পথে ঘাটে আজ ওৎ পেতে থাকে
মানুষ রূপী পশুর বেশ।
জাগো মানুষ , জাগুক দেশ
গর্জে উঠুক বাংলাদেশ।
রাজধানী ও আজ নিরাপদ নয়
এ লজ্জা যায় কোথায় ?
কেউ কি আছেন নেবেন দায়
ধর্ষক নগরীর এই বাংলায়।
বোনটা আমার সহজ সরল
তার ছিলনা ভয়ের লেশ
তাগিদ ছিল মাথা তোলবার
বিশ্বাস ছিল অটুট বেশ।
বোনটি আমার কাতরিয়ে মরে
পাশবিকতার উল্লাসে
বিবেক আমার দংশিত হয়
বিশ্বাস হারা সর্বনাশে।
ঢাকার বুকে ব্যস্ত সড়ক
কান কাটা যায় লজ্জায়।
বোনটি আমার ধর্ষিত হয়
পাক দোষরের হিংস্রতায়।
জাগো মানুষ, জাগাও বিবেক
রুখে দাঁড়াও জনতা।
ছাত্র সমাজ জাগছে আজ
গড়ে তোল একতা।
চারিদিকে শোর উঠেছে
ধর্ষকারীর বিচার চাই।
আকাশ বাতাস ভারী হয়
সমাপ্তিদের শেষ চাই।
ঢাকা ৭.১.২০
ছবি নেটথেকে
২৬টি মন্তব্য
কামাল উদ্দিন
আমরা এখন আর মানুষ নাই, জানিনা পর্যায়ক্রমে আমরা আবার আদিমতার দিকে ছুটছি কিনা। তখনকার যুগে মেয়ে শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো।
সুপায়ন বড়ুয়া
বড়ই দুর্ভাগা স্বদেশ আমার
পশুশক্তির বিনাশ হোক
এই হোক কামনা
শুভ কামনা ভাই।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, শুভ সকাল
সুপর্ণা ফাল্গুনী
ভালো লিখেছেন দাদা। আমাদের বিবেক কবে জাগ্রত হবে , আদৌ হবে কিনা জানিনা।ধর্ষকরা যুগে যুগে জন্মাবে, এর থেকে পরিত্রাণের উপায় কঠোর শাস্তির বিধান করা।
সুপায়ন বড়ুয়া
পুশু শক্তির বিনাশ হোক
করব শাস্তি নিশ্চিত।
ধন্যবাদ আপু সাথে থাকার জন্য।
ছাইরাছ হেলাল
মানবিক বোধ না জেগে উঠলে অন্যায় রোধ করা যাবে না।
সুপায়ন বড়ুয়া
সহমত বন্ধু।
শুভ কামনা।
রেহানা বীথি
দিন দিন আরও অতলে তলিয়ে যাচ্ছে আমাদের বোধশক্তি।
খুব ভালো লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
অশুভ শক্তির বিনাস হোক
শুভ শক্তির হোক জয়।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
এই লেখায় কি মন্তব্য করবো ভেবে পাচ্ছি না,
আমাদের বোনের উপর নৃশংসতার কঠিন বিচার চাই।
সুপায়ন বড়ুয়া
ঐ বকে যাওয়া পশুটা এখন RAV এর হাতে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক
পাশাপাশি মিডিয়া ও ফলাও করে প্রচার করুক
বিষাক্ত সাপেরা ঢুকুক গর্তে।
ধন্যবাদ ভাই। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আমি নির্বাক নিস্তব্ধ।
আমার কিছু বলার নেই আজ
সুপায়ন বড়ুয়া
বড়ই নিষ্টুর বেদনাদায়ক ,
ভাল থাকবেন আপু সবসময়।
সঞ্জয় মালাকার
চমৎকার লিখেছেন দাদা ।
আমাদের বিবেক কবে জাগ্রত হবে , আদৌ হবে কিনা জানিনা।
শুভ কামনা দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
বিবেক জাগ্রত হতে হবে
সভ্য সমাজে বাস করতে
হলে।
শুভ কামনা।
মনির হোসেন মমি
ধর্ষণে এদেশে ২০১৯ এ গড়ে প্রতি ছয় ঘন্টায় একজন ধর্ষিত হয়।ভাবা যায়! কিছুটা জানি অসংখ্য অজানাই থেকে যায়। বলা যায় এটা এখন মহামারীতে রূপ নিয়েছে কেবল মাত্র বিচারহীনতায়।আমরা এ থেকে বের হতে চাই।তাই ধর্ষণে আইনের সংশোধন করে ধর্ষকদের ফাসি অথবা জনসম্মুখে মৃত্যু।তাতে কিছুটা হলেও ধর্ষকের মনে ভয় থাকবে।
কবিতায় গল্পে হোক প্রতিবাদ। খুব ভাল হয়েছে কবিতা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান,
এই বিকারগ্রস্হ মানুষগুলি থেকে
সমাজ ও দেশ মুক্তি পাক।
শুভ কামনা।
ফয়জুল মহী
সামাজিক অনাচারে পরিণত হলো দেশটা। শক্ত বিচার এবং প্রতিরোধ দরকার ।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান,
এই বিকারগ্রস্হ মানুষগুলি থেকে
সমাজ ও দেশ মুক্তি পাক।
বিচার নিশ্চিত করা হোক।
ওদের পক্ষে যাথে আইনজীবিরা বাঁধা
হয়ে না দাঁড়ায়।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
জাতীয় লজ্জা সরকারে নাই, কিছু ক্ষেত্রে আইন্টাকে কঠোর করতে হই করেনা।
কিছুই বলার নাই। সরাসরি ক্রস বা মোবাইল কোটে বিচার তাতক্ষনিক দরকার করেনা।
সুপায়ন বড়ুয়া
সহমত ।
কিন্তু তাদের পক্ষে আবার উকিলের
ও অভাব নেই ।
এখন যেমন নুর ও তাদের অনুসারিরা
এখন সন্দেহ পোষন করছে।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
মোঃ মজিবর রহমান
ঐ জন্যই ক্রস ফায়ার, কোন অযুহাত নাই। দেশে শান্তি আনতে হলে কিছু অপ্রিয় জনগন মেনে নেই। যেমন র্যাব দিয়ে সসন্ত্রাস পুরপুরি নির্মুল না হলেও জনতা অনেক তৃপ্তি নিয়েছে। আবা র হত র্যাব এখন খুব রাজনৈতিক উদ্দেশে ব্যাবহার হই। তাই সম্ভব হচ্ছে।
মোহাম্মদ দিদার
এ আমাদের নিতান্তই দূর্ভাগ্য।
আমরা আমাদের জন্মদাত্রি জাতটাকেও সম্মান করতে পারছি না।।
সুপায়ন বড়ুয়া
সহমত বন্ধু।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
অনন্য অর্ণব
চমৎকার- লেখনীর মাধ্যমে প্রতিবাদ। আর এভাবেই একদিন আমরা পরিবর্তনের ধারা বইয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ ❤️
সুপায়ন বড়ুয়া
সহমত ।
কিন্তু তাদের পক্ষে আবার উকিলের
ও অভাব নেই ।
এখন যেমন নুর ও তাদের অনুসারিরা
এখন সন্দেহ পোষন করছে।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।