
হ্যাঁ আমিই কাপুরুষ
জান ? তোমার এই প্রলয়ঙ্করী আর্গুমেন্ট
আমায় এতটুকুও বিচলিত করেনি,
অথবা –
মুহুর্তের জন্যও হতবাক করে নি।
তুমি যখন চাইতে যেভাবে চাইতে-
আমাকে তৈরি থাকতে হতো,
শরীরে-মনে- মননে,
আমাকে তৈরি থাকতে হতো
অর্থে-বিত্তে- প্রাচুর্য্যে
তুমি যখনি বলতে- এই শুনছো ?
আমায় এটা কখনো বলতে সুযোগ দাওনি –
হ্যাঁ বলো, শুনছি ।
তোমার ইচ্ছে গুলো ছিলো সব সময়ই আটপৌরে ঢংয়ে ভরা
কখনো ভীষণ ক্লান্তি নিয়ে যখন ঘরে ফিরেছি
তখনই তুমি বলতে এই শোন, তুমি এমন অলস কেন
সংসারে তোমার কোন দায়িত্ব আছে ! বলি –
সব কাজই তো একা আমাকেই করতে হয়
আজ অন্তত রান্নাটা না হয় করো !
আমি যখন জ্বরের ঘোরে বেহুঁশ-
তখনি তোমার বৃষ্টিতে ভেজার শখ তুঙ্গে উঠে যেতো
বলি শুনছো ? তুমি আসলেই একটা বেরসিক-
ভেবেছি আজ একটু বৃষ্টিতে ভিজতে যাবো,
অথচ তুমি কম্বল মুড়িয়ে বিভোরে ঘুমাচ্ছ ।
যেন আজই জীবনের শেষ বারি বর্ষণ !
সে দিন বামপন্থীদের ডাকা তুমুল আন্দোলন আর অবরোধে –
একটাও যানবাহন ছিল না,
রাজপথ ছিলো শুন্য, খাঁ খাঁ দুপুরের মরুদ্যান –
চৈত্রের খর-রৌদ্রে ভরা দুপুরে হঠাৎ তোমার তলব
তুমি বাড়ি এসো- আমার এখনি চাই !
ব্যাস আমার কি আর বলার কিছু আছে ?
অফিস ছেড়ে ফুটপাত ধরে পাকা তিরিশ কিলো হেঁটে –
ঘরে ফিরে দেখলাম তুমি বিভোর ঘুমিয়ে আছো !!
আমায় কাপুরুষ বলো তাতে আমি একটুও বিচলিত হইনি-
বরং খারাপ লাগছে এটা ভেবে যে –
আমার সমস্ত অকুণ্ঠ ভালোবাসা সঞ্চিত রেখেছি যে-
হৃদয় মঞ্জিলে,
আজ সেই সিংহাসনে অথর্ব কারো পদায়ন –
আমি সন্তর্পণে সে পথ এড়িয়ে চলি ।
হ্যাঁ বহুদূরের সুউচ্চ অট্টালিকায় –
দখিনের খোলা জানালায় বসে,
আমি সুদূরের সাগরের গর্জন শুনতে পাই
আর শুনতে পাই –
তোমার বিলাসী বাসনায় সজ্জিত দেবী সদৃশ মনের
কি বিভৎস করুন বিসর্জন।
আমি সত্যিই এক কাপুরুষ ।।
উত্তরা, ঢাকা
১ লা কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ।
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আবেগী আর আটপৌরে ভালোবাসা ভালো লাগলো।শেষটা কেমন জানি হয়ে গেল। ভালোবাসায় এমন চড়াই উৎরাই থাকবেই। শুভ কামনা রইলো
ত্রিস্তান
অনেক অনেক কৃতজ্ঞতা আপু। ভালো থাকবেন সবসময় 😍
রেহানা বীথি
এতটা অবিবেচক কোনও মেয়ে হয় বলে মনে হয় না।
ত্রিস্তান
মানুষ চেনা পৃথিবীর সবচেয়ে বড় শিল্প। চোখ ধাঁধানো রূপের আলোয় ঝলসে গেলে অনেক সময় জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবসময় 😍
মোঃ মিজানুর রহমান সুমন
দাদা, তোমার লেখার অপেক্ষায় থাকি, বেশি ভালো লেখ তুমি…
ত্রিস্তান
ভালোবাসা প্রিয় ভাই আমার ❤️
সুরাইয়া পারভীন
হায়রে নিয়তি
কেউ পেয়েও হারায়
আর কেউ না পাওয়ার যন্ত্রণায় দগ্ধে দগ্ধে মরে
কেউ ভালোবাসার কাঙ্গাল
কেউ ভালোবাসা হেলায় হারায়
ত্রিস্তান
এটাই প্রকৃতির নিয়ম। শুভ কামনা নিরন্তর 😍
নিতাই বাবু
আমায় কাপুরুষ বলো তাতে আমি একটুও বিচলিত হইনি-
বরং খারাপ লাগছে এটা ভেবে যে –
আমার সমস্ত অকুণ্ঠ ভালোবাসা সঞ্চিত রেখেছি যে-
হৃদয় মঞ্জিলে,
আপনার সুন্দর লেখনীর কবিতায় আমি এখানেই থেকে পেলাম, কবি। শুভকামনা থাকলো।
ত্রিস্তান
শুভ কামনা নিরন্তর 😍
সুপায়ন বড়ুয়া
“তোমার বিলাসী বাসনায় সজ্জিত দেবী সদৃশ মনের
কি বিভৎস করুন বিসর্জন।
আমি সত্যিই এক কাপুরুষ ।।”
সত্যিকারের ভালবাসার মানুষ গুলো
হয় কাপুরুষ নয়তো সার্থপর।
সেটা বলে অভিমানে না হয় অনুরাগে
তাইতো ভালবাসা হয় জীবন্ত।
যেমনি ফুটেছে আপনার কবিতায়।
শুভ কামনা।
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍
মনির হোসেন মমি
আমি যখন জ্বরের ঘোরে বেহুঁশ-
তখনি তোমার বৃষ্টিতে ভেজার শখ তুঙ্গে উঠে যেতো
বলি শুনছো ? তুমি আসলেই একটা বেরসিক-
ভেবেছি আজ একটু বৃষ্টিতে ভিজতে যাবো,
অথচ তুমি কম্বল মুড়িয়ে বিভোরে ঘুমাচ্ছ ।
যেন আজই জীবনের শেষ বারি বর্ষণ !
কেমনে লিখেন ভাইয়া।দারুণ অভিমানী।
ত্রিস্তান
কৃতজ্ঞতা অনিমেষ দাদাভাই 😍
দালান জাহান
ভালোবাসার বদনাম অনেক সময় নির্দোষী হয়েও বহন করতে হয় । সুন্দর লিখেছেন কবি।
ত্রিস্তান
কৃতজ্ঞতা অনিমেষ দাদাভাই 😍
এস.জেড বাবু
আমি যখন জ্বরের ঘোরে বেহুঁশ-
তখনি তোমার বৃষ্টিতে ভেজার শখ তুঙ্গে উঠে যেতো
বলি শুনছো ? তুমি আসলেই একটা বেরসিক-
কি মিষ্টি প্রেমের উপখ্যান-
উভয়ের উপর উভয়ের প্রতাপ বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
দারুন / অসামান্য সাহিত্য।
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍
ফয়জুল মহী
অতুলনীয় উপস্থাপন, প্রিয় ♥♥।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
ছাইরাছ হেলাল
কাপুরুষ-ই তো সত্যি সত্যি পুরুষ!
খর-চৈত্র-দুপুরে তিরিশ কিলো হন্টন নয় কোন চাট্টি খানি কথা!
আর এমন কা-পুরুষ আছে বলেই এমন সুখ-নিদ্রার চাষাবাদ!
ত্রিস্তান
অনেক ভালোলাগা দাদাভাই। কৃতজ্ঞতা অনিমেষ 😍
বন্যা লিপি
কা-পুরুষই যদি না হবেন তো এমন প্রেমময় পুরুষ হবেন কি করে? আচ্ছা কাপুরুষের স্ত্রীলিঙ্গে কোনো বিষেশন নেই?ওটাই উপযুক্ত ছিলো এমন প্রেমিকার ক্ষেত্রে।
জয় কাপুরুষ!
ত্রিস্তান
লও ঠ্যালা আপু আতিকুল ইসলাম শুনতে পেলে খবর আছে, শহরে এখন কেবল জয় বাংলার স্লোগান চলবে..😄😄