আমি লজ্জায় মাথা নীচু করে পথ চলি
যখন দেখি পরাধীনতার শৃঙ্খল বাঁধা রয়েছে পায়
স্বদেশে আকাশ যখন ঢেকে যায় শকুনের পাখায়
আমি তখন স্থিরচিত্তে বোবা হয়ে তাঁকিয়ে থাকি।
মাঝে মাঝে মনে হয় পঁচে যাওয়া রাজনীতির গালে ঠাস করে একটা চপেটাঘাত করি
টকটকে লাল হয়ে যাওয়া সেই গাল বেয়ে ঝড়ে পড়ুক দুষিত রক্তের কষ,
না না এ পানি নয়, এটা হচ্ছে আমার চৌদ্দপুরুষ ধরে বয়ে চলা গ্লানিকর জীবনের চরম প্রতিশোধ।
জবাব দাও ক্ষমতালিপ্সু হায়েনারা স্বদেশের আকাশে কেন আজও বুনো শকুন উড়ে বেড়ায়
কেন ক্ষুধার্ত শিশুর চিৎকারে স্বচ্ছ বাতাস দুষিত হয়ে যায়?
কেন তোমাদের ক্ষমতার দম্ভে নাভিশ্বাস ওটে খেটে খাওয়া মানুষের
কেন ঘুনে ধরা রাজনীতির নির্মম বলি হয় দু’মুঠো অন্ন জোগাড় করতে গিয়ে সখিনার বাপ?
জানি উত্তর তোমাদের জানা নেই
বাঙ্গালীর কথা ভাবো নাই কোনদিন
ক্ষমতার লোভে তোমরা ভুলে গেছো মনুষ্যত্ব কাকে বলে
ভালোবাসা, দয়া-মায়া সেই কবে উড়ে গেছে তোমার হৃদয় থেকে।
৭টি মন্তব্য
শিশির কনা
শকুনদের নির্মূল করতেই হবে (y)
এই মেঘ এই রোদ্দুর
ক্ষমতার লোভে তোমরা ভুলে গেছো মনুষ্যত্ব কাকে বলে
ভালোবাসা, দয়া-মায়া সেই কবে উড়ে গেছে তোমার হৃদয় থেকে।
একদম ঠিক
খুব সুন্দর লেখা
নীলকন্ঠ জয়
নির্মূল হোক অশুভ চক্র।
ভালো লাগা রইলো -{@
জিসান শা ইকরাম
ধংশ হোক ক্ষমতা লিপ্সা
ফাহিমা কানিজ লাভা
জবাব চাই :@
খসড়া
কেঊ কি জবাব দেবে? কেউ কি জবাব দেয়?
শুন্য শুন্যালয়
উত্তর যে আমরা সবাই চাই… 🙁