আয়নায় রিতু জাহান

শুন্য শুন্যালয় ৭ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ০৯:০৮:০৮অপরাহ্ন সোনেলা বার্তা ১৪৯ মন্তব্য

আয়না। যা নিজেকেই দেখায় ঘুরিয়ে ফিরিয়ে এবং তা সবসময় সুন্দরই দেখায়। নিজেকে আমরা কখনো অসুন্দর দেখিনা। তবে ধীরে ধীরে আয়নার মানুষটির চোখের নীচে কালি জমতে দেখা যায়, বাড়তে থাকে চামড়ার ভাজ, রোদে পুড়ে যাওয়া দাগ। সাদাকালোর চুল, ফেসক্রিম, লিপস্টিক অথবা পুরুষের আফটারশেভ। ভালোবাসি তবুও এই আয়নাকেই সবচাইতে বেশী।
নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে সত্যি বলেছি কখনো? অথবা মিথ্যে?

সত্য-মিথ্যের পরীক্ষায় আজ আয়নার সামনে ছেড়ে দিলাম আমাদের সোনেলা ব্লগের সবচাইতে জনপ্রিয় ব্লগার রিতু জাহান কে। সবচাইতে জনপ্রিয়! হ্যাঁ, কোন সন্দেহ! ভুলে যাইনি সেই ভোটাভুটির দিনগুলি।

সোনেলাকে কিছুটা ঝাঁকুনি দেবার প্রয়াসে আজ থেকে ব্লগে শুরু করতে যাচ্ছি ‘আয়না‘। আয়না হচ্ছে প্রশ্ন এবং উত্তরের খেলা। এ খেলায় প্রতি মাসে একজন ব্লগারকে নির্বাচন করে প্রশ্নের মুখোমুখি করা হবে। হ্যাঁ, একদম কাঠগড়ায়, ক্রসফায়ারে, প্রেম দিবি কিনা ক, মাইর হবে কিন্তু শব্দ হবেনা, ভেজা ফ্রাই, তোপের মুখে, গরম অথবা তপ্ত আসনে, জ্বলুনি সিটে, উদ্দিপ্ত অথবা আলোকিত আসনে, প্রশ্ন শৃংখলে, গরম তাওয়ায়, ছডরফডর আসনে অথবা এই অধমের টি টকে।

শুরুতে আয়নার কিছু নিয়মাবলী বলে নেই—

*প্রতিমাসে আয়নায় একজন করে ব্লগার নির্বাচিত হবে। এ মাসের আয়নার প্রশ্ন-  উত্তর পর্বেই নির্বাচিত হবে পরের পর্বে কে বসতে যাচ্ছেন।

*আয়না মাসের প্রথম বৃহস্পতিবার রাত ১১.৫৯ থেকে শুরু করে শনিবার রাত ১১.৫৯ পর্যন্ত চলবে। এই দুদিনে আপনারা যে কেউ যেকোন প্রশ্ন করতে পারেন ব্লগারকে। ব্যাক্তিগত থেকে সামাজিক, রাজনৈতিক অথবা আপনার যেটা জানতে ইচ্ছে করে। ব্লগার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেনা, তিনি চাইলে তার একান্ত ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে যেতে পারেন এবং সকল ব্লগারদেরকেও অনুরোধ থাকবে তারা যেন পূর্ন সম্মান রেখেই প্রশ্ন করেন।
প্রশ্ন এবং উত্তর যতোটা ইন্টারএকটিভ এবং মজাদার করা যায়, ততোটাই আকর্ষণীয় হবে বলে মনে করি।

*প্রতিমাসে ভিন্ন ভিন্ন ব্লগার আয়না সংক্রান্ত পোস্টটি লিখবেন নির্বাচিত ব্লগারকে নিয়ে।
আমি একজন অতিকায় বুড়ো ব্লগার বলে শুরু করে দিলাম, এরপর থেকে অন্যরা। কেউ স্বতঃস্ফূর্ত ভাবে পরের পোস্ট দিতে রাজি হলে এখানেই জানিয়ে দেবেন।

অ:ক: আয়না নামটি দিয়েছেন আমাদের অতি প্রিয় ব্লগার আগুন রঙের শিমূল। এবং আমি জানি আমার সাথে আপনারা সবাই এই নামটি শুনেই পছন্দ করে ফেলেছেন।

শুরু করা যাক আয়নায় রিতু জাহান। ১…২…৩…

২৫৭৯জন ১৬৫২জন

১৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ