অত্যন্ত অত্যন্ত দুঃখের এই সংবাদটির জন্য আমি/আমরা কিছুতেই প্রস্তুত ছিলাম না,
এই অনভ্যস্ততা নিয়েই আপনাদের জানাচ্ছি আমাদের সবার প্রিয় আরজু মুক্তা
আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন)। আমরা তাঁর
বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি। তাঁর পরিবার কে এই দুঃসহ অবস্থা থেকে
আল্লাহ পরিত্রাণ দেবেন, রব্বুল আল আমিনের কাছে এই প্রার্থনাই জানাই।
৩৪টি মন্তব্য
মনির হোসেন মমি
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
ছাইরাছ হেলাল
আল্লাহ তাঁকে বেহেস্তে রাখুন এই কামনা রাখি।
মনির হোসেন মমি
আমীন।
ছাইরাছ হেলাল
আমিন।
নাজমুল আহসান
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কী হয়েছিল কেউ বলতে পারেন?
বন্যা লিপি
হৃদরোগ আক্রান্ত….যতদূর শুনেছি@ নাজমুল আহসান।
বন্যা লিপি
আমরা কেউই প্রস্তত নই এমন অপ্রত্যাশিত শোক সংবাদের। তবু আমরা অভ্যস্থ্য হই….অপ্রত্যাশিত চলে যাওয়া…. আল্লাহ্ আরজু মুক্তার প্রতি সদয় হোন। তাঁর বিদেহী আত্মার প্রতি সন্মান এবং শ্রদ্ধা জানাই। আল্লাহ্ মহান তিনি আরজুকে সর্বত ক্ষমা করুন প্রার্থনা করি। আমিন।
ছাইরাছ হেলাল
অবশ্যই আল্লাহ তাঁর প্রতি সদয় হবেন, এ প্রার্থনা আমাদের সবার।
সুপর্ণা ফাল্গুনী
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ঈশ্বর ওনার পরিবারের সদস্যদের শক্তি দিন এ শোক, হারানোর ব্যথা সহ্য করবার। ওপারে ভালো থাকুন আপু
ছাইরাছ হেলাল
অবশ্যই আমাদের সবার দোয়ায় আল্লাহ তাঁকে কবুল করে নেবেন।
সাবিনা ইয়াসমিন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন উনার সকল ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। তার সমস্ত ভালো কাজগুলো কবুল করেন, তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন।
আমিন।
সৌবর্ণ বাঁধন
সৃষ্টিকর্তা তাকে শান্তিতে রাখুক। পরকালে পরম শান্তি বর্ষিত হোক এটাই প্রার্থনা।
হালিমা আক্তার
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
জিসান শা ইকরাম
মুক্তা চলে গেলো!
শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিনা আমি।
আমার অতি শ্নেহের বোনটা নেই!
সুরাইয়া পারভীন
আমি হতভম্ব নির্বাক স্তব্ধ
আপুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ভালো থাকুন আপু ওপারে
দালান জাহান
মানুষ আসে মানুষ যায়। তবুও বুকের অতলে দুঃখ থেকে যায়। আপুটার জন্য খুব খারাপ লাগছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
অনন্য অর্ণব
মৃত্যু অমোঘ সত্য। কিন্তু কিছু কিছু মানুষের মৃত্যু তার পরিচিত জগৎকে স্তব্দ করে দেয়। তেমনি একজন আমাদের সবার প্রিয় আরজু মুক্তা। মহান রাব্বুল আলামীন আপুকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন । আমীন।
মোঃ মজিবর রহমান
পরবর্তি নিশ্বাসের যখন ভরসা মহান আল্লহা তায়ালার উপর নির্ভর তখন এই যাওয়ার প্রস্তুতি নিই বা না নিই যেতেই হবে তবে খুব খুব কষ্ট বুকের মাঝে। দেখি নাই কিন্তু তাঁর লিখা ভাষায় তাঁর ব্যাবহার মুগ্ধ করেছে।
আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুন। আমিন।
আলমগীর সরকার লিটন
আমিও মেনেনিতে পারছি না এ কষ্ট তবু কষ্ট থেকেই যায়
মহান আল্লাহ জান্নাত বাসি দান করুন আমিন———-
রুমন আশরাফ
আকস্মিক দুঃসংবাদটি শুনে বাকরুদ্ধ হয়ে যাই। বিশ্বাসই হচ্ছিলো না। আল্লাহ্ মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমীন।
নার্গিস রশিদ
আমিতো ভাবতেই পারছিনা। কি হয়ে ছিল? সবার আগে সবাইকে তিনি লেখা নিয়ে প্রশংসা দিতেন। খুব বড় মনের মানুষ ছিলেন । খোদা তাঁর আত্মা কে শান্তিতে রাখুন।
সুপর্ণা ফাল্গুনী
স্ট্রোক করেছিলো আপু। তার জন্য দোয়া করবেন। তার মেয়ে নাবা যেন এ শোক সইতে পারে। ভালো থাকবেন
রিতু জাহান
নেয়া যাচ্ছে না আসলে। আমি হতভম্ব একদম।
কাজি রাশেদ
এ কেমন চলে যাওয়া। মেনে নিতে পারছি না। গভীরভাবে শোকাহত।
নাসির সারওয়ার
আহা, এ কেমন সংবাদ!
আল্লাহ ওনার রুহোকে শান্তি দিন।
আমিন।
নিতাই বাবু
আমি মর্মাহত, শোকাহত! ভাবতেও খুব কষ্ট হচ্ছে। আমি মরহুমার বিদেহি আত্মার শান্তি কামনা-সহ উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
নাজমুল হুদা
বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
এই আকস্মিক মৃত্যু আমাকে অনেক বাকরুদ্ধ করে দিয়েছে। ইশশশ! মৃত্যুর ক’দিন আগেও আমাকে ফোন দিলো। শেষ বলছিলো- ছোট ভালো থেকো 😢
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ দুঃখজনক।
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি।
মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
শামীনুল হক হীরা
মর্মাহত হলাম।।কি হয়েছিল উনার ।।
রুদ্র আমিন
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মহান আল্লাহ্ রাব্বুল আলামিন আপাকে জান্নতুল ফ্রদোউ নসীব করুন। আমীন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মহান আল্লাহ্ রাব্বুল আলামিন আপাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন।
জিসান শা ইকরাম
এমন অপ্রত্যাশিত মৃত্যুর জন্য আমরা কেহই প্রস্তুত ছিলাম না,
আরজু মুক্তার আত্মার মাগফিরাত কামনা করি।
উর্বশী
আমার একটি বৃত্ত আছে, যেখানে বেশীর ভাগ জায়গাই জুড়ে আঘাতের দখল।কখনোই ভাবিনি সেখানেই আরজু আপুর অবস্থান হবে।এমন অপ্রত্যাশিতভাবে মৃত্যুর খবর শোনার জন্য একদম ই প্রস্তুত ছিলাম না। মহান আল্লাহ পাক আপুকে যেন জান্নাত বাসি করেন — আমীন।