ জানুয়ারি ২০২০, বুধবার, ০৭:০০:০৯অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

পথে ঘাটে আজ ওৎ পেতে থাকে
মানুষ রূপী পশুর বেশ।
জাগো মানুষ , জাগুক দেশ
গর্জে উঠুক বাংলাদেশ।

রাজধানী ও আজ নিরাপদ নয়
এ লজ্জা যায় কোথায় ?
কেউ কি আছেন নেবেন দায়
ধর্ষক নগরীর এই বাংলায়।

বোনটা আমার সহজ সরল
তার ছিলনা ভয়ের লেশ
তাগিদ ছিল মাথা তোলবার
বিশ্বাস ছিল অটুট বেশ।

বোনটি আমার কাতরিয়ে মরে
পাশবিকতার উল্লাসে
বিবেক আমার দংশিত হয়
বিশ্বাস হারা সর্বনাশে।

ঢাকার বুকে ব্যস্ত সড়ক
কান কাটা যায় লজ্জায়।
বোনটি আমার ধর্ষিত হয়
পাক দোষরের হিংস্রতায়।

জাগো মানুষ, জাগাও বিবেক
রুখে দাঁড়াও জনতা।
ছাত্র সমাজ জাগছে আজ
গড়ে তোল একতা।

চারিদিকে শোর উঠেছে
ধর্ষকারীর বিচার চাই।
আকাশ বাতাস ভারী হয়
সমাপ্তিদের শেষ চাই।

ঢাকা ৭.১.২০
ছবি নেটথেকে

১১৫৬জন ৭১৯জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ