আমার মনের ত্রিসীমানায় তুমি যখন খুশি আসতে পার
তোমার জন্য একটা অবারিত আকাশ রেখেছি আমি
যার এককোণায় রেখেছি বৃষ্টি যাতে তুমি মনের মতো নাইতে পার
একাপাশে রেখেছি সকালের মিঠে রোদ তুমি খোলা পিঠে বসতে পার
আর একপাশে রেখেছি আমার লোমশ বুকের ভালোবাসা
ইচ্ছে হলে মাথা রেখে ঘুমাতে পারো।
আমার মনের ত্রিসীমানায় যখন খুশি তুমি আসতে পার
এখানে বাঁধা ধরার নিয়ম নেই
রাজনৈতিক হত্যা নেই, হরতাল নেই, অবরোধ নেই, গুম নেই
তুমি যখন খুশি আসতে পার।
১২টি মন্তব্য
নীলকন্ঠ জয়
সোনেলায় প্রথম লেখা ।
ভালো লাগলো। শুভ কামনা রইলো। -{@
বৈশাখী ঝড়
অশেষ ধন্যবাদ জানাই। ভাল থাকবেন সতত
শুন্য শুন্যালয়
বাহ দারুণ তো…অনেক ভালো লাগলো … (y)
বৈশাখী ঝড়
আপনার এমন ছোট্ট ভাল লাগাই আমার কবি জীবনের সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ
খসড়া
স্বাগতম সেনোলায়।
বৈশাখী ঝড়
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
বেশ সুন্দর করেই ডাকতে পারেন বোঝা যাচ্ছে ।
অপেক্ষা করুণ ।
বৈশাখী ঝড়
ধন্যবাদ ভাই, আশা করি বরাবরেই আপনাকে পাশে পাব
লীলাবতী
ভাইয়া কারো কারো মনে ঝড় বয়ে গেলে আপনি বিপদে পরবেন । এত ভালো কবিতায় ঝড় কিন্তু বয়ে যেতে পারে।
বৈশাখী ঝড়
বিপদ তো অনেক আগেই কাটিয়ে উঠেছি আপু। আর বিপদে পড়লেও আমি অতি সহজে ভেঙ্গে পড়ি না।
ধন্যবাদ আমার পাতায় আসার জন্য
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন ।
লিখতে থাকুন ।
বৈশাখী ঝড়
পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ