একটু একটু ভালোবাসায় কি হয় ?
বিন্দু বিন্দু জলে মহাসাগর হয়,
একটু একটু ভালোবাসায় তুমি-আমি।
যদি বলি কাছে এসো ?
আরেকটু ভালোবাসো
আরেকবার দেখি ,
সব চাওয়া পূর্ণতা পেয়ে যাক তুমি-আমিতে।
একটু একটু করে নাহয় আরও কিছু চাই,
একটু একটু করে ডুবে যাই
তোমার ওষ্ঠের অথৈ সমুদ্রে,
আকন্ঠ তৃষ্ণায় পান করি
অমৃত সম ভালোবাসা…
নদী সাগরে মিশে যাক
আমি তোমাতে হারাই ,
গভীর প্রেমে ডুবি আরও গভীরতায়…
একটু একটু ভালোবাসায় কি হয় ?
ভালোবাসা এক অসীম আকাশ,
নীল ফোয়ারায় সোনালী সাদার খেলা !
কৃষ্ণগহ্বরে কি জমানো থাকে
অমর প্রেমের বিলুপ্ত কাব্য ?
৩৮টি মন্তব্য
শামীম চৌধুরী
খুব সুন্দর কবিতা। আসলেও তো একটু একটু কি ভালোবাসা হয়? ভালোবাসা অসীম।
মাসুদ চয়ন
অমর প্রেমের বিলুপ্ত কাব্য-খুব সুন্দর কাব্য প্রয়াস।আপনার লেখায় সব সময় গভীরত্ব থাকে।নদী জল কবিতাটি একটু বেশীই ভালো লেগেছিলো
সাবিনা ইয়াসমিন
হু, তাইতো !! একটু একটু ভালোবাসায় কি মন ভরে? একদম না। 😀😀
মনির হোসেন মমি
হুম
এটা কি অ কবিতা।
খুব ভাল হইছে। একটু একটু করেই যেন হয় এক অফুরন্তর ভাল লাগার অন্দর।
সাবিনা ইয়াসমিন
এটা অ-কবিতাই ছিলো। ভালো লাগায় ধন্য হলাম। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
শাহরিন
একটু একটু তেই অনেক বেশি হয়ে যায়।
সাবিনা ইয়াসমিন
একটু একটু আসলেই বেশি বেশি হয়ে যায়। এতো বেশি ভালো না। বেশি ফুঁ দিলে অনেক সময় বাঁশিতে সঠিক সুর আসেনা 😀😀
ভালোবাসা সব সময় ❤❤
হাফেজ আহমেদ রাশেদ
অল্প অল্প থেকেই তো অধিক,,বেশ ভালো লেগেছে আপনার সৃষ্টি
মোঃ মজিবর রহমান
হুম! অনবদ্য ভালবাসার একটি অ কবিতা হলেও, মন ভোলানো কবিতা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান। শুভ কামনা রইলো 🌹🌹
নিতাই বাবু
প্রেম একবারই এসেছিল নিরবে আমারই এ দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায় এসেছিল পারি নি তো জানতে। আপনার লেখা কবিতাটি লতা মঙ্গেশকর-এর গানটিকেই মনে করিয়ে দেয়।
সাবিনা ইয়াসমিন
গানটা আমারও খুব পছন্দের। যদিও প্রেম এসে ফেরত গিয়েছিলো কিনা সে খবর কখনো নেয়া হয়নি। অনেক ধন্যবাদ দাদা। শুভ কামনা জানবেন 🌹🌹
ছাইরাছ হেলাল
নীলাচলে ওই তো দাঁড়িয়ে ডানা-মেলা হিমাদ্রি
বা, নীলজল বুকে বেঁধে মহা সমুদ্দুরের হাতছানি!! ( কোথায় কী মন্তব্য করে ফেললাম না জেনে না বুঝে কে জানে)।
খুপ কঠিন ল্যাহা, বুঝতে অপরাগ!!
মাছুম হাবিবী
একটু একটু করেই অনেক বড় ভালোবাসার সৃষ্টি হয়। অসাধারণ কবিতা
বেশ ভালো লাগলো শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ মাছুম। আপনাকেও শুভ কামনা জানাচ্ছি, ভালো থাকবেন 🌹🌹
সাবিনা ইয়াসমিন
@ মহারাজ, সময় দিলাম, পড়ে বুঝে সঠিক স্থানে সুন্দর করে মন্তব্য দিন। আপনি দিন দিন পড়ায় খুব অমনোযোগী হয়ে যাচ্ছেন মহারাজ। এটা ঠিক না 😒😒
ছাইরাছ হেলাল
অদৃশ্যের মেলায় থাকা
বিদ্যুৎ-ঝলকের তোলপাড় চাই না,
আদিগন্ত-অরণ্য-বুকে বজ্রের নিনাদ চাই,
পাথর-সুখের চিরসমুজ্জ্বল প্রদর্শনী
স্বনির্মিত খাঁচার আগল ভেঙ্গে।
সাবিনা ইয়াসমিন
বজ্রের নিনাদ শুনতে হলে কানের জোর বাড়াতে হবে। চোখ অনেক কিছু সহ্য করলেও কানের সহ্যশক্তি নেই বললেই চলে।
ছাইরাছ হেলাল
অজানা বিষয়ে করে দারুন সব মন্তব্য করতে হয় তা তো বুঝতে পারছি না।
আপনি সহজ কোন বিষয় নিয়ে লিখুন।
অনেক বার পড়েও কোন কিনারা করতে পারছি না, একটু গুছিয়ে/বুঝিয়ে বললে হয়ত বুঝতে চেষ্টা নিতাম!!
আরজু মুক্তা
ভালোবাসা মোরে ভিখারী করেছে, তোমারে করেছে রাণী।।এই হলো ভালোবাসা।।কারও কাছে অসীম,কারও কাছে একটু।।
সাবিনা ইয়াসমিন
কি বলেন!! ভালোবাসলে কেউ ভিখারি হয়? যাকে ভালোবেসে রানী বানাবে, তার রাজা সেইতো হবে। রাজ্যসহ রানী নিয়ে কি সুখেই না থাকবে একটু ভালোবাসা বাড়িয়ে দিলে!! 😀😀
শুভ কামনা ❤❤
জিসান শা ইকরাম
একটু একটুই ঠিক আছে, ধীরে ধীরে ভালোবাসার চুড়ায় ওঠার আনন্দ অপরিসীম।
ড্রাম ড্রাম ভালোবাসায় ডুবে মরতে হয়,
একলাফে ভবনের ছাদে ওঠার মত৷
এত ডুবে যাওয়া ভালো না, লাইফ জ্যাকেট সাথে নেয়া ভালো৷
” একটু একটু ভালোবাসায় কি হয় ?”
এই প্রশ্ন প্রথম প্যারার উচ্চারন আর শেষ প্যারার উচ্চারন কি এক? শেষ প্যারাটা বুঝান লাগবে৷
শুভ কামনা৷
সাবিনা ইয়াসমিন
একটু একটু ভালোবাসার বদলে ড্রাম ড্রাম ভালোবাসা আসলেই বেশি হয়ে যায়। ড্রাম নিয়ে ছাদে উঠাটাও বেশ কষ্টকর। ড্রামের ভিতর লাইফ জ্যাকেট লাগবে না, উঁকি দিয়েই দেখে নেয়া যায়। নাহ!! ড্রাম ভালোবাসাটা একটুও ভালো হবেনা।
হু, শেষ প্যারায় উচ্চারণ ভিন্ন। এখানে ভালোবাসার বিশালতা বোঝানো হয়েছে। আমরা জানি কৃষ্ণ গহ্বর মানে ব্লাকহোল সব কিছু নিজের ভেতর টেনে নেয়,, কিন্ত আকাশটাকে নিতে পারে না। ভালোবাসার বিশালতা ঐ আকাশের মতই। যা কখনো ব্লাকহোলে নিক্ষেপ হবেনা আর বিলুপ্ত কাব্যে হয়েও জমা থাকেনা।
কবিতা আপনি ভালোই বোঝেন। আপনার দেখছি মাথায়ও কিডনি আছে !!!!
মাসুদ চয়ন
অমর প্রেমের বিলুপ্ত কাব্য-খুব সুন্দর কাব্য প্রয়াস।আপনার লেখায় সব সময় গভীরত্ব থাকে।নদী জল কবিতাটি একটু বেশীই ভালো লেগেছিলো
সাবিনা ইয়াসমিন
আপনি নদী ভালোবেসেন। আপনার নদী প্রিতী টের পাই আপনার লিখনিতে। মনের গভীরে না ঢুকে কিছু লিখতে পারিনা, তাই হয়তো লেখাতে গভীরতার মাপ উঠে আসে।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
সত্যিই ভালোবাসাটাই অসীম আকাশ, মুগ্ধ করলেন আপু।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আর অজস্র শুভ কামনা নিবেন ভাইজান 🌹🌹
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা আপু
বন্যা লিপি
আমি না হয় একটু একটুতেই অনেক বেশি পুষিয়ে নেবো। তুমি বরং তাই দিও।চমৎকার ভাবআবেগের মন্ত্র মুগ্ধতা রেখে গেলাম। তোমার প্রাপ্য তোমায় পূর্ণ করুক ভালোবাসা একটু একটু 💜💜💜💜
সাবিনা ইয়াসমিন
এটা কি দোয়া করে দিলে বন্যা 😍😍
আমিন। তোমার দোয়া আল্লাহ তায়ালা তাড়াতাড়ি কবুল করুন, সুম্মা আমিন।
অনেক অনেক ভালোবাসা নিও, ভালো থেকো ❤❤
শিরিন হক
একটু একটু তে হয়না। একবারে বেশি দিলে তাও বেশিদিন রয় না।মানুষের মনের গভীরতা কারো বঝা যায়না। কেউ একটু দিয়ে খুশি। কেউ বেশি পেয়ে খুশি।
ভালোবাসা ছাড়া জীবন বাঁচেনা।
বেশি আর কম কোনোটাই হয় না।
এতটা ভালোবাসা দিওনা সুধবার সাধ্য নেই
আমাকে ঋনি করোনা।
সাবিনা ইয়াসমিন
উহু, ভালোবাসা একটু একটুতে ভালো হয় না। অতৃপ্তি থেকে যায়। তাই বেশি বেশি ভালোবাসাই দিলাম। ভালো থাকুন ❤❤
শিরিন হক
নিলাম
রেহানা বীথি
একটুই হোক, হোক তবু নিখাঁদ।
একটুখানি ভালোবাসা আপনার জন্যে
সাবিনা ইয়াসমিন
অনেকখানি আপনার জন্যে আপু ❤❤
আসিফ ইকবাল
সাবিনা, ভালবাসা বেহিসাবী। এটা একটু একটু করে কি দেয়া যায় ডালে লবণ দেবার মতো? এটা বরং ঝর্ণাধার ঝরে পড়ার মতোই ঝরে পড়ে। কবিতা ভালো লেগেছে। ভালো থাকো।
সাবিনা ইয়াসমিন
আমিও তো তাই বলি। একটু একটু ভালোবাসায় কি হয়? কিছুই হয়না।
ডালে শুধু লবন দিলে ঐ ডাল খেতে একটুও মজা নেই। কত কিছু এড করা লাগে টেস্ট বাড়ানোর জন্যে। আর ভালোবাসা কত্তো বড় রেসিপি… একটু একটুতে ঘোড়ায় ডিমও হয়না। 😁😁
আসিফ ইকবাল
হাহাহা, হুম পাকা রাঁধুনি 🙂 এইবার তাহলে ভালোবাসার ক্ষীর রান্না করা হোক 😀