বিশাল ডানা মেলে ভেসে বেড়াচ্ছে বৃষ্টি
বিভোর আনন্দে, ঢেকে ফেলেছে ও প্রান্ত অব্দি,
ঝম ঝম করে হেসে হেসে গড়িয়ে দিচ্ছে জলধারা
আনন্দ সরোবরে।
আপাপবিদ্ধতায় অনলংকৃত নিঃসঙ্গ আজ
অচতুর সময়ের জরায়ু, অযথাই গেল রোপণের ভ্রমর গুঞ্জন,
স্বপ্ন-বীজ আজ ও বেঁচে আছে স্মৃতি-বিস্মৃতির ক্রম-আলিঙ্গনে,
চোলাই বিষণ্ণতার জলজ অস্তিত্ব এই ঘন সন্ধ্যায়;
বর্ষা-হৃদয় আজ বসে আছে ক্ষণ গণনার বালিয়াড়ি নিয়ে;
বৃষ্টি, আর একটু থেকে যাও না এই শৃঙ্খলিত হৃদয়ের
চকচকে মৌতাতে।
কথায় কথায় কথার গুঢ় মারপ্যাঁচে
নিরীহের ভঙ্গিতে অন্ধিসন্ধি খোঁজার চেষ্টা
সে ছিল-না কোন কালেই!
বর্ষা-ছোঁয়া অপহৃত! মৌসুমি বাতাসের বেষ্টনে!
এমন হত্যাকারীদের এঁদোয় সে কখনও-ই
লুটিয়ে পড়ে না।
২৪টি মন্তব্য
শিরিন হক
কবিতার সারমর্ম জানতে চাই।
ছাইরাছ হেলাল
আমিও তুমুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সারের মর্ম জানার অপেক্ষায় আছি।
শিরিন হক
জেনে জানাবেন অপেক্ষায় রইলাম।
ছাইরাছ হেলাল
আমিও অপেক্ষায়!!
রেহানা বীথি
বৃষ্টি হয়তো নিরাশ করবে না।
ভালো লাগলো বেশ।
ছাইরাছ হেলাল
আশাই জীবন!!
তা তো বলতে চাচ্ছেন!!
প্রদীপ চক্রবর্তী
কবিতা এমনই হয়
এ যেন শৃঙ্খলিত হৃদয়ের
চকচকে মৌতাতে।
.
বেশ ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
শৃঙ্খলিত হৃদয়ের টানাপোড়নে যা হয়।
জিসান শা ইকরাম
চকচক করিলেই সোনা হয় না,
চকচক করিলেই আনন্দ আসবে এমন নাও হতে পারে 🙂
ভ্যাজাল সব কিছুতে ভ্যাজাল আজকাল।
আসতেছি আবার।
ছাইরাছ হেলাল
উড়ে বাপ্রে! আবার এসে কী বলবেন তাই ভাবছি।
তবুও চকমকি আমাদের না হলেই হয় না।
নাজমুল হুদা
বৃষ্টি কখনও সুন্দর কখনও অসহ্য ।
তবুও বৃষ্টি নামুক কারণে অকারণে লেখকে বাগানে।
বৃষ্টি’রা সুন্দর।
ছাইরাছ হেলাল
অবশ্যই সুন্দর বৃষ্টি অনেক কাম্য এ সময়ে
ধন্যবাদ।
শাহরিন
অপাপবিদ্ধতা আর মৌতাতে মানে কি? আগে এই পর্যন্তই আটকে আছি।
ছাইরাছ হেলাল
অপাপবিদ্ধ……… অনপরাধ, নির্মলতা, পবিত্রতা, সরলতা, দোষশূন্যতা, নিরীহতা, অপরাধশূন্যতা, পাপশূন্যতা, অনবদ্যতা, হাবাগবা ভাব, নিষ্কলুষতা, নির্দোষিতা, অপাপবিদ্ধতা, ছলাকলাশূন্যতা।
মৌতাত…… বি. 1 নেশার আবেশ বা আমেজ; 2 নিয়ম মাফিক সময়ে নেশা করবার প্রবল স্পৃহা; 3 নিয়মিত সময়ে মাদক দ্রব্য সেবন। [আ. মৌতাদ্]।
গুগল মামায় কি পালাই গেছে!!
এবারে দেখা যাক কী হয়!!
শাহরিন
আমার মেয়ের মামারা আছে না!!! নিকটআত্বীয় দের হক বেশী।
ছাইরাছ হেলাল
বাহ, দারুন সমাধান , অবশ্যই নিকটজনদের হক আছে।
রাফি আরাফাত
বিশাল ডানা মেলে ভেসে বেড়াচ্ছে বৃষ্টি
বিভোর আনন্দে, ঢেকে ফেলেছে ও প্রান্ত অব্দি,
ঝম ঝম করে হেসে হেসে গড়িয়ে দিচ্ছে জলধারা
আনন্দ সরোবরে।
বরাবরের মতো একটু বেশি ভালো লাগলো ভাই। ভালো থাকবেন ধন্যবাদ
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য।
সালমা আক্তার মনি
অপাপবিদ্ধ হতে হলে অনলংকৃত, নিসঙ্গই হতে হয়, পরেরগুলোর সাথে অপাপবিদ্ধতার বিরোধ আছে হেলাল ভাই!
ভাল লাগা ভীষণ!
ছাইরাছ হেলাল
মন দিয়ে পড়েছেন দেখে আনন্দ লাগছে।
আপাত দৃষ্টিতে অবশ্যই বিরোধ আছে।
সব ভাল নিয়েও চুড়ান্ত ভালোটুকু তুলে নেয়া কঠিন, তাই বলতে চেয়েছি।
এত দিন পরে পরে এলে তো হবে না। যত ব্যস্ততাই থাকুক না কেন।
সাবিনা ইয়াসমিন
বৃষ্টি বেশি জোরে নামলে কিন্তু চকচকে ভাব বজায় থাকেনা। ঝাপসা চোখে এদো কাদায় পিছলে পরারও তুমুল ভয়।
ইদানীং লেখা কঠিন করে ফেলছেন। ডাইনীদের সাথে পাতাল ভ্রমনে অংশ নিয়েছেন নাকি !
ছাইরাছ হেলাল
পিছলে পড়ার/ পিছলে যাওয়ার ভয় থাকেই,
তা নিয়েই আমরা চকচকা রোদ বৃষ্টির অপেক্ষাই করি।
পড়ায় মন নেই, তাই এসব বলছেন না তো!
তৌহিদ
আল্লাহ্ তুমি বৃষ্টি দাও, কবির মন ঠান্ডা হোক। আবার যে শব্দের মারপ্যাঁচ শুরু করেছে!
ছাইরাছ হেলাল
হা হা, বৃষ্টি সে আসবেই।