একটু একটু ভালোবাসি

সাবিনা ইয়াসমিন ৪ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১২:৪৫:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

একটু একটু ভালোবাসায় কি হয় ?
বিন্দু বিন্দু জলে মহাসাগর হয়,
একটু একটু ভালোবাসায় তুমি-আমি।

যদি বলি কাছে এসো ?
আরেকটু ভালোবাসো
আরেকবার দেখি ,
সব চাওয়া পূর্ণতা পেয়ে যাক তুমি-আমিতে।

একটু একটু করে নাহয় আরও কিছু চাই,
একটু একটু করে ডুবে যাই
তোমার ওষ্ঠের অথৈ সমুদ্রে,
আকন্ঠ তৃষ্ণায় পান করি
অমৃত সম ভালোবাসা…
নদী সাগরে মিশে যাক
আমি তোমাতে হারাই ,
গভীর প্রেমে ডুবি আরও গভীরতায়…

একটু একটু ভালোবাসায় কি হয় ?
ভালোবাসা এক অসীম আকাশ,
নীল ফোয়ারায় সোনালী সাদার খেলা !
কৃষ্ণগহ্বরে কি জমানো থাকে
অমর প্রেমের বিলুপ্ত কাব্য ?

১জন ১জন
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ